9 June Bengali Current Affairs

1. সুইজারল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে কে নিযুক্ত হলেন  ?

উত্তর : মনিকা কপিল মোহতা

2. কোন সংস্হা ক্যান্সারের চিকিৎসার জন্য চৌম্বকীয় উপাদান(Magnetocaloric material) তৈরি করল  ?

উত্তর : ARCI

3. UNADAP কাকে ‘Goodwill Ambassador for the Poor’ হিসাবে নিযুক্ত করলেন  ?

উত্তর : M Nethra 


4. করোনা ভাইরাসের জন্য Assam Gramin Vikash Bank কে NABARD  আরো কত টাকার অতিরিক্ত  Special Liquidity Facility (SLF) প্রদান করল ?

উত্তর : 270 কোটি


5. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) Space Situational Awareness (SSA) এবং Astrophysics ক্ষেত্রে সহযোগিতার জন্য কার  সাথে চুক্তি স্বাক্ষর করেছে  ?

উত্তর : ARISE


6. প্রথম কোন ভারতীয় Richard Dawkins Award 2020 পেলেন  ?

উত্তর : জাভেদ আখতার







7. World Food Safety Day 2020 কবে পালিত হয়  ?

উত্তর : 7 জুন


8. ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘Prevention of Human and Animal Mortality on Highways’ প্রচার কে শুরু করল  ?

উত্তর : Nitin Gadkari


9. G 20 গ্রুপের সদস্য দেশগুলি COVID-19 মহামারীর সাথে লড়াই করতে কত বিলিয়ন ডলার অনুদান করল  ?

উত্তর : 21 বিলিয়ন মার্কিন ডলার


10.   World brain Tumor day কবে পালিত হয় ?

উত্তর : 8 জুন


11. কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বসু চ্যাটার্জি 2020 সালের 4 জুন মারা যান। কোন চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন ?

উত্তর : দূর্গা
9 June Bengali Current Affairs 9 June Bengali Current Affairs Reviewed by study school on June 09, 2020 Rating: 5
Powered by Blogger.