ক্লার্কসিপ নিয়ে কিছু আলোচনা ( WBPSC Clerkship Part - 2)

ক্লার্কসিপ নিয়ে কিছু আলোচনা :

যদিও সময়টা কঠিন, অনেক চাকরি পরীক্ষার ফল বেরোতে বাকি, আর অনেকে বলছেন নিয়োগ আটকে যাবে কিনা, সেখানে প্রথমেই বলে দিতে চাই ফুড, মিসলেনিয়াস, ক্লার্কসিপ তিনটেই চলবে। নতুন পিসেসি প্রধান খুব উদ্যোগী মানুষ। বাকিটা ধৈর্য্যের পরীক্ষা।

দ্বিতীয়ত, Mains কবে হবে? কিভাবে পড়ব?

Mains 14 th June হওয়ার সম্ভাবনা নেই সেটা প্রায় প্রায় নিশ্চিত,কিন্তু পার্ট ওয়ানের ফল বেরোবার ৬-৭ সপ্তাহের মধ্যেই পিএসসি পরীক্ষা নেবে। তাই প্রস্তুতি চালিয়ে যেতে হবে। ১ঘন্টায় ৬টা বড় লেখা সত্যিই একটা পরীক্ষা। তিনটে বিষয়, এই পরীক্ষাতে মুখস্থ বিদ্যা লাগে না। ১) নিজে গুছিয়ে লেখার দক্ষতা ২)ইংরেজি ব্যকরণ ঠিকমতো জানা ৩) ভাষা ও শব্দের ব্যবহার।
এই তিনটে জিনিসই প্রশাসনিক কাজে বেশী লাগে।

তৃতীয়ত, কোথায় পোস্টিং? কি ধরনের পোস্টিং পাবো?

এটা মিলিয়ন ডলার প্রশ্ন। ক্লার্কসিপে তিন ধরনের Preference চাওয়া হয়েছে। যথা -সেক্রেটেরিয়েট(LDA), ডাইরেক্টোরেট(LDC), রিজিয়নাল(LDC)

সেক্রেটারিয়েট মানে সচিবালয়ের বিভিন্ন দপ্তরে পাবেন, সহজ ভাবে বললে নবান্ন, মহাকরণ, নব মহাকরণ, বিকাশ ভবন, খাদ্য ভবন, পরিবহন ভবন ইত্যাদি এইসব অফিসে এল ডি এ হিসেবে নিযুক্ত হবেন। উত্তরকন্যাতে সাধারণত এদিকের লোকে পোস্টিং দেওয়া হয় না। LDAরা P&AR (Personnel & Administrative Reforms  Department)  Common Cadre Wing এর কর্মচারী হবেন।


ডাইরেক্টোরেটের পোস্টিং সারা পশ্চিমবঙ্গের ডাইরেক্টোরেট অফিস গুলোতে হবে LDC হিসেবে। Public Works Directorate, Excise Directororate, Irrigation & Waterways Direcetorate এভাবে আরও Directorate আছে।


রিজিওনালে LDC মানে তিনি collectorate এর Staff. DM, SDO, BDO এই সব অফিসে পোস্টিং হয় সাধারণত। 


চতুর্থত হল মাইনে : 

এখন লেভেল ৬ হলো  LDA LDC দের পে স্কেল,নতুন ROPA অনুযায়ী । Grade Pay nei.Total starting salary-
BASIC 22700/-,+HRA 12%,+ Medical 500/- 
LDA LDC salaryতে কোনো পার্থক্য নেই।

প্রোমোশন :

এটা নিয়ে অনেকের অনেক চিন্তা।
সেক্রেটারিয়েটে LDA থেকে সচিবও হওয়া যায় নাকি??
হ্যাঁ যায়। আমার দপ্তরের ডেপুটি সেক্রেটারি সাহেব নিজেই LDA ছিলেন।সেক্রেটারিয়েটের প্রোমোশন এইভাবে হয়, 
LDA Group C

UDA Group B


Head Assistant Group B


Section Officer Group A, Gazetted Rank


Officer in Special Duty / Registrar WBSS (5400GP)


Assistant Secretary WBSS (6600GP)


Deputy Secretary WBSS (7600GP)


Joint Secretary WBSS.( 8700 GP)


* Grade pay এখন নেই, শুধু বোঝার সুবিধের জন্য লেখা। 


OSD থেকে WBSS( West Bengal Secretariat Services ) officer হওয়া যায়।WBSS থেকে 20 টা জন Joint Sercetary আছেন সচিবালয়ে। বাকিরা WBCS, IAS cadre থেকে নিযুক্ত হন।


ডাইরেক্টোরেটে ও রিজিওনালে Head Clerk এবং তার সমতুল্য পোস্ট অবধি প্রোমোশন হয়। 


তবুও বলব এটা ভাববেন না সেক্রেটারিয়েট মানেই দারুন, আর বাকিরা ভালো না। বিশ্বাস করুন প্রত্যকটা চাকরী সন্মানের।


এতটা পড়ার জন্য ধন্যবাদ। জানিনা কতটা গুছিয়ে বলতে পারলাম।

শুভেচ্ছা রইল সকলের জন্য।

© article by অভিষেক দে (Total Credit )
ক্লার্কসিপ নিয়ে কিছু আলোচনা ( WBPSC Clerkship Part - 2) ক্লার্কসিপ নিয়ে কিছু আলোচনা ( WBPSC Clerkship Part - 2) Reviewed by study school on July 22, 2020 Rating: 5
Powered by Blogger.