Hello Friends,
আজ WBP SI Preliminary 2020 Question Papers PDFটি শেয়ার করছি, যেটিতে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ২০২০ প্রিলি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ২৬শে সেপ্টেম্বর ২০২১ তারিখে। যারা পরবর্তীতে পুলিশের পরীক্ষা দিতে চলেছেন তারা এই WBP GK Questions Papers গুলি সংগ্রহ করে প্রশ্নের ধরন দেখে নিন।
1/41
প্যালিয়েন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যায়ন ?
2/41
নিউটনের প্রথম গতিসূত্র টি কি নামে পরিচিত ?
3/41
জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল -
4/41
ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন -
5/41
বীরবলের আসল নাম কি ছিল ?
6/41
হীরা শক্ত হওয়ার কারণ কি ?
7/41
লোকসভায় জিরো আওয়ার এর সর্বাধিক সময়কাল হল -
8/41
নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারতের জিডিপির সর্বাধিক অংশ লাভ করে ?
9/41
প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত -
10/41
নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন -
11/41
গোবর গ্যাসের প্রধান উপাদান হলো-
12/41
"Lettersfrom a Father to Daughter" বইটি লিখেছিলেন কে ?
13/41
আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে-
14/41
রাশিয়াতে অনুষ্ঠিত 2018 FIFA বিশ্বকাপ কোন দেশ জিতেছে ?
15/41
নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক ?
16/41
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয় ?
17/41
"ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন" এর সদর দপ্তর কোথায় ?
18/41
ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
19/41
গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিন (বেশি) সমৃদ্ধ ?
20/41
কুঞ্জ রানী দেবী নামটি জড়িত-
21/41
ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হল-
22/41
নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ-
23/41
নিম্নোক্ত যে কণাটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে-
24/41
পৃথিবীর শুষ্কতম মরুভূমি হল ?
25/41
নিচের কোনটি ভেক্টর রাশি?
26/41
1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন ?
27/41
পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন ?
28/41
নিচের কোন দেশটি SAARC এর সদস্য নয়?
29/41
দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়-
30/41
Matatila Hydel Project কোন নদীর উপর গড়ে উঠেছে ?
31/41
সূর্য , কোনটি থেকে শক্তি অর্জন করে-
32/41
"Athlete's ফুট " রোগটি যার দ্বারা সৃষ্টি ?
33/41
বাতাসে শব্দের বেগ কত (স্বাভাবিক অবস্থায়) ?
34/41
রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে হয় -
35/41
বাণিজ্যিক সার গুলিতে নিম্নলিখিত কোন মৌলটির থাকার সম্ভাবনা সবথেকে কম ?
36/41
নিচের কোনটির ঘনত্ব সবথেকে বেশি ?
37/41
নিম্নলিখিত নোবেল গ্যাস গুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলের অনুপস্থিত সেটি হল -
38/41
নিচের কোনটি রিজার্ভ ব্যাংক এর কাজ নয়-
39/41
Black Cotton Soils কি নামে পরিচিত ?
40/41
কোন শিলালিপিতে অশোক এর নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবনামপ্রিয় দিয়ে নয় ?
41/41
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয় (not a particle )-
Result:
WBP Sub-inspector Preliminary 2020 Question Papers
Reviewed by sujoy
on
September 14, 2022
Rating:

No comments: