History Bengali GK Part 1 (ইতিহাসের জিকে প্রশ্ন উত্তর )

২১. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল

২২. সাইমন কমিশন কত সালে ভারতে আসে? ১৯২৮ সালে

২৩. গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরা

২৪. ভারতছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? গান্ধীজি

২৫. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন

২৬. নৌ বিদ্রোহ কত সালে হয়? ১৯৪৬ সালে

২৭. কুনিক উপাধি কে গ্রহণ করেন? অজাতশত্রু

২৮. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার

২৯. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু

৩০. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? ১৯৩১ সালে

৩১. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল

৩২. প্রিয়দর্শীকা কে লিখেন? হর্ষবর্ধন

৩৩. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন

৩৪. কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের

৩৫. মেঘদুত এর রচয়িতা কে? কালিদাস

৩৬. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? প্রথম নরসিংহ বর্মন

৩৭. গুপ্তাব্দের প্রচলন কবে হয়? ৩২০ সালে

৩৮. কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ

৩৯. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? শিমুক

৪০. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত
History Bengali GK Part 1 (ইতিহাসের জিকে প্রশ্ন উত্তর ) History Bengali GK Part 1  (ইতিহাসের জিকে প্রশ্ন উত্তর ) Reviewed by study school on March 13, 2020 Rating: 5
Powered by Blogger.