হ্যালো স্টুডেন্টস্,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WBP Constable 2019 Mains জিকে Question Paper in Bengali - পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র উত্তরসহ।প্রশ্নপত্রটি আগত পরীক্ষার্থীদের মেন পরীক্ষা সংকান্ত্র বিভিন্ন ধারণা দিতে এবং এটি প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নিতে ভীষণভাবে সাহায্য করবে।
1/22
নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রাম ল্যাংগুয়েজ নয়-
2/22
কেলভিন কিসের একক ?
3/22
নিচের কোন অসামান্য অবদানের জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেয়া হয়-
4/22
নিম্নের কোনটি খারিফ শস্য-
5/22
সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুর ব্যবহার ছিল না?
6/22
ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে-
7/22
নিন্মের আন্দোলন গুলির ঘটনা ক্রমে সাজাও. I)স্বদেশী আন্দোলন, II)খিলাফত আন্দোলন, III) হোমরুল আন্দোলন, IV) আইন অমান্য আন্দোলন
8/22
Rani Sarnobat কোন খেলার সাথে যুক্ত
9/22
দার্শনিকের উল কাকে বলে?
10/22
আগাখান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত-
11/22
'Freedom Behind Bars '- গ্রন্থটি কার লেখা-
12/22
পৃথিবীর উচ্চতম মালভূমি কি ?
13/22
নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল-
14/22
বিভিন্ন মৌলের পরমাণু গুলির নিউট্রন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে ?
15/22
সূর্যের শক্তির প্রধান উৎস কি-
16/22
জার্মান সিলভার তৈরি করতে কোন উপাদান গুলি প্রয়োজন?
17/22
অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস গুলি দায়ী-
18/22
ভারতের ম্যানচেস্টার কাকে বলে-
19/22
পৃথিবীর দীর্ঘতম নদী কি-
20/22
কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ?
21/22
কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
22/22
বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত?
Result:
পুলিশ কনস্টেবল 2019 মেন পরীক্ষার জিকে প্রশ্নপত্র Mock Test
Reviewed by study school
on
September 16, 2022
Rating:

No comments: