11 June Bengali Current Affairs


1. ভারত কোন দেশের সঙ্গে  “Energy Cooperation” সম্পর্কিত  MoU চুক্তি স্বাক্ষর করলো  ?

উত্তর : ডেনমার্ক

2. Jammu and Kashmir High Court এর মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হলেন  ?

উত্তর : Javed Iqbal Wani


3. ই-লার্নিং কনটেন্ট টেলিকাস্টের  জন্য NCERT কার সাথে MoU চুক্তি স্বাক্ষর করলো  ?

উত্তর : Rotary India Humanity Foundation

4.  কোন রাজ্য সরকার ভারতের প্রথম online waste exchange website 'APEMC’ লঞ্চ করল ?

উত্তর : অন্ধ্রপ্রদেশ


5.  কোন IIT সবচেয়ে কম দামে AI based test kit তৈরি করল ?

উত্তর : IIT Hyderabad


6. FSSAI food safety index 2019 -2020 তে  ভারতের কোন রাজ্য শীর্ষস্থান দখল করেছে  ?

উত্তর : গুজরাট


7. সম্প্রতি কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার  সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করল  ?

উত্তর : আমেরিকা


8.  কোন রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য “কর্মভূমি” প্রকল্প চালু করলেন ?

ত্তর : পশ্চিমবঙ্গ


9. ২০২৪ সালের মধ্যে কোন রাজ্য সেই রাজ্যের প্রতিটি  গ্রামাঞ্চলের পরিবারে প্রতিদিন ৫৫ লিটার পানীয় জল সরবরাহ করার লক্ষ্যমাত্রা নিয়েছে  ?

উত্তর : কর্ণাটক


10.  Gairsain কোন রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী হল ?

উত্তর : উত্তরাখণ্ড
11 June Bengali Current Affairs 11 June Bengali Current Affairs Reviewed by study school on June 11, 2020 Rating: 5
Powered by Blogger.