৫৫তম জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন মালায়ালম কবি আক্কিথাম অছুতাম নাম্বুথিরি।
কবি আক্কিথামের জন্ম ১৯২৬ সালে কেরালার পালাক্কড় জেলায়। তাঁর বিখ্যাত কিছু রচনা হল ভিরাভাদাম,বালিদারসনম,নিমিশা ক্ষেত্রম ,অমৃতা খটিকা প্রভৃতি।
গত বছর ৫৪তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন বাংলার বিখ্যাত ইংরেজি ভাষার লেখক অমিতাভ ঘোষ।
১৯৬১ সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়।
১৯৬৫ সালে মালায়লাম লেখক জি শঙ্কর কুরুপ প্রথম এই পুরস্কার লাভ করেন।
১৯৬৬ সালে প্রথম বাঙালি হিসেবে এই পুরস্কার পান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাঁর লিখিত উপন্যাস গণদেবতার জন্য ।
১৯৭৬ সালে প্রথম মহিলা হিসেবে এই পুরস্কার পান আশাপূর্ণা দেবী । প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য ।
১৯৮২ সালের আগে পর্যন্ত কোনো একটি নির্দিষ্ট বইয়ের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হত। কিন্তু তার পর থেকে ভারতীয় সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হতে থাকে।
এখনও পর্যন্ত যেসমস্ত বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তাঁরা হলেন -
তারাশঙ্কর বন্ধ্যোপাধ্যায় ( ১৯৬৬ সালে দ্বিতীয় জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী লেখক , গণদেবতা উপন্যাসের জন্য )
বিষ্ণু দে (১৯৭১ সালে তাঁর স্মৃতি সত্তা ভবিষ্যৎ বইটির জন্য )
আশাপূর্ণা দেবী(১৯৭৬ সালে প্রথম মহিলা হিসেবে এই পুরস্কার পান আশাপূর্ণা দেবী । প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য ।)
সুভাষ মুখোপাধ্যায় (১৯৯২ সালে জ্ঞানপীঠ পুরস্কার পান)
মহাশ্বেতা দেবী(১৯৯৬ সালে জ্ঞানপীঠ পুরস্কার পান)
শঙ্খ ঘোষ ( ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরস্কার পান)
অমিতাভ ঘোষ (২০১৮ সালে জ্ঞানপীঠ পুরস্কার পান)
কবি আক্কিথামের জন্ম ১৯২৬ সালে কেরালার পালাক্কড় জেলায়। তাঁর বিখ্যাত কিছু রচনা হল ভিরাভাদাম,বালিদারসনম,নিমিশা ক্ষেত্রম ,অমৃতা খটিকা প্রভৃতি।
গত বছর ৫৪তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন বাংলার বিখ্যাত ইংরেজি ভাষার লেখক অমিতাভ ঘোষ।
১৯৬১ সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়।
১৯৬৫ সালে মালায়লাম লেখক জি শঙ্কর কুরুপ প্রথম এই পুরস্কার লাভ করেন।
১৯৬৬ সালে প্রথম বাঙালি হিসেবে এই পুরস্কার পান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাঁর লিখিত উপন্যাস গণদেবতার জন্য ।
১৯৭৬ সালে প্রথম মহিলা হিসেবে এই পুরস্কার পান আশাপূর্ণা দেবী । প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য ।
১৯৮২ সালের আগে পর্যন্ত কোনো একটি নির্দিষ্ট বইয়ের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হত। কিন্তু তার পর থেকে ভারতীয় সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হতে থাকে।
এখনও পর্যন্ত যেসমস্ত বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তাঁরা হলেন -
তারাশঙ্কর বন্ধ্যোপাধ্যায় ( ১৯৬৬ সালে দ্বিতীয় জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী লেখক , গণদেবতা উপন্যাসের জন্য )
বিষ্ণু দে (১৯৭১ সালে তাঁর স্মৃতি সত্তা ভবিষ্যৎ বইটির জন্য )
আশাপূর্ণা দেবী(১৯৭৬ সালে প্রথম মহিলা হিসেবে এই পুরস্কার পান আশাপূর্ণা দেবী । প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য ।)
সুভাষ মুখোপাধ্যায় (১৯৯২ সালে জ্ঞানপীঠ পুরস্কার পান)
মহাশ্বেতা দেবী(১৯৯৬ সালে জ্ঞানপীঠ পুরস্কার পান)
শঙ্খ ঘোষ ( ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরস্কার পান)
অমিতাভ ঘোষ (২০১৮ সালে জ্ঞানপীঠ পুরস্কার পান)
55th জ্ঞানপীঠ পুরস্কার 55th jnanpith award 2019 বাংলাতে
Reviewed by study school
on
November 29, 2019
Rating: