WBP Sub-inspector Preliminary 2020 Question Papers


 

Hello Friends, 
আজ WBP SI Preliminary 2020 Question Papers PDFটি শেয়ার করছি, যেটিতে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ২০২০ প্রিলি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ২৬শে সেপ্টেম্বর ২০২১ তারিখে। যারা পরবর্তীতে পুলিশের পরীক্ষা দিতে চলেছেন তারা এই WBP GK  Questions Papers গুলি সংগ্রহ করে প্রশ্নের ধরন দেখে নিন।
1/41
প্যালিয়েন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যায়ন ?
উদ্ভিদ এবং প্রাণী জীবাষ্ম
আগ্নেয়গিরি
বায়ুমণ্ডল
শিলা
2/41
নিউটনের প্রথম গতিসূত্র টি কি নামে পরিচিত ?
স্থির নীতি
আপেক্ষিকতার মূলনীতি
কার্যকারিতা নীতি
জড়তার মূলনীতি
3/41
জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল -
28শে জুলাই,1914
24july ,1935
16 Oct,1905
13 April,1919
4/41
ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন -
রাজ্যসভার দ্বারা
সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যদের দ্বারা
লোকসভার সদস্যের দ্বারা
সংসদের সদস্যের দ্বারা
5/41
বীরবলের আসল নাম কি ছিল ?
মহেশ দাস
শ্যাম দাস
ভগবান দাস
রামদাস
6/41
হীরা শক্ত হওয়ার কারণ কি ?
এটি কার্বন পরমাণু সমন্বয়ে গঠিত
চারটি ভ্যালেন্স ইলেকট্রন কভালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ
এটি পড়ানো যায় না
এটি একটি দৈত্য অনু
7/41
লোকসভায় জিরো আওয়ার এর সর্বাধিক সময়কাল হল -
60 মিনিট
30 মিনিট
অনির্দিষ্টকাল
2 ঘণ্টা
8/41
নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারতের জিডিপির সর্বাধিক অংশ লাভ করে ?
নির্মাণ ক্ষেত্র
সেবা ক্ষেত্র
কৃষি ক্ষেত্র
উৎপাদন ক্ষেত্র
9/41
প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত -
ডারউইন
মেন্ডেল
ডালটন
জেবি ford
10/41
নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন -
পেনিসিলিন
স্টেপটোমাইসিন
ইনসুলিন
স্টেরয়েড
11/41
গোবর গ্যাসের প্রধান উপাদান হলো-
কার্বন ডাই অক্সাইড
মিথেন
ইথেন
হাইড্রোজেন
12/41
"Lettersfrom a Father to Daughter" বইটি লিখেছিলেন কে ?
মহাত্মা গান্ধী
সরদার বল্লভ ভাই প্যাটেল
জহরলাল নেহেরু
এস রাধাকৃষ্ণাণ
13/41
আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে-
ভূমধ্যসাগর
লোহিত সাগর
আটলান্টিক মহাসাগর
পারস্য উপসাগর
14/41
রাশিয়াতে অনুষ্ঠিত 2018 FIFA বিশ্বকাপ কোন দেশ জিতেছে ?
ক্রোয়েশিয়া
জার্মানি
ব্রাজিল
ফ্রান্স
15/41
নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক ?
IDBI Bank
ভারতীয় স্টেট ব্যাঙ্ক
ICICI Bank
ইন্ডিয়ান ব্যাঙ্ক
16/41
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয় ?
কুলম্ব
সিমেন্
অ্যাংস্ট্রম
ওহম
17/41
"ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন" এর সদর দপ্তর কোথায় ?
নিউইয়র্ক
ওয়াশিংটন ডিসি
জেনেভা
প্যারিস
18/41
ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
দেরাদুন
সিমলা
ভোপাল
লখনও
19/41
গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিন (বেশি) সমৃদ্ধ ?
