WBPSC Food SI Free GK Mock Test -07

1/20
ব্রিটিশরা কাকে " Leader of Indian unrest " বলতেন ?
A) সুভাষচন্দ্র বসু
B) বালগঙ্গাধর তিলক
C) গোপালকৃষ্ণ গোখলে
D) বিপিনচন্দ্র পাল
2/20
কোন কমিশনের সুপারিশে কত সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ করানো হয় ?
A) হান্টার কমিশন , 1857
B) স্যাডলার কমিশন, 1909
C) Rally কমিশন , 1904
D) উডের ডেসপ্যাচ,1854
3/20
মহারানা প্রতাপ এর হাতির নাম কি ছিল?
A) রামপ্রসাদ
B) চেতক
C)প্রতাপ-ঐরাবত
D) প্রতাপ- রানা
4/20
ইন্ডিয়া ইন ট্রানজিশন "- গ্রন্থটি কে রচনা করেছিলেন ?
A)সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
B)গোপালকৃষ্ণ গোখলে
C)মানবেন্দ্র রায়
D) বিপিনচন্দ্র পাল
5/20
"অন্ধ্র নবজাগরণের জনক "কাকে বলা হয় ?
A)রাজা রামমোহন রায়
B) বিরসালিঙ্গম পান্তুলু
C)দয়ানন্দ সরস্বতী
D)জ্যোতিবা ফুলে
6/20
ভারতে কোন ভাইসরয়ের সময় " রাজাগোপালাচারী সূত্র" প্রকাশিত হয় ?
A)লর্ড ওয়াভেল
B)লর্ড লিনলিথগো
C)লর্ড আরউইন
D)লর্ড মাউন্টব্যাটেন
7/20
নিচের কোন ব্যক্তিকে "হিন্দি সাহিত্যের জনক" বলা হয় ?
A)Bharatendu Harishchandra
B)Munchi Premchad
C)আমির খসরু
D)মহাকবি কালিদাস
8/20
ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতির নাম কি ?
A)ফতেমা বিবি
B)রুমা পাল
C)ইন্দু মালহোত্রা
D)কোনোটিই নয়
Explanation: আমি জানি তুমি প্রশ্নটা ভুল করবে !!! ভালো করে পড়ো প্রশ্নটা বলেছে ভারতের " প্রথম প্রধান মহিলা বিচারপতি" আর আমি কিন্তু প্রশ্ন তো বলিনি "ভারতের প্রথম মহিলা বিচারপতি"
9/20
কত সালে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন নির্ধারিত হয় ?
A)52 তম সংশোধনী , 1985
B)51 তম সংশোধনী ,1985
C) 52 তম সংশোধনী ,1987
D)51 তম সংশোধনী, 1979
10/20
কার প্রতিবেদনে ভারতে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় ?
A)রাজাগোপালাচারী
B)শরৎ বসু
C)মতিলাল নেহরু
D)শ্যামাপ্রসাদ মুখার্জী
11/20
রামকৃষ্ণ পরমহংসদেব এর প্রকৃত নাম কি?
A) গদাধর চট্টোপাধ্যায়
B) গদাধর বন্দ্যোপাধ্যায়
C) গদাধর গঙ্গোপাধ্যায়
D) গদাধর মুখোপাধ্যায়
12/20
নিচের কোন ভাষাটি সংবিধানের অষ্টম তফশিলে 22 টি ভাষার মধ্যে উল্লেখ নেই ?
A)কর্নাটকের কন্নড় ভাষা
B)আসামের অসমীয়া ভাষা
C)জম্মু-কাশ্মীরের কাশ্মীরি ভাষা
D)রাজস্থানের রাজস্থানী ভাষা
13/20
রাজা রামমোহন রায়ের " মিরাত- উল-আকবর" পত্রিকাটি বন্ধ করা হয় কোন নিয়মের দ্বারা ?
A)অ্যাডামস রেগুলেশন দ্বারা
B)ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট কমিটি রেগুলেশন দ্বারা
C)দা লাইসেন্সিং অ্যাক্ট রেগুলেশন দ্বারা
D)ক্যানিং রেগুলেশন দ্বারা
14/20
নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালে দ্বিতীয়বারের জন্য কোন কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল ?
A)হরিপুরা কংগ্রেস অধিবেশন
B) বিহারের রামগড় অধিবেশন
C) পূর্ব ভারতের ত্রিপুরা কংগ্রেস অধিবেশন
D)কোনোটিই নয়
Explanation: আমি জানি তুমি কি ভুল করবে | সঠিক উত্তরটা হবে ত্রিপুরী কংগ্রেস যেটা জব্বলপুরের পাশে অবস্থিত একটি শহর
15/20
সুই মুন্ডা , কোন বিদ্রোহের একজন প্রখ্যাত নেতা ছিল?
A)চুয়াড় বিদ্রোহ
B) মুন্ডা বিদ্রোহ
C)কোল বিদ্রোহ
D)ভিল বিদ্রোহ
16/20
নিচের কোন "টেনিস ওপেন টুর্নামেন্ট" একমাত্র Clay Courts এ খেলা হয় ?
A)উইম্বলডন ওপেন
B)ফ্রেঞ্চ ওপেন
C)অস্ট্রেলিয়ান ওপেন
D)US ওপেন
17/20
কোন ভারতীয়, ভারত ও পাকিস্তানের সর্বোচ্চ সম্মান লাভ করেছিলেন ?
A)চক্রবর্তী রাজা গোপালাচারী
B)মোরারজি দেশাই
C)মোহাম্মদ আলী জিন্নাহ
D)জহরলাল নেহেরু
18/20
মুঘল সম্রাট জাহাঙ্গীর কোন হ্রদ এর পাশে "শালিমার বাগ" তৈরি করেন ?
A) ডাল হ্রদ
B) উলার হ্রদ
C) কোলেরু হ্রদ
D)পুলিকট হ্রদ
19/20
শ্রীলংকার জাতীয় খেলার নাম কি ?
A) টেবিল টেনিস
B) ফুটবল
C) ভলিবল
D) বেসবল
20/20
'ম্যাডিসন রিলে' এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
শুটিং
ব্রিজ
বিলিয়ার্ড বস
সাইক্লিং
Result:
WBPSC Food SI Free GK Mock Test -07 WBPSC Food SI Free GK  Mock Test -07 Reviewed by study school on September 15, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.