WBPSC Food SI Free Mock Test -01

1/20
20 মিটার বাহুবিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসরবিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 84 বর্গমিটার। রাস্তাটি কত চওড়া ?
A) 2 মিটার
B) 1 মিটার
C) 3 মিটার
D)4 মিটার
2/20
8 টাকা/কেজি দরের একপ্রকার নুনের সাথে 11 টাকা/কেজি দরের অপর এক প্রকার নুন 1:2 অনুপাতে মেশালে, মিশ্রিত নুনের প্রতি কেজির দাম কত হবে ?
A) 10 টাকা
B) 15 টাকা
C) 20 টাকা
D)25 টাকা
3/20
একটি জমির 2016 সালে দাম 2000000 টাকা। জমিটির মূল্য প্রতিবছর 10% হারে বৃদ্ধি পেলে 2018 সালে জমিটির দাম কত টাকা হবে ?
A) 2400000
B)2420000
C) 2200000
D) 2020000
4/20
2000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা ?
A)222.80
B)232.80
C)332.80
D) 532.80
5/20
কত বছরে 8% হারে সুদ, আসলের 2/5 গুণ হবে ?
A) 8 বছর
B)7 বছর
C)5 বছর
D)6 বছর
6/20
একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। বস্তুটিকে 33.60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ?
A)40%
B)30%
C) 35%
D) 50%
7/20
যদি A-এর 20% = B-এর 50% হয়, তবে B, A-এর শতকরা কত ?
A) 50%
A) 35%
C) 40%
D)45%
8/20
একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 10 কিমি /ঘন্টা ।স্রোতের বেগ 2 কিমি/ ঘন্টা হলে, নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ কত ?
A)6 কিমি /ঘন্টা
B)9 কিমি/ ঘন্টা
C)5 কিমি /ঘন্টা
D)4 কিমি/ ঘন্টা
9/20
50 কিমি /ঘন্টা বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করবে ?
A)7
B)72
C)7.2
D) 70
10/20
180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 67 কিমি/ ঘন্টা বেগে গেলে ,5 কিমি/ ঘন্টা বেগে বিপরীত দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করবে ?
A)9 সেকেন্ড
B)6 সেকেন্ড
C)7 সেকেন্ড
D) 10 সেকেন্ড
11/20
বিহারে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কে ?
A)বাহাদুর শাহ
B) নানাসাহেব
C)Maulvi Ahmadullah
D)কুনওয়ার সিং
12/20
প্রমথ ভগৎ কোন খেলার সঙ্গে যুক্ত ?
A)প্যারা শুটিং
B) ক্রিকেট
C) বক্সিং
D) প্যারা ব্যাডমিন্টন
13/20
Wangala উৎসব কোন রাজ্যে পালন করা হলো ?
A)ত্রিপুরা
B)কর্ণাটক
C)মেঘালয়
D) মহারাষ্ট্র
14/20
মূত্রে গ্লুকোজের উপস্থিতি কে কি বলা হয় ?
A)প্রটেইনুরিয়া
B) গ্লুকোসুরিয়া
C)ডায়াবেটিস মেলিটাস
D) ইউরি- ডায়াবেটিস
15/20
1882 সালে কোন ভাইসরয় হান্টার কমিশন কমিশন কে স্থাপন করেছিল ?
A)লর্ড লিটন
B) লর্ড মিন্টো
C)লর্ড রিপন
D) লর্ড মেয়ো
16/20
নিচের কোন ব্যক্তি "All India Depressed Class Association " স্থাপন করেছিলেন ?
A)মহাত্মা গান্ধী
B)সরদার বল্লভ ভাই প্যাটেল
C) বাবু জগজীবন রাম
D)ডঃ বি আর আম্বেদকর
17/20
কে "কেশরী" পত্রিকা শুরু করেছিল ?
A)লালা লাজপত রায়
B)বালগঙ্গাধর তিলক
C)দাদাভাই নওরোজি
D) বিপিনচন্দ্র পাল
18/20
কত সালে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল ?
A)2013
B)2015
C)2013
D)2014
19/20
ভারতে এখনো পর্যন্ত কোন কোন সালে জাতীয় জরুরি জারি করা হয়েছিল ?
A)1962 , 1971 ,1975
B)1973 , 1999, 1962
C)1962 ,1965 , 1999
D)1962 ,1977 ,1980
20/20
ডঃ রাজেন্দ্র প্রসাদ এর সমাধিস্থল এর নাম কি ?
A) মহাপ্রয়াণ ঘাট
B) বিজয় ঘাট
C) রাজঘাট
D)শান্তিবন
Result:
WBPSC Food SI Free Mock Test -01 WBPSC Food SI Free Mock Test -01 Reviewed by study school on August 31, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.