12 November Bengali Current Affairs Study School


1.‘World Pneumonia Day’পালন করা হয় প্রতিবছর ১২ই নভেম্বর; এবারের থিম ছিল ‘Healthy lungs for all’

2.মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন A.P. Sahi

3.বন্যপ্রাণী সংরক্ষণ বিজ্ঞানে ‘George Schaller lifetime Award’ পেলেন বায়োলজিস্ট K. Ullas Karanth

4.2020 FIFA U-17 Women’s World Cup-এর জন্য ভারতীয় মহিলা ফুটবল টিমের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন সুইডেনের Thomas Dennerby

5.Asian Championship-এ পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রুপোর পদক জিতলো ভারতের সৌরভ চৌধুরী

6.World Para Athletics Championships-এ জ্যাভেলিন থ্রো ইভেন্টে সোনার পদক জিতলো ভারতের সুন্দর সিং

7.ভারতের প্রথম Elephant Memorial-এর উদ্বোধন করা হলো উত্তর প্রদেশের মথুরাতে

8.ভবনগরে বিশ্বের প্রথম CNG Terminal তৈরীর অনুমোদন দিলো গুজরাট সরকার এবং এর জন্য বরাদ্দ ১৯০০ কোটি টাকা

9.সম্প্রতি আবিষ্কৃত একটি মাকড়শা প্রজাতির নামকরণ করা হলো ক্রিকেটার শচীন তেন্ডুলকরের নামে

10.প্রায় ১৪ বছর ক্ষমতায় থাকার পর বলিভিয়ার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন Evo Morales

1) ন্যাশনাল হেলথ অথরিটি সম্প্রতি গুগলের সঙ্গে collaborate  করবে "ভারত সরকারের 
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নামক হেলথ স্কিম" কে এগিয়ে নিয়ে 
যাওয়ার জন্য

2)মন্ত্রী রামবিলাস পাসোয়ান "স্বচ্ছ পানি অভিযান" শুরু করলো যেটি স্বচ্ছ ভারত 
অভিযানের অংশ এক্ষেত্রে 42 টা প্যারামিটার এর উপর জলের গুণগত মান নির্ণয় করা হবে 
(PH Levels ,Odour,Metal Content etc)

3) UCO ব্যাংক সম্প্রতি Ucash এবং Digilocker and একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করল 
Ucash-মোবাইল Banking এর সাহায্যে ATM থেকে টাকা তুলতে সাহায্য করবে ডেবিট কার্ড 
ব্যবহার না করে
Digilocker- ফিজিক্যাল ডকুমেন্ট ধীরে ধীরে বন্ধ করে ইলেকট্রনিক ডকুমেন্টের সেটিকে 
আনা ডিজিলকার এর উদ্দেশ্য  এবং অন্য একটি অ্যাপ্লিকেশন  চারটি আপকে 
একত্রিত   করতে সাহায্য করবে  
UCO Bank HQ - Kolkata

4)Goa Maritime Conclave - 2019 এর উদ্বোধন করল আমাদের বর্তমান ন্যাশনাল সিকিউরিটি 
Advisor অজিত দোভাল
এখানে শ্রীলঙ্কা-বাংলাদেশ থাইল্যান্ড প্রভৃতি দেশের মেরিটাইম এজেন্সির Head উপস্থিত থাকবেন  

5) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি YSR "vahana Mitra Scheme " আনল এক্ষেত্রে 10,000
 টাকা প্রত্যেক বছর অ্যালাউন্স দেয়া হবে self-employed ডাইভারদের যারা নিজস্ব অটো , 
ট্যাক্সি চালায়  

6) ভারতের প্রথম কর্পোরেট ট্রেন "Tejas Express" লঞ্চ করা হলো যেটি দিল্লি এবং লখনও  রুটে
চালানো হবে এটা পরিচালনার জন্য পুরো দায়িত্ব নিল IRCTC

7) প্রথম এশিয়ান মহিলা হিসেবে ওয়ার্ল্ড Athletics চ্যাম্পিয়নশিপে 400 মিটার দৌড়ে বিশ্ব 
রেকর্ড করলো Salwa Eid Naser 
তিনি 48.14 সেকেন্ডের কমপ্লিট করেছেন এবং তিনি বাহারিন এর স্প্রিন্টার

8) Ministry Of Tourism একটি Audio Guide  ফেসিলিটি লঞ্চ করল "Audio Odigos" নামে

9) ইন্ডিয়ান এয়ার ফোর্স বালাকোট এয়ার স্ট্রাইক এর প্রোমো ভিডিও রিলিজ করলো এই 
ভিডিওটি রিলিজ করলো ইন্ডিয়ান এয়ার ফোর্স এর মার্শাল RKS ভাদুরিয়া
বালাকোট এয়ার স্ট্রাইক এর কোড নাম ছিল অপারেশন বান্দার

10) ভারতের সাথে মঙ্গলিয়ান আর্মির "Indo- Mongolian Joint Military Training Exercise "Nomadic 
Elephant -XIV" Conduct করা হলো  | ইন্ডিয়ান আর্মির হয়ে Rajputana রাইফেলস প্রতিনিধিত্ব 
করেছে

11) ইন্ডিয়া আর্মির সঙ্গে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের "Indo-Maldives joint Exercise 
Ekuverin -19 " নামক জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হল
এটি দশম এডিশন ছিল

12 November Bengali Current Affairs Study School 12 November Bengali Current Affairs Study School Reviewed by study school on November 13, 2019 Rating: 5
Powered by Blogger.