WBP Staff Officer Cum Instructor Question Paper 2021 PDF Download

 

সুপ্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, WBP Staff Officer Cum Instructor Question Paper 2021 Only GK part Mock Test, যেটির মধ্যে স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া আছে। যেটির মাধ্যমে তোমরা প্রশ্নপত্র কি ধরণের হয়েছিলো, সেই সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবে এবং আগত পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। সুতরাং সময় অপচয় না করে নীচ থেকে প্রশ্নপত্রের Mock Test টিতে অংশগ্রহণ করে নাও।


1/45
যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় ?
ভিটামিন C
ভিটামিন E
ভিটামিন K
ভিটামিন A
Explanation: ভিটামিন A এর রাসায়নিক নাম রেটিনোল
2/45
1 জুন 2019 ভারত সরকার কোন নতুন মন্ত্রকের সূচনা করলো ?
পরমাণু শক্তি
স্থল শক্তি
বায়ুশক্তি
জলশক্তি
3/45
মগধের রাজা অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি ছিলেন ?
হর্যঙ্ক
মৌর্য
মুঘল
চালুক্য
Explanation: বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা
4/45
HTTP এর পুরো অর্থ কি ?
Hyper transmission text protocol
Hyper text transfer program
Hybrid text transfer protocol
Hyper text transfer protocol
5/45
সাধারণ অবস্থায় নিচের কোন ধাতুটি তরল ?
ইউরেনিয়াম
রেডিয়াম
পারদ
দস্তা
Explanation: আর একটি তরল ধাতুর গ্যালিয়াম
6/45
2020 টোকিও অলিম্পিক এর সরকারি ম্যাসকট কি ?
ভিনিসিয়াস ডি মরিস
খরগোশ তুষার ভালুক লেপার্ড
মিরাই তোয়া
সুহরঙ্গ
7/45
মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি ?
অগ্নাশয়
প্যারোটিড
পিটুইটারি
যকৃত
Explanation: যকৃতকে মানব শরীরে রসায়নাগার বলা হয়
8/45
গৃষ্ম কালে উত্তর ভারতের সমর্থনের স্থানীয় হাওয়া বয় তার নাম কি ?
লু
কালবৈশাখী
আয়ন বায়ু
চিনুক
9/45
লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয় ?
যকৃৎ
অগ্ন্যাশয়
Ovary
অস্থিমজ্জা
Explanation: লোহিত রক্ত কণিকার আয়ু 100 থেকে 120 দিন
10/45
নিচের কোনটি DNA তে নেই ?
সাইটোসিন
থাইমিন
ইউরাসিল
অ্যাডেনিন
Explanation: DNA- অ্যাডেনিন,গুয়ানিন,সাইটোসিন,থাইমিন RNA- অ্যাডেনিন,গুয়ানিন,সাইটোসিন, ইউরাসিল
11/45
বছরের কোন দিনটি Armed Forces Flag Day হিসেবে পালিত হয় ?
6 August
5 june
8 march
7 december
Explanation: 8 ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস
12/45
শবরীমালা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
কেরল
তামিলনাড়ু
উত্তর প্রদেশ
কর্ণাটক
Explanation: শবরীমালা মন্দিরের দেবতা- Deity Ayyappan
13/45
মেট্রো রেলওয়ে জোন এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত
মুম্বাই
কলকাতা
নাগপুর
নয়াদিল্লি
Explanation: প্রতিষ্ঠিত -1969
14/45
NCC এর নীতিবাক্যটি কি ?
Unity and Integrity
Unity and Command
Unity and Service
Unity and Discipline
Explanation: National Cadet Corps
15/45
ভারতমাতা ছবিটি কে অঙ্কন করেন ?
রবীন্দ্রনাথ ঠাকুর
নন্দলাল বসু
অবনীন্দ্রনাথ ঠাকুর
সুকুমার গান
Explanation: ভারতীয় সংবিধানের ম্যানুস্ক্রিপ্ট করেছিলেন নন্দলাল বসু
16/45
