History Bengali GK Part 2 (ইতিহাসের জিকে প্রশ্ন উত্তর )

১. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পান্ডে

২. সলবাইয়ের সন্ধি কত সালে হয়? ১৭৮২ সালে

৩. জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? ডাফরিন

৪. গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? অশ্বত্থ

৫. কবিরের ভক্তিমূলক গান কে কি বলে? দোঁহা

৬. পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? মর্লেমিন্টো

৭. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল? ফার্সি

৮. অতীশ দীপঙ্কর কে ছিলেন? বৌদ্ধ পণ্ডিত

৯. জামা মসজিদ কে নির্মান করেন? শাহজাহান

১০. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র

১১. মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী? ঔরঙ্গজেব

১২. কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? শিবাজী

১৩. স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? জাহাঙ্গীরের আমলে

১৪. মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি

১৫. বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে? হরিহর and Bukka

১৬. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খান

১৭. ভারত সভা কত সালে স্থাপিত হয়? ১৮৭৬ সালে

১৮. আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন? অরবিন্দ ঘোষ

১৯. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়

২০. বক্সারের যুদ্ধ কত সালে হয়? ১৭৬৪ সালে
History Bengali GK Part 2 (ইতিহাসের জিকে প্রশ্ন উত্তর ) History Bengali GK Part 2  (ইতিহাসের জিকে প্রশ্ন উত্তর ) Reviewed by study school on March 13, 2020 Rating: 5
Powered by Blogger.