WBPSC Food SI Free GK Mock Test -06

1/20
গান্ মেটালে কোন ধাতুটি থাকে না ?
A)ক্রোমিয়াম
B)তামা
C)জিংক
D) টিন
2/20
জিব্বারেলিন হল একটি-
A) প্রোটিন
B) ফ্যাট
C) ভিটামিন
D) হরমোন
3/20
Blue ভিট্রিয়লের রাসায়নিক নাম কি ?
A)জিংক সালফেট
B)আয়রন সালফেট
C)কপার সালফেট
D)সিলভার নাইট্রেট
4/20
পচা ডিমের মতো গন্ধ কোন্ গ্যাসের ?
A)হাইড্রোজেন
B)হাইড্রোজেন সালফাইড
C)ওজোন
D)সালফার
5/20
নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনটি গ্যাসীয় অবস্থায় থাকে ?
A)অক্সিন
B) ইথিলিন
C)কাইনিন
D) জিব্বারেলিন
6/20
ইউরোপের বৃহত্তম নদী কোনটি ?
A) রাইন
B)দানিয়ুব
C)ভলগা
D)পো
7/20
প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম ?
A)Sn
B) Na
C)Hg
D)Cs
8/20
মোটর গাড়ির ভিউ -ফাইন্ডারটি হল একটি-
A) সমতল দর্পণ
B)অবতল দর্পণ
C) উত্তল দর্পণ
D) উত্তললেন্স
9/20
গুলামগিরি বইটি কে লিখেছিলেন ?
A)জ্যোতিবা ফুলে
B)হরিদাস ঠাকুর
C)নারায়ণ গুরু
D)রাম ভাই শিন্দে
10/20
কে কেশরী পত্রিকা শুরু করেছিল ?
A)লালা লাজপত রায়
B) বালগঙ্গাধর তিলক
C)দাদাভাই নওরোজি
D)বিপিনচন্দ্র পাল
11/20
"Delhi is not far" বইটি কে লিখেছিলেন ?
A)খুশবন্ত সিং
B) অনিতা দেসাই
C) অরুন্ধতী রায়
D)রাস্কিন বন্ড
12/20
নিচের কোন টাইগার রিজার্ভ টি কর্ণাটক অবস্থিত নয় ?
A)Bhadra
B) Pench
C)Dandeli-Anshi
D)Nagarhole
13/20
ভারতের কোন রাজ্য সর্বপ্রথম বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য "Mid-Day Meal Scheme" চালু করেছিল ?
A) মহারাষ্ট্র
B)গুজরাট
C) তামিলনাড়ু
D) পশ্চিমবঙ্গ
14/20
World Trade Organization এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
A) জেনেভা
B) প্যারিস
C)ওয়াশিংটন
D) দুবাই
15/20
আমনিওসেন্তেসিস(Amniocentesis) কি ?
A)অ্যামিবা সংক্রান্ত বিদ্যা
B) গর্ভবতী মহিলাদের ভ্রুণ বা fetus পরীক্ষা পদ্ধতি
C)গাছের ফুল থেকে ঔষধ তৈরীর পদ্ধতি
D) সমুদ্রের জল থেকে লবণ নিষ্কাশন পদ্ধতি
16/20
কোন গাছ সবথেকে বেশি পরিমাণ (8-11%)সৌরশক্তি ব্যবহার করে?
A) আম গাছ
B) বাঁশ গাছ
C) আখ গাছ
D)তালগাছ
17/20
"Alzheimer Disease" রোগে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয় ?
A) মস্তিষ্ক
B) ইমিউন সিস্টেম
C) কিডনি
D)হৃদপিণ্ড
18/20
বিশ্বের প্রথম কোন কম্পিউটার বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য তৈরি করা হয় ?
A) MANIC
B) ENIAC
C) UNIVAC
D) EDSAC
19/20
সব থেকে মিষ্টি কার্বোহাইড্রেট কোনটি ?
A) Fructose
B) Glucose 
C) Sucrose
D) Lactose
20/20
বিপ্লবী উদাম সিং (Udham Singh) নিচের কাকে হত্যা করেন ?
A) Reginald Edward Harry Dyer
B) Edward Wood
C) Kings Ford
D)কোনোটিই নয়
Explanation: ( বিপ্লবী উদাম সিং হত্যা করেন Michael O' Dwyer ) Udam singh entered the hall and found an open seat. As the meeting concluded, Singh shot O'Dwyer twice as he moved towards the speaking platform. One of thease bullets passed through O'Dwyer's heart and right lung, killing him almost instantly.
Result:
WBPSC Food SI Free GK Mock Test -06 WBPSC Food SI Free GK  Mock Test -06 Reviewed by study school on September 13, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.