প্রথম ভারতীয় ICS অফিসার কে ?
সত্যেন্দ্রনাথ ঠাকুর
সুভাষচন্দ্র বসু
সুরেন্দ্রনাথ ব্যানার্জি
অরবিন্দ ঘোষ
Explanation: সত্যেন্দ্রনাথ ঠাকুর ICS Cleared -1863 সুভাষচন্দ্র বসু-1920 স্বাধীন ভারতের প্রথম মহিলা IAS অফিসার আন্না জর্জ মালহোত্রা
17/45
নিচের কোন ভারতীয় শহর নদীর তীরে অবস্থিত নয় ?
ভাগলপুর
ভোপাল
কানপুর
আগ্রা
Explanation: ভোপাল শহরটি Upper লেকের পাশে
18/45
বিশুদ্ধ জলের PH কত ?
7
9
12
3
Explanation: পিত্তরসের PH – 7-8 মূত্রের PH 6.0 to 7.5 রক্তের PH 7.35 to 7.45
19/45
হাসির আলো কি ?
পশ্চিমবঙ্গ সরকারের গরিব মানুষকে বিনা মূল্যে দন্ত চিকিৎসা প্রদান প্রকল্প
শারীরিক প্রতিবন্ধী গরীব মানুষের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাসিক পেনশন প্রদান প্রকল্প
পশ্চিমবঙ্গ সরকারের গরিব মানুষের ব্যবসার জন্য সহজ ঋণ প্রদান প্রকল্প
পশ্চিমবঙ্গ সরকারের গরিব মানুষের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রদান প্রকল্প
20/45
TV রিমোট কন্ট্রোল এ কোন তরঙ্গ ব্যবহার হয় ?
রেডিও তরঙ্গ
লেজার তরঙ্গ
ইনফ্রারেড তরঙ্গ
আল্ট্রাসনিক তরঙ্গ
Explanation: শব্দ -অনুদৈর্ঘ্য তরঙ্গ ও আলোক - তির্যক তরঙ্গ
21/45
কথাকলি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য শৈলী ?
উড়িষ্যা
তামিলনাড়ু
ত্রিপুরা
কেরল
Explanation: Among the classical dance form in India, Mohiniattam(Kerala) is limited to being performed only by girls
22/45
নিচের কোন ইউরোপীয় পর্যটক ভারতবর্ষে থেকে যান ?
মানুচি
বার্নিয়ার
মার্কোপোলো
দান্তে বারবোসা
Explanation: ইনি হলেন ইতালির বাসিন্দা এবং মারা যান Monte Grande, Chennai, now Tamil Nadu
23/45
কোন ভারতীয় শহরের নাম 2019 সালে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকা প্রবেশ করেছে ?
কানপুর
মুম্বাই
পাটনা
জয়পুর
Explanation: ইউনেস্কোর হেড কোয়ার্টার ফ্রান্সের প্যারিস
24/45
শব্দের প্রতিধ্বনির কারণ কি ?
শব্দের বিচ্ছুরণ
শব্দের প্রতিফলন
শব্দের প্রতিসরণ
শব্দের শোষণ
25/45
চীনের কোন প্রদেশে করোনাভাইরাস দ্বারা সর্বাধিক আক্রান্ত হয়েছিল ?
জিলিন
হুবেই প্রদেশ
শ্যানডং
গান সু
26/45
নিচের কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত নদী ?
গোদাবরী
কৃষ্ণা
নর্মদা
মহানদী
Explanation: গোদাবরী কে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এবং পবিত্রতার দিক থেকে কাবেরী কে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়
27/45
উড়িষ্যার কোন জেলায় বাঘাযতীন ব্রিটিশ বাহিনীর সাথে তার অন্তিম লড়াই লড়েন ?
বালেশ্বর
ভদ্রক
কালাহান্ডি
গঞ্জাম
Explanation: যতীন দাস একজন যুগান্তর দলের সদস্য Inspired by Swami Vivekananda, Jatin expressed his ideals in simple words: "Amra morbo, jagat jagbe" — "We shall die to awaken the nation"
28/45
কোন জায়গায় মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন ?
বরিশাল
তমলুক
পুরুলিয়া
কলকাতা
Explanation: তমলুক থানা দখলের মিছিলে মাতঙ্গিনী হাজরা (73) মৃত্যুবরণ করেনমৃত্যুবরণ করেন
29/45
কোন দেশের উপর জার্মানির আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে ?
ইতালি
পোল্যান্ড
মার্কিন যুক্তরাষ্ট্র
ফ্রান্স
