ইতিহাসের বিভিন্ন যুদ্ধ সমূহ | Bengali Topic wise GK Mock Test

Topic wise WBP GK | পশ্চিমবঙ্গ পুলিশ ,আবগারি পুলিশ, কলকাতা পুলিশ বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সঠিক প্রশ্নের জন্য +1 প্রত্যেকটি ভুল প্রশ্নের জন্য -0.25


1/10
হিদাসপিসের যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল ?
290
295
326
340
Explanation: এই যুদ্ধ পুরু ও আলেকজান্ডার এর মধ্যে হয়েছিল এবং আলেকজান্ডার জয় লাভ করেছিল।
2/10
তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
1091
1190
1191
1192
Explanation: এই যুদ্ধ মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহান এর মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল।
3/10
তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
1091
1190
1191
1192
Explanation: এই যুদ্ধে মোহাম্মদ ঘোরী পৃথ্বীরাজ চৌহান এর মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘোরী জয়লাভ করেছিল।
4/10
পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
1500
1526
1556
1661
Explanation: এই যুদ্ধ ইব্রাহিম লোদী ও বাবর এর মধ্যে হয়েছিল এবং বাবর জয়লাভ করেছিল।
5/10
পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
1500
1526
1556
1661
Explanation: এই যুদ্ধ আকবর ও হিমুর মধ্যে হয়েছিল এবং আকবর জয়লাভ করেছিল।
6/10
খানুয়ার এর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
1527
1529
1539
1540
Explanation: এই যুদ্ধ বাবর ও রানা সঙ্ঘ সঙ্গে হয়েছিল এবং এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিল।
7/10
ঘর্ঘরার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
1527
1529
1566
1556
Explanation: এই যুদ্ধে বাবর ও মামুদ লোদী সঙ্গে হয়েছিল এবং এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিলেন।
8/10
পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
1526
1556
1756
1761
9/10
চৌসারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
1527
1529
1539
1556
Explanation: এই যুদ্ধ হুমায়ুন ও শের খাঁ মধ্যে হয়েছিল এবং শের খাঁ জয়লাভ করেছিল।
10/10
কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
1525
1527
1540
1556
Explanation: এই যুদ্ধ হুমায়ুন ও শের খাঁ এর মধ্যে হয়েছিল এবং শের খাঁ জয়লাভ করেছিল।
Result:
ইতিহাসের বিভিন্ন যুদ্ধ সমূহ | Bengali Topic wise GK Mock Test ইতিহাসের বিভিন্ন যুদ্ধ সমূহ | Bengali  Topic wise GK Mock Test Reviewed by study school on June 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.