14 November Bengali Current Affairs Study School


1.‘World Diabetes Day’ পালন করা হয় ১৪ই নভেম্বর; এবারের থিম ছিল ‘Family and Diabetes’

2.Unilever কোম্পানীর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন Nils Andersen

3.India Tourism Development Corporation (ITDC)-এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন G. Kamala Vardhana Rao

4.মহানদীর তীরে ‘বালি যাত্রা’ উৎসব শুরু হলো উড়িষ্যার কটক শহরে

5.আখ চাষীদের জন্য ‘e-Ganna’-নামে মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টাল লঞ্চ করলো উত্তর প্রদেশ সরকার

6.প্রথম দক্ষিন এশীয় দেশ হিসাবে খেলায় ‘Match Fixing’-কে সাংবিধানিক অপরাধ হিসাবে ঘোষণা করতে চলেছে শ্রীলঙ্কা

7.প্রখ্যাত গণিতজ্ঞ Vashishth Narayan Singh মারা গেলেন ৭৭ বছর বয়সে, পাটনাতে

8.‘হরিয়ানা গৌরব অ্যাওয়ার্ড’-এ সম্মানিত হলেন ভারতীয় বক্সার Amit Panghal

9.২০২০ সালের জানুয়ারী মাস থেকে রাজ্যজুড়ে প্লাষ্টিক ব্যান করছে গোয়া

10.নিউইয়র্কে ‘Metropolitan Museum of Art’-এর একজন Honorary Trustee হিসাবে নামাঙ্কিত হলেন নীতা আম্বানী
1. ইন্ডিয়ান এয়ার ফোর্সের পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত হলেন Rakesh Kumar Singh Bhadauria

2. পূর্ব লাদাখ অঞ্চলে ‘Chang Thang’-নামে সেনা অনুশীলন অনুষ্ঠিত করলো ভারতীয় সেনা বাহিনী

3. আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১ বছরের জন্য ব্যান হলো শ্রীলঙ্কান বোলার Akila Dananjaya

4. প্রথমবার ‘Jammu International Film Festival’ অনুষ্ঠিত হতে চলেছে জম্মুতে

5. ‘Young Scientist Award-2018’ দ্বারা সম্মানিত হলেন গোয়া ইউনিভার্সিটির ডা. সোহিনী গাঙ্গুলী

6. ভারতের প্রথম Central Police University স্থাপিত হবে Greater Noida-তে

7. ‘Google Research India’-নামে কৃত্রিম মেধা গবেষনাগার স্থাপন করা হবে বেঙ্গালুরুতে

8. মঙ্গোলিয়াতে বুদ্ধ মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

9. গুজরাটের গ্রাম গুলিতে পাবলিক ওয়াই-ফাই পরিষেবা প্রদানের জন্য BSNL-এর সঙ্গে পার্টনারশীপ গড়লো Google

10. সরকারি হসপিটালের ডাক্তারদের ব্যক্তিগত চিকিৎসাকেন্দ্র খোলার উপর নিষেধাজ্ঞা জারি করলো অন্ধ্রপ্রদেশ সরকার
14 November Bengali Current Affairs Study School 14 November Bengali Current Affairs Study School Reviewed by study school on November 15, 2019 Rating: 5
Powered by Blogger.