24 June Daily Current Affairs in Bengali

1. International Olympic day কবে পালিত হয় ?

উত্তর : 23 জুন

2. Professional Risk Managers’ International Association (PRMIA) এর Chief Executive Officer পদে কে নিযুক্ত হলেন  ?

উত্তর  : Dr Nirakar Pradhan

3. Legend of Suheldev: The King Who Saved India’ বইটির লেখক কে ?

উত্তর : আমিশ ত্রিপাঠি

4. কোন ব্যাঙ্ক  ক্যাশলেস “Swasth card” কে লঞ্চ করল ?

উত্তর : YES Bank

5. Bloomberg Billionaires Index 2020 তালিকায় কে প্রথম স্থান অধিকার করেছে  ?

উত্তর : জেফ বেজোস

6. কোন দেশে Mount Merapi' আগ্নেয়গিরি পর্বত অবস্থিত, যেটা সম্প্রতি খবর এসেছে ?

উত্তর : ইন্দোনেশিয়া

7. 'গরিব কল্যাণ রোজগার অভিযান’- এর জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে ?

উত্তর : 50,000 হাজার কোটি টাকা


8. কোন রাজ্যের বিদ্যুৎ কোম্পানী মহিলাদের ক্ষমতায়নের জন্য “Nistha Bidyut Mitra Yojana '' লঞ্চ করলো  ?

উত্তর : মধ্যপ্রদেশ

9. বিশ্বের শীর্ষ দশটি স্টক এক্সচেঞ্জের মধ্যে Bombay stock exchange কততম স্থানে রয়েছে  ?

উত্তর : 10th 

10. কোন রাজ্য সরকার শহরাঞ্চলে অদক্ষ শ্রমিকদের কাজের নিশ্চয়তা করতে "মুখ্যমন্ত্রী শ্রমিক যোজনা'' লঞ্চ করল  ?

উত্তর : ঝাড়খন্ড


11. “Cannes Film Market 2020” এর Virtual India Pavilion কে উদ্বোধন করেন  ?

উত্তর : Prakash Javadekar
24 June Daily Current Affairs in Bengali 24 June Daily Current Affairs in Bengali Reviewed by study school on June 24, 2020 Rating: 5
Powered by Blogger.