ইতিহাসের কিছু সুপার important কোশ্চেন

*History*

201. মেট্রোপলিটন কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ১৮৭২ খ্রীষ্টাব্দে। 

202. সিটি কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ১৮৭৮ খ্রীষ্টাব্দে। 

203. রিপন কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ১৮৮৪ খ্রীষ্টাব্দে। 

204. বঙ্গবাসী কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ১৮৮৭ খ্রীষ্টাব্দে। 

205. শিবপুর বোটানিক্যাল গার্ডেন কে, কবে প্রতিষ্ঠা করেন? 

উঃ ১৭৮৭ খ্রীষ্টাব্দে, কর্নেল রবার্ট কিড। 

206. কাকে ‘ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক’ বলা হয়? 

উঃ ডঃ উইলিয়াম রকস্‌বার্গকে। 

207. কে, কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 

উঃ ১৭৮৪ খ্রীষ্টাব্দের ১৫ই জানুয়ারি উইলিয়াম জোন্স। 

208. ‘বিদ্যাহারাবলী’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ উইলিয়াম কেরির পুত্র ফিলিক্স কেরি। 

209. ক্রিমিয়াবিদ্যার সার গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 

উঃ রচয়িতা জন ম্যাক। প্রকাশিত হয় ১৮৩৪ খ্রীষ্টাব্দে। 

210. বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষ জাতীয় রচনার নাম কী? 

উঃ বিদ্যাহারাবলী। 

211. রাজাবাজার বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ১৯১৪ খ্রীষ্টাব্দের ২১শে মার্চ। 

212. কে কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? 

উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দের ৩০শে নভেম্বর জগদীশচন্দ্র বসু। 

213. জেনারেল হাসপাতালের বর্তমান নাম কী? এটি কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ বর্তমান নাম এস. এস. কে. এম. হাসপাতাল। প্রতিষ্ঠিত হয় ১৭৬৮ খ্রীষ্টাব্দে। 

214. কোন বাঙালী প্রথম শব ব্যবচ্ছেদ করেন? 

উঃ মধুসূদন গুপ্ত। 

215. ‘ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স’ কে কবে প্রতিষ্ঠা করেন? 

উঃ মহেন্দ্রলাল সরকার, ১৮৭৬ খ্রীষ্টাব্দে। 

216. ‘বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস’ কে প্রতিষ্ঠা করেন?

উঃ আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 

217. কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কবে এটি শিবপুরে স্থানান্তরিত হয়? এর বর্তমান নাম কী? 

উঃ ১৮৫৬ খ্রীষ্টাব্দে। ১৮৮৩ সালে শিবপুরে স্থানান্তরিত হয়। এর বর্তমান নাম বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। 

218. বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? 

উঃ তারকনাথ পালিত, নীলরতন সরকার, মণীন্দ্রচন্দ্র নন্দী প্রমুখ। 

219. কে, কবে, কোথায় ব্রহ্মবিদ্যালয় বা ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন? 

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯০১ খ্রীষ্টাব্দের ২২শে ডিসেম্বর শান্তিনিকেতনে। 

220. দিগদর্শন পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল? 

উঃ শ্রীরামপুর থেকে। 

221. বাংলায় কলের গান কে তৈরি করেন? 

উঃ হেমেন্দ্রমোহন বসু। 

222. কত সালে সমাচার চন্দ্রিকা ও সমাচার দর্পন পত্রিকা দু’টি প্রথম প্রকাশিত হয়? 

উঃ ১৮২২ খ্রীষ্টাব্দে। 

223. ‘আর্যদর্শন’ পত্রিকার সম্পাদক কে? 

উঃ যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। 

224. ‘বিশ্বভারতী’ কে কবে প্রতিষ্ঠা করেন? 

উঃ ১৯২১ খ্রীষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর। 

225. বেন-ব্যাডলি ও ফিলিপ স্প্র্যাট কে ছিলেন? 

