1/20
ভিনেগারের রাসায়নিক নাম কি ?
2/20
সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
3/20
সব থেকে নমনীয় ধাতুর নাম কি ?
4/20
হরিদ্দার কোন নদীর তীরে অবস্থিত ?
5/20
ত্রিবেণী সঙ্গম ভারতের কোথায় আছে ?
Explanation: ত্রিবেণী সঙ্গম ভারতের এলাহাবাদে অবস্থিত
6/20
বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশীলা মহাবিহার তৈরি করেছিলেন ?
Explanation: বিক্রমশীলা মহাবিহার তৈরি করেছিলেন ধর্মপাল
7/20
বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল ?
Explanation: বক্সারের যুদ্ধ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সম্মিলিত ভাবে মীর কাশিম-এর মধ্যে সংঘটিত হয়েছিল।ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়ের ফলে ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়।মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও শেষ মোগল সম্রাট (শাহ্ আলম) সাথে মৈত্রীর সম্পর্ক গড়ে তোলেন। ১৭৬৪ সালের ২২ অক্টোবর তাদের সম্মিলিত সৈন্যবাহিনীর সাথে বিহারের বক্সার নামক স্থানে ইংরেজ সৈন্যদের ঘোরতর যুদ্ধ হয়।
8/20
কেরালার উপকূল কি নামে পরিচিত ?
Explanation: মালাবার উপকূল হল ভারতীয় উপমহাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল , সাধারণত কোঙ্কন থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের পশ্চিম উপকূলের উপকূলরেখাকে বোঝায়।
কুত্তানাদ , যা ভারতের সর্বনিম্ন উচ্চতার বিন্দু , মালাবার উপকূলে অবস্থিত। কুত্তানাদ, কেরালার চালের বাটি নামেও পরিচিত , ভারতে সর্বনিম্ন উচ্চতা রয়েছে এবং এটি বিশ্বের কয়েকটি স্থানের মধ্যে একটি যেখানে সমুদ্রপৃষ্ঠের নিচে চাষাবাদ করা হয়।
মালাবার উপকূলের সমান্তরাল অঞ্চলটি পশ্চিমঘাটের পূর্ব উচ্চভূমি থেকে পশ্চিম উপকূলীয় নিম্নভূমি পর্যন্ত মৃদুভাবে ঢালে রয়েছে। দক্ষিণ-পশ্চিম বর্ষার আর্দ্রতা-বোঝাই বাতাস, ভারতীয় উপমহাদেশের দক্ষিণতম বিন্দুতে পৌঁছানোর পর , এর ভূ-সংস্থানের কারণে, দুটি শাখায় বিভক্ত হয়; " আরব সাগর শাখা" এবং " বঙ্গোপসাগর শাখা"। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর "আরবীয় সাগর শাখা" প্রথম পশ্চিমঘাটে আঘাত হানে, কেরালাকে ভারতের প্রথম রাজ্যে পরিণত করে যেখানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু থেকে বৃষ্টি হয়। মালাবার উপকূল ভারতের জীববৈচিত্র্যের উৎস ।
9/20
নিচের কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে
Explanation: 14 ই আগস্ট কন্যাশ্রী দিবস পালন করা হয় পশ্চিমবঙ্গে
10/20
The Third Pillar বইটির লেখক কে ?
Explanation: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 23 তম গভর্নর ছিল রঘুরাম রাজান
11/20
পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ?
12/20
সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত ?
13/20
ত্রিপিটক কোন ভাষায় লিখিত হয়েছিল
14/20
ভারতে হকির জাদুকরের জন্মদিন কোন তারিখ ?
Explanation: ভারতের হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ এর জন্মদিন জাতীয় ক্রিয়া দিবস হিসেবে পালন করা হয় l
15/20
পশ্চিমবঙ্গের একটি SEZ অঞ্চলের নাম নিচের কোনটি ?
16/20
ইলেকশন কমিশনরা নিযুক্ত হন কার মাধ্যমে ?
17/20
মানুষের কত জোড়া লালা গ্রন্থি থাকে
Explanation: the parotid glandsপ্যারোটিড গ্রন্থি , the submandibular glands সাবম্যান্ডিবুলার গ্রন্থি, and the sublingual glands. এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি।
18/20
চক্ষুদানে চক্ষুদাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয় ?
19/20
পোলো খেলার টিমে কতজন খেলোয়াড় থাকে ?
Explanation: জিকে মনে রাখার ট্রিক: Polo শব্দটি চারটি শব্দ দিয়ে গঠিত , তাই চারজন খেলোয়াড়
20/20
পিতলে কি কি উপাদান থাকে ?
Result:
WBPSC Food SI Free GK Mock Test - 10
Reviewed by study school
on
September 21, 2023
Rating:
No comments: