আজকে তোমাদের জন্য 50 নম্বরেের একটা মেগা মকটেস্ট এনেছি l প্রত্যেকটা সঠিক প্রশ্নের জন্য+1 প্রত্যেকটি ভুল প্রশ্নের জন্য (-0.25)
বিষয় GK অংক রিজিনিং
এইরকম মক টেস্ট দিতে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিযুক্ত হন
1/50
পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে ?
2/50
ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?
3/50
ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম ?
4/50
'আদম সেতু' ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশকে সংযুক্ত করেছে ?
5/50
যোগ বা গেরোসোপ্পা জলপ্রপাতের নতুন নাম কি ?
6/50
কোন জলপ্রপাতকে 'ভারতের নায়াগ্রা' বলা হয় ?
7/50
'কটক' শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
8/50
কোন দেশকে 'Country of Endless Season'বলা হয়?
9/50
নবীন পলি মৃত্তিকা 'খাদার'কোন রাজ্যে দেখা যায় ?
10/50
'সোনালী পানীয়' কাকে বলা হয় ?
11/50
কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল ?
12/50
শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ?
13/50
কত সালে ভারত সভা স্থাপিত হয় ?
14/50
বাঘাযতীন নামে পরিচিত ছিলেন-
15/50
কোন সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে 'পূর্ণ স্বরাজের' দাবি গ্রহণ করা হয় ?
16/50
সংবিধানের কত নং ধারায় অর্থবিলের উল্লেখ আছে ?
17/50
ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন ?
18/50
কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় ?
19/50
পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিন্ডের ওজন প্রায় -
20/50
'World Cancer Day'কোন দিনটিতে পালন করা হয়?
21/50
'The Central Drug Research Institute of India' কোথায় অবস্থিত ?
22/50
কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয় ?
23/50
'সাইমন কমিশন' কবে গঠিত হয় ?
24/50
'সঞ্জীবনী' কার লেখা ?
25/50
'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন' কে প্রতিষ্ঠা করেছিলেন ?
26/50
A -মানে '+', Q মানে ' - ' ,V মানে '×' ,R মানে '÷' হলে ,225R5A64Q13V6= ?
27/50
X তার বাড়ি থেকে যাত্রা শুরু করে 15 মিটার সোজা হাঁটল , তারপর 15 মিটার ডান দিকে গিয়ে তিনবার বাম দিকে ঘুরে যথাক্রমে 10, 20 ও 25 মিটার হাঁটল। সে এখন তার বাড়ি থেকে কত দূরে আছে ?
28/50
C হল B-এর স্ত্রী, E হল C-এর পুত্র, A হল B-এর ভাই এবং D-এর বাবা। E,D -এর কে হয় ?
29/50
X এবং Y দুই ভাই। R হল Y- এর বাবা। S হল T-এর ভাই এবং X-এর মামা ।T, R-এর কে হয় ?
30/50
কেলুচরণ মহাপাত্র: ওড়িশি:: বিরজু মহারাজ:?
31/50
বালাসরস্বতী: ভরতনাট্যম:: ভারতী শিবাজী:?
32/50
P, F ,?, F, P, X
33/50
M, O ,? ,Y ,G ,Q
34/50
336,210,120,60,24,?
35/50
5,10,40,?,1920,19200
36/50
এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20মিনিটে এবং ফিরে আসে 15 মিনিটে। স্থির জলে নৌকার বেগ (কিমি/ঘন্টা) কত ?
37/50
2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে, সুদের হার কত ?
38/50
একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়। কত বছরে ওই আসল তিনগুণ হবে ?
39/50
দুটি সংখ্যার লসাগু 2310 এবং গসাগু 30; একটি সংখ্যা 210 হলে, অপরটি কত?
40/50
দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং সংখ্যা দুটির লসাগু 60 হলে, গসাগু কত ?
41/50
2203-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে ?
42/50
বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 12 সেকেন্ড এবং 18 সেকেন্ডে অতিক্রম করে। তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে ?
43/50
ঘণ্টায় 40 কিলোমিটার বেগে 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে ?
44/50
কোনও বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় 15 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ ঘন্টায় 12 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছালে, ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেন ?
45/50
দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 25 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার 5 মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করলে, কতক্ষন পর চৌবাচ্চাটি জলপূর্ণ হবে ?
46/50
A একা একটি কাজ 22 দিনে এবং B একা সেই কাজটি 23 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর A চলে যায়। বাকি কাজটি B একা 8 দিনে শেষ করে। তবে, A কত দিনে কাজ শেষ করেছিল ?
47/50
B একটি কাজ 22 দিনে করতে পারে। 12 দিন কাজ করার পর B চলে যায়। বাকি কাজ A 5 দিনে শেষ করে। তবে A একা ওই কাজটি কতদিনে শেষ করবে ?
48/50
A ও B একত্রে একটি কাজ 9 দিনে করতে পারে।A,B-এর তিনগুণ কর্মক্ষম। তবে B একা কাজটি কতদিনে করবে ?
49/50
একটি বাক্সে , 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত 1:2:4 ওই বাক্সে 393 টাকা থাকলে, মোট কতগুলি মুদ্রা ছিল ?
50/50
A:B=2:3, B:C=5:4, এবং C:D=7:8 হলে, A:D=?
Result:
WBP Constable Preliminary Mega Mock Test 02
Reviewed by study school
on
June 05, 2021
Rating:
No comments: