সালোকসংশ্লেষ জিকে মক টেস্ট


 বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটি মকটেস্ট নিয়ে এসেছি l আজকের মক টেস্টের টপিক সালোকসংশ্লেষ

প্রত্যেকটা সঠিক প্রশ্নের জন্য +1 , এবং ভুল প্রশ্নের জন্য (-0.25)
1/20
সালোকসংশ্লেষের জন্য ব্যবহৃত কাঁচামালের নাম কি ?
কার্বন-ডাই-অক্সাইড ও কার্বন
গ্লুকোজ
অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড
কার্বন-ডাই-অক্সাইড ও জল
2/20
সালোকসংশ্লেষ এর ফলে উৎপন্ন গ্লুকোজ এর অক্সিজেনের উৎস কি ?
জল
কার্বন ডাই অক্সাইড
কার্বন মনো অক্সাইড
সালফার ডাই অক্সাইড
3/20
গ্লুকোজের প্রধান উপাদান কি কি ?
C,N,O
H,O
C,H,O
NADP
4/20
পাতার কোন কলায় সালোকসংশ্লেষ ঘটে ?
ভাজক কলা
স্থায়ী কলায়
মেসোফিল কলা
যোজক কলা
5/20
নিচের কোনটি হিল বিকারক ?
NADP
NAPDH
ADP
ATP
6/20
সালোকসংশ্লেষ কি ধরনের বিক্রিয়া ?
আলোক বিক্রিয়া
রাসায়নিক বিক্রিয়া
আলোক -রাসায়নিক বিক্রিয়া
এদের কোনোটিই নয়
7/20
নিচের কোন প্রাণী সালোকসংশ্লেষে সক্ষম ?
অ্যামিবা
ইউগ্লিনা
এন্টামিবা
ক্লোরেল্লা
8/20
নিচের কোন উদ্ভিদটি সালোকসংশ্লেষে অক্ষম ?
ক্লোরেল্লা
ইস্ট
মস্
স্পাইরোগাইরা
9/20
উদ্ভিদের সালোকসংশ্লেষের প্রধান অঙ্গের নাম কি ?
কাণ্ড
পাতা
ফুল
মূল
10/20
সালোকসংশ্লেষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
ব্ল্যাক ম্যান
রবিন হিল
স্যামুয়েলসন
বার্নেস
11/20
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য কত অনু জল এর প্রয়োজন হয় ?
8
10
12
16
12/20
সালোকসংশ্লেষের সময় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কি গ্রহণ করে ?
জল
কার্বন ডাই অক্সাইড
অক্সিজেন
নাইট্রোজেন
13/20
সালোকসংশ্লেষ কি জাতীয় প্রক্রিয়া ?
উপচিতি বিপাক
অপচিতি বিপাক
অপচিতি -উপচিতি বিপাক উভয়ই
এদের কোনোটিই নয়
14/20
সালোকসংশ্লেষ কারী অঙ্গানু নাম কি ?
লিউকোপ্লাস্ট
ক্লোরোপ্লাস্ট
ক্রোমোপ্লাস্ট
এমাইল ব্লাস্ট
15/20
ক্লোরোফিল গঠনে ব্যবহৃত মৌল টির নাম কি ?
জিংক
ক্যালসিয়াম
ম্যাগনেশিয়াম
বোরন
16/20
সালোকসংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে ?
রাসায়নিক শক্তি
গতি শক্তি
স্থিতিশক্তি
সৌরশক্তি
17/20
সালোকসংশ্লেষের আলোক দশায় হাইড্রোক্সিল আয়ন হাইড্রোক্সিল মূলকে কিভাবে পরিনত হয় ?
ইলেকট্রন গ্রহণ করে
ইলেকট্রন ত্যাগ করে
হাইড্রোজেন গ্রহণ করে
হাইড্রোজেন ত্যাগ করে
18/20
পাতায় আপতিত সূর্যালোকের শতকরা কত শোষিত হয় ?
50 %
60 %
83 %
90 %
19/20
সালোকসংশ্লেষে আলোক তরঙ্গের সর্বাপেক্ষা কার্যক্রম ভালো কোনটি ?
বেগুনি
লাল
কালো
সাদা
20/20
সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া টি প্রথম পর্যবেক্ষণ করেন কে ?
ব্ল্যাক ম্যান
রবিন হিল
স্যামুয়েলসন
বার্নেস
Result:
সালোকসংশ্লেষ জিকে মক টেস্ট সালোকসংশ্লেষ জিকে মক টেস্ট Reviewed by study school on June 10, 2021 Rating: 5

1 comment:

  1. good..so helping.... download wbcs wbp previous year gk question answer
    https://www.gkghor.in/2021/06/gk-in-bengali-set-2-wbcs-group-c.html

    ReplyDelete

Powered by Blogger.