1.২৮শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত ‘Vigilance Awareness Week’ পালন করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়
2.নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য ‘Try And Measure Aptitude And Natural Abilities (Tamanna)’-নামে অনলাইন টেষ্ট লঞ্চ করলো CBSE এবং NCERT
3.ভারতের ‘BrahMos Missile’ কেনার ঘোষণা করলেন ফিলিপিন্সের ভাইস কমান্ডার Reynaldo Aquino
4.বেলজিয়ামের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে দায়ভার গ্রহন করলেন Sophie Wilmes
5.ভারতকে বার্ষিক ৬ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের ঘোষণা করলো বিশ্ব ব্যাঙ্ক
6.১ কেজি প্লাষ্টিক বর্জ্যের পরিবর্তে খাবার প্রদানের উদ্যোগ লঞ্চ করলো উড়িষ্যা
7.দিল্লির পাবলিক বাসে মহিলাদের পর এবার বয়স্ক ব্যক্তি ও ছাত্রছাত্রীদের বিনামূল্যে পরিষেবার দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল
8.বিশ্বের দ্রুততম পর্বতারোহীর শিরোপা পেলেন নেপালের Nirmal Purja, যিনি মাত্র ৬ মাসে ১৪টি পর্বতশৃঙ্গ আরোহন করেছেন
9.Independent state of Samoa-তে ভারতের পরবর্তী হাই-কমিশনার হিসাবে নিযুক্ত হলেন Shri Muktesh kumar Pardeshi
10.‘International Internet Day’ পালন করা হয় প্রতি বছর ২৯শে অক্টোবর
Some Old Bengalil Current Affairs For Revision
1. ‘World Senior Citizen's Day’ পালন করা হয় প্রতি বছর ২১শে আগষ্ট
2. পার্লামেন্টের ভিতরে যেকোনো ধরনের অপুনর্ব্যবহারযোগ্য প্লাষ্টিকের বোতল ব্যান করা হলো
3. পুরুষ অভিভাবকদের পারমিশন ছাড়া বিদেশ ভ্রমনে মহিলাদের অনুমতি প্রদান করলো সৌদি আরবের সরকার
4. South Asian Spelling Bee Competition 2019 জিতলো ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার ১৪ বছর বয়সী Navneeth Murali ; পুরস্কার মূল্য ৩০০০ মার্কিন ডলার
5. প্রতিবন্ধী সাঁতারু হিসাবে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল অতিক্রম করলো ভারতের সতেন্দ্র সিং লোহিয়া
6. সুন্দরবন সংরক্ষণের জন্য Discovery India এবং WWF-এর সঙ্গে পার্টনারশিপ গঠন করলো পশ্চিমবঙ্গ সরকার
7. ৩ দিনের সরকারি সফরে ভারত ভ্রমনে আসলেন জাম্বিয়ার রাষ্ট্রপতি Edgar Chagwa Lungu
8. নীলাম শর্মার শ্রদ্ধার্থে ‘Neelum Sharma Tejaswini Award’ এবং ‘Achyutananda Sahoo Award’-এর ঘোষণা করলো প্রসার ভারতী(Prasar Bharati)
9. ভুটানে ‘RuPay Card’ লঞ্চ করলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
10. ‘মৌলনা আবুল কালাম আজাদ ট্রফি’ জিতলো পাঞ্জাব বিশ্ববিদ্যালয়
29 October Bengali Current Affairs Study School
Reviewed by study school
on
October 30, 2019
Rating:
