WBPSC Food SI Clerkship Miscellaneous Free GK Mock Test - 19

1/30
ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার হলেন ?
A) এডভোকেট জেনারেল
B) আইনমন্ত্রী
C) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
D) অ্যাটর্নি জেনারেল
2/30
সংবিধানের প্রস্তাবনা কে কোন ব্যক্তি " Political Horoscope " বলে বর্ণনা করেছেন ?
A)আরনেস্ট বারকার
B) কে এম মুন্সি
C) চারুলতা দেবী
D) জহরলাল নেহেরু
3/30
লাক্ষা দ্বীপের প্রধান ভাষা কি ?
A)তেলেগু
B)তামিল
C)মালায়ালাম
D)হিন্দি
4/30
সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ করা হয়েছে ?
A) 55 নম্বর ধারা
B) 50 নম্বর ধারা
C) 53 নম্বর ধারা
D) 47 নম্বর ধারা
5/30
রক্তে Glucose মাত্রা বেড়ে যাওয়াকে কি রোগ বলে ?
A)ডায়াবেটিস মেলিটাস
B) ডায়াবেটিস ইনসিপিডাস
C)গ্লুকোসুরিয়া
D)হিমাচুরিয়া
6/30
অশোক তার শিলালিপিতে নিজেকে কি নামে অভিহিত করেছিলেন ?
A)প্রিয়দর্শী
B)ধর্ম সক
C)দৈব পুত্র
D)দেবনাম প্রিয় প্রিয়দর্শীন
7/30
শিখ গুরু তেগবাহাদুর কার সমসাময়িক ছিলেন ?
A)জাহাঙ্গীর
B) শাহজাহান
C)আওরঙ্গজেব
D)বাহাদুর শাহ
8/30
কোন ভাইসরয়ের সময় চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহেরু মিলে স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেছিলেন ?
A)লর্ড আরউইন
B)লর্ড চেমসফোর্ড
C)লর্ড রিডিং
D)লর্ড হার্ডিঞ্জ
9/30
1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?
A) মুসলিম লীগ
B) ভারত সভা
C)বেঙ্গল জমিদারি লীগ
D) ভারতের কমিউনিস্ট পার্টি
10/30
নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল ?
A)নাগাল্যান্ড
B)মণিপুর
C)অসম
D)অরুণাচল প্রদেশ
11/30
লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
A)শতদ্রু
B)রামগঙ্গা
C) চন্দ্রভাগা
D) বিতস্তা
12/30
Wi-Fi এর পুরো কথাটি কি ?
A)Wired Fidelity
B) Wired Field
C)Wireless Field
D) Wireless Fidelity
13/30
সিসমোগ্রাফ হল ?
A) মেঘের ছবি তোলার যন্ত্র
B) সমুদ্রের গভীরতা মাপার একক
C) ভূমিকম্পের তীব্রতা পরিমাপের একক
D) কোনোটিই নয়
14/30
"সোনালী চতুর্ভুজ "- কি ?
A)সৌরশক্তি উন্নয়ন প্রকল্প
B)রেলওয়ে উন্নয়ন প্রকল্প
C)জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প
D)বন্দর উন্নয়ন প্রকল্প
15/30
ভলকানাইজেশন প্রক্রিয়ায় রাবারের সাথে কি মেশানো হয় ?
A)গন্ধক
B)চুন
C)পটাশিয়াম পারম্যাঙ্গানেট
D)ন্যাপথলিন
16/30
ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি ?
A)ডঃ S. রাধাকৃষ্ণন
B) ডক্টর জাকির হোসেন
C)ভিভি গীরি
D) জিএস পাঠক
17/30
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন-
A)NAA
B)IAA
C)2,4-D
D) IBA
18/30
অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হল-
A)অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
B) প্রতিসরণ
C)বিক্ষেপণ
D) প্রতিফলন
19/30
ভাষা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ?
A)Language-logy
B)Philology
C)Subkollogy
D)Nectology
20/30
"বাবুজি "কোন ব্যক্তির পরিচিত নাম ?
A)জগজীবন রাম
B) মহাত্মা গান্ধী
C)খান আবদুল গফফর খান
D)দাদাভাই নওরোজি
21/30
"আদর্শ হিন্দু হোটেল" রচনাটি কার লেখা ?
A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
B) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
C) মানিক বন্দোপাধ্যায়
D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
22/30
গিনি দেশের রাজধানীর নাম কি ?
A) মধ্যপ্রদেশ
B) কেরল
C)উত্তর প্রদেশ
D) কোনোটিই নয়
23/30
স্বাধীনতার পর ভারতের দেশীয় রাজ্যগুলির সংহতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন -
A)সরদার বল্লভ ভাই প্যাটেল
B)রাজেন্দ্রপ্রসাদ
C) মহাত্মা গান্ধী
D) লাল বাহাদুর শাস্ত্রী
24/30
'16 ইয়ার্ড হিট' শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত ?
A) বাস্কেটবল
B)ব্যাডমিন্টন
C) টেনিস
D)হকি
25/30
গিদ্ধা ( Giddha) কোন রাজ্যের লোকনৃত্য ?
A) পাঞ্জাব
B) মনিপুর
C)ওড়িশা
D)পশ্চিমবঙ্গ
26/30
পারাদ্বীপ বন্দর ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত ?
A) অন্ধপ্রদেশ
B) কেরালা
C)পশ্চিমবঙ্গ
D)উড়িষ্যা
27/30
অমর্ত্য সেন কত সালে ভারতরত্ন পেয়েছিল ?
A)1999
B) 1998
C) 2000
D) 2001
28/30
পৃথিবীর উচ্চতম রেলসেতু “চেনাব সেতু” -টি কোথায় অবস্থিত?
A) হিমাচল প্রদেশ
B) অরুণাচল প্রদেশ
C) জম্মু এবং কাশ্মীর
D)উত্তরাখন্ড
29/30
World Homeopathy Day কবে পালিত হয় ?
A)8 এপ্রিল
B) 9 এপ্রিল
C) 10 এপ্রিল
D) 11 এপ্রিল
30/30
"RAW " এর পুরো নাম কি ?
A) Rendom assist wings
B) Remote assistant wing
C)Research assistant wing
D) Research and analysis wing
Result:
WBPSC Food SI Clerkship Miscellaneous Free GK Mock Test - 19 WBPSC Food SI Clerkship Miscellaneous Free GK Mock Test - 19 Reviewed by study school on October 05, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.