পুলিশ কনস্টেবল 2019 মেন পরীক্ষার জিকে প্রশ্নপত্র Mock Test


 

হ্যালো স্টুডেন্টস্, 
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WBP Constable 2019 Mains জিকে Question Paper  in Bengali - পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র উত্তরসহ।প্রশ্নপত্রটি আগত পরীক্ষার্থীদের মেন পরীক্ষা সংকান্ত্র বিভিন্ন ধারণা দিতে এবং এটি প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নিতে ভীষণভাবে সাহায্য করবে।
1/22
নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রাম ল্যাংগুয়েজ নয়-
PROLOG
COBOL
MACINTOSH
FORTRAN
2/22
কেলভিন কিসের একক ?
ভর
তাপমাত্রা
তাপ
কম্পন
3/22
নিচের কোন অসামান্য অবদানের জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেয়া হয়-
সাহিত্য
বিজ্ঞান ও প্রযুক্তি
পরিবেশ সচেতনতা
জল সংরক্ষণ
4/22
নিম্নের কোনটি খারিফ শস্য-
গম
আলু
শসা
পাট
5/22
সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুর ব্যবহার ছিল না?
তামা
ব্রোঞ্জ
রুপো
লোহা
6/22
ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে-
42 তম সংশোধনী
44 তম সংশোধনী
61 তম সংশোধনী
73 তম সংশোধনী
7/22
নিন্মের আন্দোলন গুলির ঘটনা ক্রমে সাজাও. I)স্বদেশী আন্দোলন, II)খিলাফত আন্দোলন, III) হোমরুল আন্দোলন, IV) আইন অমান্য আন্দোলন
IV, I, II, III
II, III, IV, I
I, III, II, IV
III, II, I, IV
8/22
Rani Sarnobat কোন খেলার সাথে যুক্ত
টেবিল টেনিস
শুটিং
ব্যাডমিন্টন
হকি
9/22
দার্শনিকের উল কাকে বলে?
জিংক ক্লোরাইড
জিংক অক্সাইড
জিংক নাইট্রেট
জিংক ব্রোমাইড
10/22
আগাখান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত-
পোলো
ক্রিকেট
হকি
ব্যাডমিন্টন
11/22
'Freedom Behind Bars '- গ্রন্থটি কার লেখা-
কিরণ বেদী
নেলসন ম্যান্ডেলা
ঋষি অরবিন্দ ঘোষ
শেখ আবদুল্লা
12/22
পৃথিবীর উচ্চতম মালভূমি কি ?
ছোটনাগপুর মালভূমি
তিব্বত মালভূমি
আনাতোলিয়া মালভূমি
পামির মালভূমি
13/22
নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল-
প্রথম চন্দ্রগুপ্ত
প্রথম কুমার গুপ্ত
সমুদ্রগুপ্ত
স্কন্ধ গুপ্ত
14/22
বিভিন্ন মৌলের পরমাণু গুলির নিউট্রন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে ?
আইসোটোপ
আইসোটোন
আইসোবার
আইসোমার
15/22
সূর্যের শক্তির প্রধান উৎস কি-
হাইড্রোজেন এবং নাইট্রোজেন
হিলিয়াম এবং ক্লোরিন
হাইড্রোজেন এবং হিলিয়াম
নাইট্রোজেন এবং ক্লোরিন
16/22
জার্মান সিলভার তৈরি করতে কোন উপাদান গুলি প্রয়োজন?
তামা দস্তা নিকেল
তামা টিন লোহা
তামা সিসা নিকেল
তামা টিন ও সীসা
17/22
অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস গুলি দায়ী-
সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড
সালফার ডাই অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড
নাইট্রোজেন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড
নাইট্রোজেন ডাই অক্সাইড ও ক্লোরিন
18/22
ভারতের ম্যানচেস্টার কাকে বলে-
আমেদাবাদ
নাগপুর
ভাদোদরা
ইন্দোর
19/22
পৃথিবীর দীর্ঘতম নদী কি-
মিসিসিপি মিসৌরি
অ্যামাজন
নীলনদ
হোয়াংহো
20/22
কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ?
কৃষ্ণা
কাবেরী
গোদাবরী
নর্মদা
21/22
কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
ভিটামিন K
ভিটামিন C
ভিটামিন D
ভিটামিন A
22/22
বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত?
20%
0.04%
78.09%
16.8%
Result:
পুলিশ কনস্টেবল 2019 মেন পরীক্ষার জিকে প্রশ্নপত্র Mock Test পুলিশ কনস্টেবল 2019 মেন পরীক্ষার জিকে প্রশ্নপত্র Mock Test Reviewed by study school on September 16, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.