Kolkata Police Constable (2017) GK Previous Year Questions

 


1/17
নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গে (Poject Sabujayan 2015 ) প্রজেক্ট সবুজায়ন 2015 প্রকল্প চালু করা হয়েছিল ?
কৃষিজাত কীটপতঙ্গ নিয়ন্ত্রণে
ভূমিক্ষয় রোধে
আর্সেনিক দূষণ রোধে
শহর উন্নয়নে
2/17
লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন ?
অ্যানি বেসান্ত
মৃদুলা সারাভাই
মুথুলক্ষ্মী
সরোজিনী নাইডু
3/17
কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে ?
কুচবিহার
মালদহ
নদিয়া
দক্ষিণ 24 পরগনা
4/17
নিম্নলিখিত কোন মহাপুরুষের জন্মদিনের ন্যাশনাল ইয়ুথ ডে উদযাপিত হয় ?
ক্ষুদিরাম বসু
ভগৎ সিং
সুভাষচন্দ্র বসু
স্বামী বিবেকানন্দ
5/17
2011 জনগণনা অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত ?
880
970
910
940
6/17
নিম্নলিখিত কোন পদাধিকারী ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন ?
অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া
কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া
রাজ্যের রাজ্যপাল
উপরের সব কটি
7/17
রামানুজন ছিলেন একজন বিশ্ব বিখ্যাত ?
গণিতজ্ঞ
বৈজ্ঞানিক
অর্থনীতিবীদ
পদার্থবিদ
8/17
ভারতবর্ষে দ্রুততম রেল গাড়ির নাম ?
গতিমান এক্সপ্রেস
শতাবদি এক্সপ্রেস
দুরন্ত এক্সপ্রেস
কোনোটিই নয়
9/17
ভারতবর্ষের হোয়াইট রেভলিউশন এর জনক ?
হীরালাল চৌধুরী
ডক্টর ভার্গেস কুরেন
নরম্যান বোরল্যাগ
কোনোটিই নয়
10/17
NSSO পুরো কথাটি হলো ?
ন্যাশনাল সাইন্টিফিক সার্ভে অর্গানাইজেশন
ন্যাশনাল স্যাম্পল সার্ভে অরগানাইজেশন
নিউক্লিয়ার সায়েন্স স্টাডিঅর্গানাইজেশন
ন্যাশনাল সাইন্টিফিক স্ট্যান্ডার্ড অরগানাইজেশন
11/17
সূর্য প্রধানত যে উপাদান গুলি দ্বারা গঠিত হয় ?
হাইড্রোজেন ও হিলিয়াম
হাইড্রোজেন এবং নিয়ন
হাইড্রোজেন এবং জেনন
হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড
12/17
নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না ?
Typhoid
Influenza
Diphtheria
Cholera
13/17
ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত ?
ব্যাঙ্গালোর
হায়দ্রাবাদ
নাগপুর
দেরাদুন
14/17
কম্পিউটার পরিভাষা অনুযায়ী "TB" এর মানে কি ?
Tetrabyte
Terabyte
Terabit
Tetrabit
15/17
কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ?
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রাজা রামমোহন রায়
16/17
কলকাতা মেট্রো পরিষেবা চালু হয় কত সালে ?
1884
1984
1888
1903
17/17
নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকাধীন গ্রীনফিল্ড এয়ারপোর্ট ?
কাজি নজরুল ইসলাম এয়ারপর্ট , দূর্গাপুর
মপা এয়ারপোর্ট , গোয়া
নভি মুম্বাই এয়ারপোর্ট
নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট ,কলকাতা
Result:
Kolkata Police Constable (2017) GK Previous Year Questions Kolkata Police  Constable (2017) GK Previous Year Questions Reviewed by study school on September 17, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.