খুব গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স

প্রশ্নঃ 'চেঞ্জিং ইন্ডিয়া' বইটির লেখক কে?
উত্তর: মনমোহন সিং

প্রশ্নঃ ছাত্রদের সাহায্যার্থে কোন রাজ্য সরকার "education bridge" অ্যাপ্লিকেশন চালু করেছে?
উত্তর: হরিয়ানা সরকার

প্রশ্নঃ সম্প্রতি, কোন দেশের ইঞ্জিনিয়াররা বন্য প্রাণীর নতুন জীবন দেওয়ার উদ্দেশ্যে পাঁচটি কৃত্রিম আর্চিপেলাস(archipelas) তৈরি করেছেন?
উত্তর: নেদারল্যান্ডস

প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের কোম্পানি Kalyanikov 100 কিমি দূর থেকে জাহাজ সনাক্তকরণ ড্রোন চালু করেছে ?
উত্তর: রাশিয়া

প্রশ্নঃ 2018 সালের আন্তর্জাতিক Migrants Day (IMD) এর থিম কী ?
উত্তর: Migration with Dignity

প্রশ্নঃ 2019 সাল, কোন দেশ সহনশীলতার বছর ঘোষণা করেছে ?
উত্তর: The United Arab Emriates (UAE) 

প্রশ্নঃ কবে থেকে শুরু হতে চলেছে ১২৬ তম বেটন কাপ ?
উত্তর: ২০১৮ সালের ২৩শে ডিসেম্বর

প্রশ্ন: জাতিসংঘের বিশ্বব্যাপী কম্প্যাক্টের সমর্থনে কোন ইউরোপীয় ইউনিয়নের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে (17 ডিসেম্বর 2018) ?
উত্তর: বেলজিয়াম

প্রশ্নঃ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) বছরের 2018 সালে জেন্ডার গ্যাপ রিপোর্টে পাকিস্তান কত তম স্থানে ?
উত্তর: 148 তম

প্রশ্নঃ প্রতি বছর কোন দিন গোয়ায়  Goa Liberation day (গোয়ার স্বাধীনতা দিবস) পালিত হয় ?
উত্তর: ১৯শে ডিসেম্বর
খুব গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স Reviewed by study school on December 24, 2018 Rating: 5
Powered by Blogger.