এবার থেকে পিএসসি আয়ােজিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানতে পারবেন পরীক্ষার্থীরা

এবার থেকে পিএসসি আয়ােজিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানতে পারবেন পরীক্ষার্থীরা

নিজ প্রতিনিধি, কলকাতা: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আয়োজিত সরকারি দপ্তরে নিয়োগ পরীক্ষার প্রাপ্ত নম্বর এবার থেকে পরীক্ষার্থীরা জানতে পারবেন। খুব শীঘ্রই এই ব্যবস্থা চালু করতে চলেছে এই নিয়োগকারী সংস্থা। কমিশনের সরকারি ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা নিজেদের ব্রোল নম্বর এবং প্রয়ােজনীয় তথ্য দিলেই সরাসরি তাঁর প্রাপ্ত নম্বর স্ক্রিনে দেখতে পাবেন। মাল্টিপল চয়েজ প্রশ্নের পাশাপাশি বিস্তাৱধনী প্রশ্নের উত্তরের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। তবে বর্তমানে প্রায় সবকটি লিখিত পরীক্ষাই দু'টি বা তিনটি পর্যায়ে হয়।

 এক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষায় সফল প্রার্থীরা নিজেদের প্রাপ্ত নম্বর জানতে পারবেন ইন্টারভিউয়ের পর। কারণ, অনেকক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করে ইন্টারভিউতে ডাকা হয়। তবে সংশ্লিষ্ট ধাপে ব্যর্থ হওয়া প্রার্থীরা এই নম্বর দেখতে পাবেন। পাশাপাশি সঠিক উত্তরপত্রও ওয়েবসাইটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। যার মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীরা নিজেদের ভুল সহজেই জানতে পারবেন। এই মুহূর্তে পিএসসি আয়ােজিত সব পরীক্ষার কাট অব মার্কস দিয়ে দেওয়া হয়।

 ধরা যাক, কোনও লিখিত পরীক্ষা ১০০ নম্বলে হল। এক্ষেত্রে কমিশন সিদ্ধান্ত নিল কাট অব নার্সি ৫০ নম্বর হবে। সেক্ষেত্রে ওই নম্বর কিংবা তার বেশি পাওয়া প্রার্থীরাই সফল হিসেবে গণ্য হবেন। পাশাপাশি ৫০-এর কম পাওয়া প্রার্থীরা এই পরীক্ষার মােগ্যতান পেরতে ব্যর্থ হলেছেন বলে ধরা হবে। সমস্ত মূল্যায়নের শেষে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হয়। মেধার উপর ভিত্তি করে সফল প্রার্থীদের তালিকা তৈরি হয়। তবে সেই পরীক্ষায় বসা প্রার্থীরা জানাতে পারেন
, কে কত নম্বর পেয়েছেন। এবার সেই সুযোগ করে দিতে চলেছে পিএসসি।। 

এ প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, আমরা চাই পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা প্রত্যেকে কত নম্বর পেয়েছে, তা জানার কৌতুহল থাকে। এটা বহু দিনের দাবি। 

পাশাপাশি লিখিত পরীক্ষার নম্বর জানতে পারলে পরবর্তী পর্যায়ে নিজের খামতি অনেকটা পুষিয়ে নিতে পারবেন তারা। যদিও কমিশনের অন্দরে জোর গুঞ্জন, এই সিদ্ধান্তের পিছনে অন্য রহস্য রয়েছে। গত দু'বছরে পিএসসি আয়োজিত একাধিক পরীক্ষা এবং পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নিম্নে প্রচুর বিতর্ক হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (ডব্লুবিসিএস) সহ কয়েকটি পরীক্ষায় বহু প্রার্থীর নাম্বর বদলে দেওয্যার অভিযোগ উঠেছিল। 

নিয়োগে স্বজনপোষণ সংক্রান্ত এই মারাত্মক অভিযােগে পিএসসির শ্রাবমুর্তিতে সার্বিক আঘাত নেমে এসেছিল। এবার এই নয়। সিদ্ধান্তের জেরে হৃত ভাবমূর্তি উদ্ধারে সচেষ্ট হল কমিশন
এবার থেকে পিএসসি আয়ােজিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানতে পারবেন পরীক্ষার্থীরা এবার থেকে পিএসসি আয়ােজিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানতে পারবেন পরীক্ষার্থীরা Reviewed by study school on September 12, 2019 Rating: 5
Powered by Blogger.