WBP Excise SI Exam 2018 GK Previous Year Questions

 

1/16
নিম্নলিখিত কোন খেলাটির সাথে T কথাটি যুক্ত ?
গলফ খেলা
বিলিয়ার্ডস
পোলো খেলা
টেনিস
2/16
EPIC কথাটির অর্থ কি ?
Election photo Inspection Card
Electoral Photo Identity Card
Electorial Picture Identification Card
Electronic Photo Identity
3/16
আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত ?
USA
নেদারল্যান্ড
কানাডা
ফ্রান্স
4/16
1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ ছিল ?
এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল
সদস্যদের মধ্যে মতান্তর ছিল
কমিশনে কোন ভারতীয় সদস্য ছিল না
কংগ্রেস মনে করেছিল ভারতীয়রা স্বরাজ পাওয়ার যোগ্য
5/16
কাবেরী জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে ছিল ?
তেলেঙ্গানা ও তামিলনাড়ু
কর্ণাটক এবং কেরালা
অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা
তামিলনাড়ু এবং কর্ণাটক
6/16
ভূমিকম্প মাপা হয় ?
ফটোগ্রাফি দ্বারা
এপিগ্রফ দ্বারা
ব্যারোমিটার দ্বারা
সিসমোগ্রাফ দ্বারা
7/16
ভাগীরথী এবং অলকানন্দা নদীর সঙ্গমস্থল হলো -
ঋষিকেশ
দেবপ্রয়াগ
হরিদুয়ার
রুদ্রপ্রয়াগ
8/16
LTE কথাটি যুক্ত কিসের সাথে ?
জিন সংক্রান্ত গবেষণার সাথে
বিমান যাত্রা সাথে
উগ্রপন্থী সংগঠনের সাথে
মোবাইল যোগাযোগ ব্যবস্থার সাথে
9/16
ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারাটি যে বিষয়ের সাথে যুক্ত তা হল-
সম বিচারও বিনামূল্যে আইনি সহায়তা
নাগরিকদের জন্য সম নিয়মাবলী
বিচারকবর্গ কে কার্যনির্বাহক গণের থেকে আলাদা করা
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উন্নয়ন
10/16
মনিকা বাত্রা কিসের সাথে যুক্ত ?
টেবিল টেনিস
ক্রিকেট
ব্যাডমিন্টন
দাবা
11/16
কোনটি উত্তরবঙ্গের নদী নয় -
কালজানি
হলদি
রায়ডাক
জলঢাকা
12/16
লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে বলে-
Hydrophytes
Thallophytes
Halophytes
Mesophytes
13/16
HIV ছড়ায়-
খাবার ভাগ এর মাধ্যমে
ইনজেকশনের একই সুচ ব্যবহার করলে
করমর্দন করলে
একই বিছানা ব্যবহার করলে
14/16
K.Macmillan কি আবিষ্কার করেছিলেন ?
ব্যারোমিটার
সেন্টিগ্রেড স্কেল
বাইসাইকেল
আধুনিক মুদ্রণ প্রযুক্তি
15/16
1998 সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে-
বাংলাদেশে
ইন্দোনেশিয়াতে
মালয়েশিয়াতে
ভারতে
16/16
" বার" নিম্নের কোনটির একক-
চাপ
বল
গতিবেগ
মত্ততা
Result:
WBP Excise SI Exam 2018 GK Previous Year Questions WBP Excise SI Exam 2018 GK  Previous Year Questions Reviewed by study school on September 01, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.