উঃ বিখ্যাত কমিউনিস্ট নেতা। 

226. কংগ্রেসের মধ্যে সোসালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে। 

227. মীরাট মামলা’ কবে দায়ের করা হয়? 

উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে। বোম্বাই শহরে। সভাপতি ছিলেন লালা লাজপৎ রায়। 

228. রুশ বিপ্লব কবে ঘটে? 

উঃ ১৯১৭ সালের নভেম্বর মাসে। 

229. অল ইণ্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) কবে স্থাপিত হয়? 

উঃ ১৯২০ সালের ৩১ শে অক্টোবর। 

230. নেহেরু রির্পোট কবে প্রকাশিত হয়? 

উঃ ১৯২৮ খ্রীষ্টাব্দে। 

231. স্বামী শ্রদ্ধানন্দ কে ছিলেন? 

উঃ উত্তর প্রদেশের আর্য সমাজের নেতা। 

232. কোন ঘটনায় বিচলিত হয়ে গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? 

উঃ চৌরিচৌরার ঘটনায়। 

233. কত খ্রীষ্টাব্দে সাইমন কমিশন নিযুক্ত হয়? 

উঃ ১৯২৭ খ্রীষ্টাব্দে। 

234. খিলাফতের দাবিতে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? 

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে। 

235. কবে বঙ্গভঙ্গের পরিকল্পনা সরকারিভাবে ঘোষিত হয়? 

উঃ ১৯০৫ সালের ১৯ শে জুলাই। 

236. চম্পারণ কৃষিবিল কবে পাশ হয়? 

উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দে পাশ হয়। 

237. কে কবে কোথায় ‘অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন? 

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে বাবা রামচন্দ্র। 

238. একা বা একতা বিদ্রোহ কবে কোথায় শুরু হয়? 

উঃ উত্তরপ্রদেশের হরদৈ, বারাবাঁকি, সীতাপুর বারাইচ প্রভৃতি স্থানে। 

239. মোপলা বিদ্রোহ কবে সংঘটিত হয়? 

উঃ ১৯২১ খ্রীষ্টাব্দে। 

240. কে কবে রায় সমিতি গড়ে তোলেন? 

উঃ অধ্যাপক এন জি রঙ্গ ১৯২৩ খ্রীষ্টাব্দে। 

241. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?

উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দে। 

242. ‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে? 

উঃ কৃষ্ণকুমার মিত্র। 

243. কে কবে কোথায় ‘ইণ্ডিয়ান হোমরুল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন? 

উঃ শ্যামজী কৃষ্ণবর্মা ১৯০৫ খ্রীষ্টাব্দে লণ্ডনে হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন। 

244. ‘গণবাণী’ পত্রিকার সম্পাদক কে? 

উঃ মজুফফর আহমেদ। 

245. ‘সোসালিস্ট’ পত্রিকার সম্পাদক কে? 

উঃ এস. এ. ডাঙ্গে। 

246. ‘লেনিন বনাম গান্ধী’ গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 

উঃ শ্রীপদ অমৃত ডাঙ্গে। 

247. ‘বুড়িবালামের যুদ্ধ’ কবে হয়? 

উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে ৯ই সেপ্টেম্বর। 

248. ব্রিটিশ ভারতের দুজন সাম্যবাদী শ্রমিক সংগঠন নেতার নাম কর। 

উঃ মুজ্‌ফ্‌ফর আহমেদ, পি. সি. যোশী। 

249. বেঙ্গলী পত্রিকার সম্পাদক কে ছিলেন? 

উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 

250. ‘পাঞ্জাব কেশরী’ নামে পরিচিত কে? 

উঃ লালা লাজপৎ রায়।
ইতিহাসের কিছু সুপার important কোশ্চেন ইতিহাসের কিছু সুপার important কোশ্চেন Reviewed by study school on July 28, 2019 Rating: 5
Powered by Blogger.