15 June Daily Current Affairs in Bengali

1. 2020 Cost of Living Survey অনুসারে ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি  ?

উত্তর : মুম্বাই

2.  সম্প্রতি প্রয়াত সুশান্ত সিং রাজপুত কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন ?

উত্তর : বলিউড অভিনেতা


3. 2020-21-সালে মধ্যে মহারাষ্ট্র রাজ্যকে জল জীবন মিশন বাস্তবায়নের জন্য ভারত সরকার কত কোটি টাকা অনুমোদন করলো   ?

উত্তর : 1829 কোটি


4. কোন IIT ফেলে দেওয়া বোতল থেকে high-efficiency masks তৈরি করল  ?

উত্তর : IIT Mandi


5. Summer Treat scheme কোন ব্যাঙ্ক লঞ্চ করল  ?

উত্তর : HDFC Bank

6. world light heavyweight boxer  Oleksandr Gvozdyk সমস্ত খেলা থেকে অবসর নিলেন, ইনি কোন দেশের বাসিন্দা  ?

উত্তর : Denmark

7. কোন রাজ্য সরকার  urban street vendor welfare programme লঞ্চ করল  ?

উত্তর : মধ্যপ্রদেশ

8. Boxing federation of India কাকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত করল  ?

উত্তর : অমিত পানঘাল & বিকাশ কৃষ্ণান যাদব

9. আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন কোন ভারতীয় ভারোত্তোলকের ডোপিং চার্জ অভিযোগ তুলে নিলেন ?

ত্তর : সঞ্চিতা চানু


10. ইস্পাত খাতে সহযোগিতা জোরদারের জন্য ভারত কোন দেশের সাথে MOU চুক্তি তে স্বাক্ষর করল  ?

উত্তর : জাপান
15 June Daily Current Affairs in Bengali 15 June Daily Current Affairs in Bengali Reviewed by study school on June 15, 2020 Rating: 5
Powered by Blogger.