26 June Daily Current Affairs in Bengali

1. কোন জায়গার মেট্রো স্টেশনটিকে রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য উৎসর্গ করা হলো ?

উত্তর : নয়ডা

2. কে ‘eBloodServices’ app লঞ্চ করল  ?

উত্তর : Harsh vardhan

3. আন্তর্জাতিক ড্রাগ অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস কবে পালিত হয় ?

উত্তর : 26 জুন

4. কোন রাজ্য সরকার সেই রাজ্যের দরিদ্র মানুষদের দিনে দুইবার কনসেশন মূল্যে খাঁটি ও পুষ্টিকর খাবার দিতে ‘Indira Rasoi Yojana’ চালু করল  ?

উত্তর : রাজস্থান

5. আন্তর্জাতিক যোগ দিবস 2020 উপলক্ষে, কোন সংস্থা Diksha App or Portal এর মাধ্যমে অনলাইনে National Yoga Quiz Competition  লঞ্চ করল  ?

উত্তর : NCERT

6. জন্মু  ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের Devika এবং Puneja Bridges কে উদ্বোধন করলেন ?

উত্তর : Jitendra Singh

7. প্যালেস্তাইন শরণার্থীদের জন্য  United Nations Relief and Works Agency(UNRWA) কে ভারত সরকার কত টাকা  দান করার কথা ঘোষণা করল ?

উত্তর : USD 10 million

8. সার্বিয়ার রাষ্ট্রপতি পদের নির্বাচনে কে জয়ী হলেন ?

উত্তর : Aleksandar Vucic

9. সম্প্রতি বিশ্বের দ্রুতগতির সুপার কম্পিউটার এর তালিকায় কোন দেশ শীর্ষস্থান দখল করল ?

উত্তর : জাপান


10. কোন রাজ্যের/কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার প্রতিটি বাড়িতে স্ক্রিনিং টেস্ট করার সিদ্ধান্ত নিল  ?

উত্তর : দিল্লি
26 June Daily Current Affairs in Bengali 26 June Daily Current Affairs in Bengali Reviewed by study school on June 26, 2020 Rating: 5
Powered by Blogger.