ভিটামিন B
ভিটামিন D
ভিটামিন A
ভিটামিন C
20/41
কুঞ্জ রানী দেবী নামটি জড়িত-
বক্সিং
ভারোত্তোলন
তীরন্দাজি
সাঁতার
21/41
ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হল-
5516.6 km
3316.6 km
7516.6 km
4516.6 km
22/41
নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ-
ইউক্যারিওটিক
রাইজোবিয়াম
অ্যাসিটোব্যাকটর
প্রোক্যারিওটিক
23/41
নিম্নোক্ত যে কণাটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে-
ক্রোমাটোফোর
লিউকোপ্লাস্ট
ক্লোরোপ্লাস্ট
ক্রোমোপ্লাস্ট
24/41
পৃথিবীর শুষ্কতম মরুভূমি হল ?
গোবি
আটাকামা
সাহারা
থর মরুভূমি
25/41
নিচের কোনটি ভেক্টর রাশি?
বল
ভর
ঘনত্ব
Inertia
26/41
1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন ?
দ্বিতীয় বাজিরাও
মাধবরাও
প্রথম বাজিরাও
বালাজি বাজিরাও
27/41
পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন ?
হুগলি
নদীয়া
বর্ধমান
মুর্শিদাবাদ
28/41
নিচের কোন দেশটি SAARC এর সদস্য নয়?
মায়ানমার
পাকিস্তান
ভুটান
নেপাল
29/41
দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়-
ক্রিয়া সম্পাদকদের
আম্পায়ারদের
প্রশিক্ষকদের
ক্রীড়াবিদদের
30/41
Matatila Hydel Project কোন নদীর উপর গড়ে উঠেছে ?
মহারাষ্ট্রের কয়না নদী
গুজরাটের তাপ্তি নদী
উত্তরপ্রদেশের বেতোয়া নদী
উড়িষ্যার মহানদী
31/41
সূর্য , কোনটি থেকে শক্তি অর্জন করে-
নিউক্লিয়ার fission
ফটোইলেকট্রিক প্রভাব
রাসায়নিক বিক্রিয়া
নিউক্লিয়ার fusion
32/41
"Athlete's ফুট " রোগটি যার দ্বারা সৃষ্টি ?
ছত্রাক
আদ্যপ্রাণী
ব্যাকটেরিয়া
নিমাটোড
33/41
বাতাসে শব্দের বেগ কত (স্বাভাবিক অবস্থায়) ?
332 মিটার /Sec
3230 মিটার /sec
30 মিটার /Sec
3200 মিটার /Sec
34/41
রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে হয় -
কেপলারের সূত্র
পাস্কাল এর সূত্র
বয়েলের সূত্র
নিউটনের সূত্র
35/41
বাণিজ্যিক সার গুলিতে নিম্নলিখিত কোন মৌলটির থাকার সম্ভাবনা সবথেকে কম ?
ফসফরাস
সিলিকন
নাইট্রোজেন
পটাশিয়াম
36/41
নিচের কোনটির ঘনত্ব সবথেকে বেশি ?
গ্রাফাইট
সিলিকন
হীরক
কোক
37/41
নিম্নলিখিত নোবেল গ্যাস গুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলের অনুপস্থিত সেটি হল -
হিলিয়াম
জেনন
আর্গন
রেডন
38/41
নিচের কোনটি রিজার্ভ ব্যাংক এর কাজ নয়-
সরকারের কাছে ব্যাংকার
ব্যাংক নোট ইস্যু করা
সাধারণ মানুষের আমানত গ্রহণকারী
বাণিজ্যিক ব্যাংকগুলোর নগদ সংরক্ষণের প্রহরী
39/41
Black Cotton Soils কি নামে পরিচিত ?
ভাঙ্গর
রেগুর
ভাবর
খাদার
40/41
কোন শিলালিপিতে অশোক এর নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবনামপ্রিয় দিয়ে নয় ?
মহাস্থান
তক্ষশীলা
বাহাপুর
মাসকি লিপি
41/41
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয় (not a particle )-
Beta
Gamma
Alpha
Delt
Result:
WBP Sub-inspector Preliminary 2020 Question Papers WBP Sub-inspector Preliminary 2020 Question Papers Reviewed by sujoy on September 14, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.