সুপার Important কিছু জেনারেল নলেজের কোশ্চেন

প্রশ্ন ১ : কারসিনোমা (CARCINOMA) নামক ক্যানসারের যে কলা থেকে উৎপত্তি, তার নাম কী ?
উত্তর : এপিথেলিয়াল টিস্যু
প্রশ্ন ২ : ভারতের ইতিহাসে দু-আসপা শি-আসপা (Duh-Aspah Sih-Aspah) কে চালু করেন ?
উত্তর : জাহাঙ্গির
প্রশ্ন ৩ : ইন্ডিয়ান সিভিল সার্ভিস যখন চালু হয় তখন গভর্নর জেনেরাল কে ছিলেন ?
উত্তর : লর্ড কর্নওয়ালিস
প্রশ্ন ৪ : সুকেরচাকিয়া মিসল (Sukerchakia misl)-এর নেতা কে ছিলেন ?
উত্তর : রঞ্জিৎ সিং
প্রশ্ন ৫ : বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্তের দৈর্ঘ্য কত ?
উত্তর : ২২১৬ কিলোমিটার
প্রশ্ন ৬ : পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর : দামোদর
প্রশ্ন ৭ : কর্কটক্রান্তি রেখা বাংলার কোন জেলার উপর দিয়ে গেছে ?
উত্তর : নদীয়া
প্রশ্ন ৮ : স্কটল্যান্ড অফ দা ইস্ট কাকে বলা হয় ?
উত্তর : মেঘালয়
প্রশ্ন ৯ : অ্যাস্ট্রনমি কী ?
উত্তর : নক্ষত্র নিয়ে পড়াশোনা, গবেষণা, সমীক্ষা
প্রশ্ন ১০ : “The Constitution of India is neither purely federal nor purely unitary but is a combination of both”- কার উক্তি ?
উত্তর : ডি ডি বসু
প্রশ্ন ১১ : কার সম্মতি ছাড়া সংসদে অর্থবিল আনা যায় না ?
উত্তর : রাষ্ট্রপতি
প্রশ্ন ১২ : বাক স্বাধীনতার অধিকারের উল্লেখ রয়েছে সংবিধানের কোন আর্টিকলে ?
উত্তর : আর্টিকল ১৯
প্রশ্ন ১৩ : পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে লোকসভার কতজন সদস্য থাকেন ?
উত্তর : ১৫
প্রশ্ন ১৪ : এখনও পর্যন্ত কতগুলি ফিনান্স কমিশন তাদের রিপোর্ট পেশ করেছে ?
উত্তর : ১২
প্রশ্ন ১৫ : ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল কবে গড়া হয় ?
উত্তর : ১৯৫২
প্রশ্ন ১৬ : ২০১৫ সালের ওয়ার্ল্ড অ্যাকাডেমি অফ সায়ান্সেস (TWAS ) কে জিতেছেন ?
উত্তর : U রামামূর্তি
প্রশ্ন ১৭ : বিশ্ব মানবাধিকার দিবস কবে ?
উত্তর : ১০ ডিসেম্বর
প্রশ্ন ১৮ : জ়াইনা এরহেইমের (Zaina Erhaim) নাম কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ?
উত্তর : সাংবাদিকতা
প্রশ্ন ১৯ : আমরা নানা সময় MOU স্বাক্ষরের কথা শুনে থাকি ? কী এই MOU ?
উত্তর : মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং
প্রশ্ন ২০ : দেশে অস্পৃশ্যতার (Untouchability) অবলুপ্তি সংবিধানের কোন ধারায় উল্লেখ রয়েছে ?
উত্তর : ধারা ১৭
সুপার Important কিছু জেনারেল নলেজের কোশ্চেন সুপার Important  কিছু জেনারেল নলেজের কোশ্চেন Reviewed by study school on July 28, 2019 Rating: 5
Powered by Blogger.