WBPSC Food SI Clerkship Miscellaneous Free GK Mock Test - 16

1/20
কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলন এ উদ্যোগী হয়েছিলেন ?
লর্ড কর্নওয়ালিসিস
লর্ড রিপন
লর্ড উইলিয়াম বেন্টিং
লর্ড কার্জন
2/20
শেরশাহের সেনাপতি কে ছিলেন ?
 দিলির খান
 শায়েস্তা খান
ব্রহ্মজিৎ গৌড়
 জয়সিং
3/20
এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা ?
কাদম্বরী 
হর্ষচরিত
গীতগোবিন্দ
রঘুবংশম
4/20
নিচের কোন ব্যক্তি  নীল দর্পণ রচনা করেন ?
দীনবন্ধু মিত্র 
মধুসূদন দত্ত
হরিশচন্দ্র মুখার্জী 
কালীপ্রসন্ন সিংহ
5/20
দিল্লির সুলতানিতে কোন বিখ্যাত কবি কে হিন্দুস্তানের তোতাপাখি বলে অভিহিত করা হতো ?
জিয়াউদ্দিন বরানি
আমির খসরু
অল বিরুনি 
উতবি
6/20
কোন মুঘল শাসক জিন্দাপীর নামে পরিচিত ?
আকবর
 শাহাজাহান
জাহাঙ্গীর 
ওরঙ্গজেব
7/20
দুর্গাপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
কংসাবতী
ময়ূরাক্ষী 
দামোদর 
অজয়
8/20
সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয় ?
বাঁকুড়া
পূর্ব মেদিনীপুর 
পুরুলিয়া
পশ্চিম মেদিনীপুর
9/20
শিলং অবস্থিত গারো ,খাসি  পাহাড়ের____ দিকে ?
দক্ষিণ 
পূর্ব
উত্তর
 পশ্চিম
10/20
জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত ?
সুবর্ণরেখা
দামোদর
অজয় 
রূপনারায়ন
11/20
ভারতের সংবিধানে  14 নম্বর ধারায় বলা হয়েছে ?
ধর্মীয় অধিকার
ধর্মীয় স্বাধীনতার অধিকার
সাংবিধানিক প্রতিবিধানের অধিকার
আইনের দৃষ্টিতে সমতা এবং আইন সমূহ কর্তৃক সমভাবে রক্ষিত 
12/20
কিলো-ওয়াট আওয়ার কিসের একক
ক্ষমতা 
ভরবেগ
বৈদ্যুতিক শক্তি
বল
13/20
পেশার কুকার এর কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভরশীল ?
উপরের কোনোটিই নয়
চাপ কমে যাওয়ায় স্ফুটনাঙ্ক বৃদ্ধি
চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক  কমে যাওয়া
চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি
14/20
নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয় ?
 A) C এবং B
B) হেমাটাইট 
C) ডলোমাইট
D) বক্সাইট
15/20
স্ত্রী এনোফিলিস মশা কোন রোগের জীবাণুর বাহক ?
ডেঙ্গু 
জাপানিজ এনকেফেলাইটিস
ম্যালেরিয়া
ফাইলেরিয়া
16/20
হাজারীবাগ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ? 
মধ্যপ্রদেশ
রাজস্থান
ঝাড়খন্ড
উত্তরপ্রদেশ 
17/20
ক্লোরিন বাতাসের চেয়ে কত গুণ ভারী ?
5.0 গুণ ভারী
1.2 গুণ ভারী
3.81 গুণ ভারী
2.5 গুণ ভারী
18/20
জীবক  কার  সমসাময়িক বিখ্যাত চিকিৎসক ছিলেন  ?
চন্দ্রগুপ্ত মৌর্য
অশোক
গৌতম বুদ্ধ
হর্ষবর্ধন
19/20
শবরীমালা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
কেরল
তামিলনাড়ু
উত্তর প্রদেশ
কর্ণাটক
20/20
বছরের কোন দিনটি Armed Forces Flag Day হিসেবে পালিত হয় ?
5 june
8 march
7 december
6 August
Result:
WBPSC Food SI Clerkship Miscellaneous Free GK Mock Test - 16 WBPSC Food SI Clerkship Miscellaneous Free GK Mock Test - 16 Reviewed by study school on September 28, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.