30 January Bengali Current Affairs

1.বিশ্বের সবথেকে বড় Meditation Centre-এর উদ্বোধন করা হলো তেলেঙ্গানাতে; এটিতে একসঙ্গে ১ লক্ষ মানুষ বসে ধ্যান করতে পারবে

2.প্রথম ভারতীয় পেশাদার মহিলা ফুটবলার হিসাবে বিশ্বে খেলবে মনিপুরের বালা দেবী

3.সর্বাধিক উঁচুতে ‘Fashion Show Event’-এর আয়োজন করে গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুলল নেপাল

4.নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত ব্যানার্জীকে ‘Doctor of Letters Degree বা D.Litt.’-সম্মানে ভূষিত করলো কলকাতা বিশ্ববিদ্যালয়

5.Monetary Policy Committee (MPC)-এর সদস্য হিসাবে নিযুক্ত হলেন রিজার্ভ ব্যাঙ্কের Executive Director জনক রাজ

6.থাইল্যান্ডে ‘UN Resident Coordinator’ হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত Gita Sabharwal

7.মাদাগাস্কারের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার জন্য ‘INS Airavat’-নামে জাহাজ পাঠালো ভারতীয় নেভি এবং অভিযানের নাম দেওয়া হয়েছে ‘Operation Vanilla’

8.Transparency International-এর সমীক্ষা অনুযায়ী ‘Best Budgetary Practices’ তালিকার শীর্ষে আছে আসাম এবং এরপর রয়েছে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ

9.দেশে ভারতীয় চিতা বাঘ প্রায় লুপ্ত হয়ে যাওয়ার কারণে নামিবিয়া থেকে আফ্রিকান চিতাবাঘ আনার অনুমতি দিল সুপ্রিমকোর্ট

10.গান্ধীজির ৭২তম মৃত্যু বার্ষিকীতে শ্রধার্ঘ্য প্রদান করলো ভারত
Source - Swapno.in
30 January Bengali Current Affairs 30 January Bengali Current Affairs Reviewed by study school on January 31, 2020 Rating: 5
Powered by Blogger.