Explanation: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় ভারতের বড়োলাট ছিলেন লর্ড লিনলিথগো
30/45
তুলোর তন্তু কি দিয়ে তৈরি ?
স্টার্চ
প্রোটিন
ফ্যাট
সেলুলোজ
Explanation: উদ্ভিদ দেহে শক্তি সঞ্চিত থাকে সেলুলোজ রূপে এবং প্রাণীদেহে গ্লাইকোজেন রূপে
31/45
সম্প্রতি কোথায় NAM অন্তর্ভুক্ত দেশের প্রধান দের 18 তম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় ?
ইজমির, তুর্কি
তেহরান, ইরান
উলানবাটর, মঙ্গোলিয়া
বাকু ,আজারবাইজান
Explanation: NAM - সদর দপ্তর বেলগ্রেড
32/45
ফোর্ট উইলিয়াম কলেজ কোন গভর্নর জেনারেলের আমলে তৈরি হয় ?
লর্ড ওয়েলেসলি
লর্ড কর্নওয়ালিস
উইলিয়াম বেন্টিঙ্ক
ওয়ারেন হেস্টিংস
33/45
ভারতের প্রেসিডেন্ট রাজ্যসভায় কতজন মনোনীত করতে পারেন ?
12 জন
14 জন
18 জন
10 জন
Explanation: সর্বাধিক ২৫০ হতে পারে (২৩৮ নির্বাচিত + ১২ জন মনোনীত)
34/45
নিচের কোন নদীটি নামচাবারোয়া তে উল্টো (U আকৃতি) বাক নিয়ে ভারতে প্রবেশ করে ?
শোন
গঙ্গা
ব্রহ্মপুত্র
তিস্তা
35/45
প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত এয়ারক্রাফট ক্যারিয়ার এর নাম কি ?
বিরাট
বৈভব
বরাহ
বিক্রান্ত
36/45
ধর্ম প্রবক্তা হজরত মহম্মদের জন্মদিন কোন উৎসবের মাধ্যমে পালিত হয় ?
ঈদ-এ-মিলাদ
ঈদ-উল-ফিতর
মহরম
ঈদ-উল-জোহা
37/45
কর্কটক্রান্তি রেখার নিম্নলিখিত কোন শহরের উপর দিয়ে গেছে ?
ইংরেজবাজার
কৃষ্ণনগর
শ্রীরামপুর
শিলিগুড়ি
Explanation: আটটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে । গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়, ঝাড়খণ্ড,পশ্চিমবঙ্গ,ত্রিপুরা,মিজোরামকে
38/45
কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন যা পড়ে হিন্দুস্তান সোস্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে পরিচিত ?
চন্দ্রশেখর আজাদ
শচীন্দ্রনাথ সান্যাল
উধম সিং
ভগৎ সিং
Explanation: এই সংগঠনটি কাকোরি ট্রেন ডাকাতি (1925) সংগঠন করেছিল
39/45
ব্রিটিশ পার্লামেন্ট কোন তারিখে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাস করে ?
20 July ,1947
18 July ,1947
20 July ,1946
14 August,1947
40/45
নিচের কোনটি সাধারণ লবণের উৎস ?
ক্যালসাইট
হেলাইট
বক্সাইট
পাইরাইট
41/45
কোন গ্রিন হাউজ গ্যাস  মুখ্য ভূমিকা পালন করে Global warming এর ক্ষেত্র  ?
হাইড্রোজেন
সালফার ডাই অক্সাইড
জলীয়বাষ্প
কার্বন-ডাই-অক্সাইড
42/45
ভারতীয় সংবিধান কতগুলি তপশীল এ বিভক্ত ?
12
10
22
13
43/45
একমাত্র কোন গুহাটি মহারাষ্ট্রে অবস্থিত নয় ?
অমরনাথ
এলিফ্যান্টা
ইলোরা
অজন্তা
44/45
ভারতীয় সংবিধানের কোন পর্বে মৌলিক অধিকার রয়েছে ?
Part -2
Part -3
Part -4
Part-1
45/45
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপটির নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রাখা হয়েছে ?
নীল দ্বীপ
হ্যাভলক দ্বীপ
ভাইপার দ্বীপ
রস দ্বীপ
Explanation: বীর সাভারকার এয়ারপোর্ট অবস্থিত প্লোট ব্লেয়ারে
Result:
WBP Staff Officer Cum Instructor Question Paper 2021 PDF Download WBP Staff Officer Cum Instructor Question Paper 2021 PDF Download Reviewed by sujoy on September 12, 2022 Rating: 5

1 comment:

Powered by Blogger.