WBPSC Food SI Clerkship Miscellaneous Free GK Mock Test - 18

1/28
নিচের কোনটি বায়ো-ডিগ্রেডেবল ?
পেপার
DDT
অ্যালুমিনিয়াম
Plastic
2/28
নিচের কোন অবস্থানের মধ্যে পশ্চিমবঙ্গ অবস্থিত ?
85°55' E and 99°50' E
85°50' E and 90°50' E
84°50' E and 89°50' E
85°50' E and 89°50' E
3/28
Economic Planning কোন লিস্ট এর অন্তর্গত ?
Union List
State List
Concurrent List
সুনির্দিষ্টভাবে বলা নেই
4/28
শান্তির মানুষ" নামে পরিচিত কোন ব্যক্তি -
মদনমোহন মালব্য
লাল বাহাদুর শাস্ত্রী
সুরেন্দ্রনাথ ব্যানার্জি
জহরলাল নেহেরু
5/28
ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি ?
জেমু
গঙ্গোত্রী
পিণ্ডারি
সিয়াচেন
6/28
কে গঙ্গাইকোন্ডচোল উপাধি ধারণ করেন ?
প্রথম রাজেন্দ্র
দ্বিতীয় রাজ রাজ
প্রথম রাজাধিরাজ
কারিকল
7/28
চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন ?
বিন্দুসার
অজাতশত্রু
অশোক
হর্স
8/28
মিনিকয় দ্বীপপুঞ্জ এবং মালদ্বীপের মাঝে কোন চ্যানেল আছে ?
A) ডানকান প্যাসেজ
B) 8° চ্যানেল
C) 9° চ্যানেল
D) Sir ক্রিক্ line
9/28
বীরবল কোন লেখক এর ছদ্মনাম ?
A) প্রমথ চৌধুরী
B) কেদারনাথ ব্যানার্জি
C) নলিনীকান্ত সরকার
D) শিবরাম চক্রবর্তী
10/28
কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন ?
A)লর্ড মিন্টো
B)গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস
C)লর্ড বেন্টিং
D)লর্ড কার্জন
11/28
Unbreakable কার আত্মজীবনী ?
A)মেরি কম
B)সানিয়া মির্জা
C)ওয়াসিম আকরাম
D) ক্রিস গেইল
12/28
42. Blue City কোন শহরকে বলা হয় ?
A)যোধপুর
B)জয়সালমীর
C)জয়পুর
D) বান্টি
13/28
Muga Silk ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?
বিহার
হিমাচল প্রদেশ
আসাম
মহারাষ্ট্র
14/28
সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
A)ঝগড়
B)ধূপগড়
C)অমরকন্টক
D)আনাইমুদি
15/28
নিচের কোন দেশটি স্থল ভাগ দ্বারা আবৃত একটি দেশ ?
তুর্কি
এরিট্রিয়া
মঙ্গোলিয়া
সিরিয়া
16/28
লোহার গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস ?
A)3182
B)2161
C)1538
D)3861
17/28
পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি ?
A) ল্যাকটিক অ্যাসিড
B)কার্বন-ডাই-অক্সাইড
C)ক্রিয়েটিনিন
D)ইথাইল অ্যালকোহল
18/28
নিচের কোনটি একটি স্কেলার রাশির উদাহরণ ?
A)বেগ
B) বল
C)ভরবেগ
D)শক্তি
19/28
নদী থেকে সমুদ্র গেলে জাহাজ কিছুটা ভেসে ওঠে কারণ ?
A)সমুদ্রের জল অপেক্ষাকৃত উষ্ণ
B)সমুদ্রে জাহাজের বেগ অধিক
C)নদীর জলের ঘনত্ব অধিক
D)সমুদ্রের নোনা জলের ঘনত্ব অধিক
20/28
চাষাবাদ কোন স্তরের অন্তর্গত ?
A) Primary Sector
B) Secondary Sector
C)Tertiary sector
D) Quaternary sector
21/28
JPEG এর ফুল ফর্ম কি ?
A) Joint Photographic Experts Group
B) Joint photo Excellence Group
C)Joint picture Expert Group
D)Joint picture Expertise group
22/28
UNICEF Day কোন দিন পালন করা হয় ?
A)11 December
B)12 December
C) 15 December
D) 19 December
23/28
খো খো খেলার মাঠে কতজন খেলোয়াড় খেলে ?
A)7 জন
B) 8 জন
C)9 জন
D)10 জন
24/28
Anthropological Survey of India এর সদর দপ্তর কোথায় ?
A)কলকাতা
B)নতুন দিল্লি
C)মুম্বাই
D)ধর্মশালা
25/28
One Arranged Murder - বইটি কার লেখা ?
A) অরুন্ধতী রায়
B)শশী থারুর
C)চেতন ভাগত
D)রাস্কিন বন্ড
26/28
Greatest of All Time - এটি কার আত্মজীবনী ?
A)মোহাম্মদ আলী
B)রাস্কিন বন্ড
C)ফিদেল কাস্ত্রো
D)এডমন্ড হিলারি
27/28
নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
A)আলিপুরদুয়ার
B)কালিম্পং
C)জলপাইগুড়ি
D) দার্জিলিং
28/28
Central bureau of investigation (CBI) কত সালে স্থাপিত হয় ?
A)1951
B) 1947
C)1963
D)1967
Result:
WBPSC Food SI Clerkship Miscellaneous Free GK Mock Test - 18 WBPSC Food SI Clerkship Miscellaneous Free GK Mock Test - 18 Reviewed by study school on September 30, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.