1/49
ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডঃ বি আর আম্বেডকর ‘সংবিধানের হৃদয় ও আত্মা’ বলেছেন?
2/49
মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে ?
3/49
মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি "GSM" এর পুরো কথাটির মানে কি ?
4/49
এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
5/49
কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিলেন ?
6/49
ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় ?
7/49
নিচের কোনটিকে বাদামি কয়লা ব্রাউন কোল বলা হয় ?
8/49
রামধনু কেন হয় ?
9/49
জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল ?
10/49
অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন ?
11/49
কোন আন্দোলনের সময় থেকে বল্লভ ভাই প্যাটেল সরদার নামে ভূষিত হন ?
12/49
খনিজ পদার্থ "Fluorine" এর অভাবে মানব দেহে কি ক্ষতি হয় ?
13/49
নীল গ্রহ কাকে বলে ?
14/49
ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে ?
15/49
নিচের কোনটি যমজ শহর নয় ?
16/49
কাইজার-ই-হিন্দ কাকে বলা হয় ?
17/49
2020 সালের সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে ?
18/49
ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে ?
19/49
মানবদেহের সবথেকে বড় অঙ্গের নাম কি ?
20/49
সতীদাহ প্রথা কে রদ করেন ?
21/49
ভারী জল (Heavy Water ) কি ?
22/49
সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ?
23/49
সূর্য ও পৃথিবীর মধ্যে নূন্যতম দূরত্ব কবে হয় ?
24/49
জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
25/49
1 GB = ..............bytes
26/49
2019 এ ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলংকৃত করেছিলেন ?
27/49
1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন ?
28/49
নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
29/49
জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কত সালে হয়েছিল ?
30/49
কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাট এর প্রয়োজন হয় ?
31/49
কিলোওয়াট-ঘন্টা কিসের একক ?
32/49
কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি ?
33/49
ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায় ?
34/49
অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয় ?
35/49
VVPAT কিসের সাথে সম্পর্কিত ?
36/49
ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতে ছিলেন?
37/49
ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন?
38/49
কোন চলচ্চিত্র 64 তম ফিল্ম ফেয়ার 2019 এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে?
39/49
গিরিশ কারনাড কিসের সাথে যুক্ত?
40/49
The Future of India - বইটি কার লেখা?
41/49
মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন ?
42/49
ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?
43/49
ভারতবর্ষের সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন?
44/49
নিচের কোন খাবারের মধ্যে সবথেকে বেশি প্রোটিন পাওয়া যায় ?
45/49
কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন?
46/49
স্মৃতি মন্ধনা কোন খেলার সঙ্গে যুক্ত?
47/49
স্পঞ্জ কি ?
48/49
কিসের অভাব এর জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না?
49/49
বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত?
Result:
WBP কনস্টেবল 2019 প্রিলিমিনারী শুধু জিকে মক টেষ্ট
Reviewed by sujoy
on
September 14, 2022
Rating:

ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকার ছিলেন লর্ড প্যাথিক লরেন্স।
ReplyDelete