27 June Daily Current Affairs in Bengali

1. ভারতের কোন Airport এর রানওয়েতে AWMS technology(Aviation Weather Monitoring System Technology ) ইনস্টল করার জন্য ভারতের প্রথম বিমানবন্দর হয়ে উঠেছে ?

উত্তর : Kempegowda International Airport 


2. সম্প্রতি কেন্দ্রীয় সরকার কুশিনগর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করেছে,  বিমানবন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর : উওরপ্রদেশ

3. কোন রাজ্যের Panchayati raj department e-Panchayat Puraskar-2020 এর অধীনে প্রথম পুরস্কার জিতলেন ?

উত্তর : হিমাচল প্রদেশ

4. কোন রাজ্য সরকার "Mukhyamantri Matru Pushti Uphaar” লঞ্চ করল ?

উত্তর : ত্রিপুরা

5. Marylebone Cricket Club (MCC) এর প্রথম মহিলা  President পদে কে নিযুক্ত হলেন ?

উত্তর : Clare Connor

6. আত্মনির্ভর উত্তর প্রদেশ রোজগার অভিযান(Atmanirbhar Uttar Pradesh Rojgar Abhiyan) কে চালু করলেন ?

উত্তর : নরেন্দ্র মোদি


7. সম্প্রতি জাতিসংঘ ভারতের কোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে World Public Service Day UN panel আলোচনার জন্য আমন্ত্রণ প্রেরণ করে  সম্মানিত করেছে ?

উত্তর : কেরালা


8. কোন দেশটি ভারত মহাসাগরে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে ?

উত্তর : ইরান



9.   International Day in Support of Victims of Torture দিবস কবে পালিত হয় ?

উত্তর : 26 জুন




10. English Premier League 2019-20 title কোন দল জয়লাভ করলো ?

উত্তর : Liverpool




11. করোনা ভাইরাসের কারণে প্রয়াত Tamonash Ghosh কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন ?

উত্তর : রাজনীতিবিদ
27 June Daily Current Affairs in Bengali 27 June Daily Current Affairs in Bengali Reviewed by study school on June 27, 2020 Rating: 5
Powered by Blogger.