Daily কারেন্ট Affairs (24-12-2018)

প্রশ্নঃ IMF এর মতে, কোন দেশ 2019 সালে বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসাবে ব্রিটেনকে পিছনে ফেলবে ? 
উত্তর: ভারত

প্রশ্নঃ 9 কোটি টাকার জালিয়াতির মামলায় কোন ব্যাংকের 8 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিবিআই(CBI) ?

উত্তর: PNB

প্রশ্নঃ World Economic Forum 2018 এর লিঙ্গ বৈষম্যের (gender inequality) প্রতিবেদনে ভারত কোন স্থান রয়েছে ?

উত্তর: 108 তম

প্রশ্নঃ সম্প্রতি ভারতের হাইকমিশনার হিসেবে রিয়া গাঙ্গুলি দাসকে কোন দেশে নিয়োগ করা হয়েছে ?

উত্তর: বাংলাদেশ

প্রশ্ন: আন্তর্জাতিক টেনিস অ্যাসোসিয়েশন কোন টেনিস খেলোয়াড়কে 'বিশ্ব চ্যাম্পিয়ন' (World Champion) এর খেতাব দিয়েছে ?

উত্তর: Simona Halep

প্রশ্ন: আন্তর্জাতিক টেনিস অ্যাসোসিয়েশন কোন পুরুষ টেনিস খেলোয়াড়কে 'বিশ্ব চ্যাম্পিয়ন' এর খেতাব দিয়েছে ?

উত্তরঃ Novak Djokovik

 প্রশ্নঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত শীর্ষ 10 পুলিশ স্টেশনগুলির তালিকায় কোন পুলিশ স্টেশন প্রথম স্থান আছে ?
উত্তর: Kalu (Rajasthan)

প্রশ্ন: ভারতীয় জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন অলিম্পিকের জন্য খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য কোন সংস্থার সাথে একমত হলেন ?
উত্তর: Jsw

প্রশ্ন: অরুনাচল প্রদেশের 9533 কোটি টাকার জাতীয় হাইওয়ে প্রকল্পের উদ্বোধন  কে করলেন ?
উত্তর: কেন্দ্রীয় মন্ত্রী  Nitin Gadkari

প্রশ্ন: ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ কে ?
উত্তর: Woorkeri Venkat Raman (প্রাক্তন ভারতীয় ক্রিকেটার)
ーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーーー

1.প্রতি বছর ২৪শে ডিসেম্বর পালিত হয় জাতীয় ক্রেতা অধিকার দিবস ।

2.সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় ঐক্যবদ্ধতার জন্য সর্দার প্যাটেল পুরস্কার (Sardar Patel Award) ঘোষণা করলেন।

3.প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ওড়িশার সফরকালে 14,500 কোটি টাকা মূল্যের একটি প্রকল্প উদ্বোধন করলেন।

4.ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রার মধ্যবর্তী সুন্দা স্ট্রেট উপকূলে সম্প্রতি সুনামির আঘাতে 200 জনের ও বেশি লোকের মৃত্যু হলো।

5.ভারতীয় সেনার অস্ত্রাগারে যুক্ত হল আরও একটি পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম ব্যালেস্টিক মিসাইল ৷

6.2018 সালের South Indian Education Society (SIES) Sri Chandrasekharendra Saraswati National Eminence Award পেলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ।

7.ভারতের বেধাংগী কুলকার্ণী এশিয়ার সবচেয়ে দ্রুতগামী সাইকেল আরোহীর শিরোপা পেলেন ।

8.Archery Association of India(AAI) এর President  হিসাবে নিযুক্ত হলেন – B V P Rao

9.ভারতের সমস্ত ঋণগ্রহীতা এবং ইচ্ছাকৃত defaulters দের বিবরণ জানার জন্যে ভারতের রিজার্ভ ব্যাংক ছয়টি বড় আইটি কোম্পানিকে বেছে নিল ।

10.প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সিতারামন গুরুগ্রামে Indian Navy's Information Fusion Centre (IFC)-এর উদ্বোধন করলেন
Daily কারেন্ট Affairs (24-12-2018) Daily কারেন্ট Affairs (24-12-2018) Reviewed by study school on December 25, 2018 Rating: 5
Powered by Blogger.