25 October Bengali Current Affairs Study School


1.ভারতে ‘জাতীয় আয়ুর্বেদ দিবস’ পালন করা হয় প্রতিবছর ২৫শে অক্টোবর

2.২০২০ সাল থেকে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পুনরায় পাশ-ফেল প্রথার শুরু করবে পশ্চিমবঙ্গ

3.Institute of Economic Studies-এর তরফ থেকে ‘Udyog Rattan Award’ পেলেন Marg ERP Ltd-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর অনুপ সিং

4.Airports Authority of India (AAI)-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সিনিয়ার আইএএস অফিসার অরবিন্দ সিং

5.লেটেস্ট FIFA Rankings-এ ভারতের স্থান ১০৬ এবং শীর্ষস্থানে আছে বেলজিয়াম

6.সমস্ত রকম ক্রিকেট থেকে অবসর নিলেন মুম্বাইয়ের প্রাক্তন অল-রাউন্ডার অভিষেক নায়ার

7.The Women, Peace And Security Index 2019-এ ভারতের স্থান ১৩৩ এবং শীর্ষস্থানে আছে নরওয়ে

8.Egypt International Mixed Doubles Title জিতলো ভারতের কুহু গর্গ এবং ধ্রুব রাওয়াত

9.প্রথমবার Global Bio-India 2019 সামিট অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে


10.‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা’ লঞ্চ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

1. রাশিয়া সরকারের থেকে ‘Pushkin Medal 2019’ পেলেন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা Meeta Narain

2. ভারতের Defence Secretary হিসাবে নিযুক্ত হলেন অজয় কুমার এবং Cabinet Secretary হিসাবে নিযুক্ত হলেন Rajiv Gauba

3. বিশ্বের মধ্যে Amazon কোম্পানীর সবথেকে বড় ক্যাম্পাসের উদ্বোধন করা হলো হায়দ্রাবাদে

4. ১৩টি মরুভূমি জেলাতে প্রতিদিন পরিবারের প্রতিটি ব্যক্তি পিছু ৭০ লিটার জল বিনামূল্যে সরবরাহ করবে রাজস্থান সরকার

5. ‘WEF’s India Economic Summit’-এ সহ-সভাপতিত্ব করবেন শেখ হাসিনা এবং সানিয়া মির্জা

6. উসাইন বোল্টের সাথে Puma কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন ভারতের দৌড়বিদ দ্যুতি চাঁদ

7. ২রা অক্টোবর থেকে সমস্ত স্টেশন চত্বরে যেকোনো ধরনের প্লাষ্টিক ব্যবহার ব্যান করার নির্দেশ দিল ভারতীয় রেলওয়ে সংস্থা

8. ২০১৯ ডিসেম্বর মাস থেকে সমস্ত যানবাহনে FASTag ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাদকরি

9. দিল্লিতে ‘The Diary of Manu Gandhi’ শিরোনামে একটি বই প্রকাশ করলেন ভারতের কালচার মিনিষ্টার প্রহ্লাদ সিং প্যাটেল

10. Global Annual Brand Health Rankings 2019 তালিকায় শীর্ষস্থান পেল Google; দ্বিতীয় স্থানে WhatsApp এবং তৃতীয় স্থানে YouTube
25 October Bengali Current Affairs Study School 25 October  Bengali Current Affairs Study School Reviewed by study school on October 26, 2019 Rating: 5
Powered by Blogger.