কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ এর প্রশ্ন পড়ে নাও

1))আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদের বিচার কোথায় হয়েছিল?
Ans👉 লাল্‌কেল্লায়।
2)) আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়?
Ans👉 ১৯৪১ খ্রিঃ।
3)) আত্মসমর্পণের দলিল কবে জার্মানি স্বাক্ষর করে?
Ans👉 ১৯১৮ খ্রিঃ, ১১ নভেম্বর।
4)) আত্মীয় সভা কখন প্রতিষ্ঠিত হয়?
Ans👉 ১৮১৫ খ্রিঃ।
5)) আত্মীয় সভা কে গঠন করেন?
Ans👉 রাজারাম্‌মোহন রায়।
6)) আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত?
Ans👉 ১৫ জন।
7)) আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
Ans👉 নেদারল্যান্ড এর দ্যা হেগ-এ।
8)) আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে?
Ans👉 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
9)) আনশ্লুজ নীতি কী?
Ans👉 অস্ট্রিয়া দখলের জন্য হিটলার কর্তৃক গৃহীত নীতি।
10)) আনশ্লুজ নীতি কে প্রচার করেন?
Ans👉 হিটলার।
11)) আনস্লুস নীতির দ্বারা হিটলার কোন্‌ দেশ দখল করতে চেয়েছিলেন?
Ans👉 অস্ট্রিয়া।
12)) আবান্তি পত্রিকার সম্পাদক কে?
Ans👉 মুসোলিনি
13)) আবিসিনিয়া কোন মহাদেশে অবস্থিত?
Ans👉 আফ্রিকা মহাদেশে।
14)) আবিসিনিয়ার রাজধানীর নাম কী?
Ans👉 আদ্দিস আবাবা ।
15)) আমার সংগ্রাম গ্রন্থটি কার লেখা?
Ans👉 হিটলার।
16)) আমার স্বপ্নের ভারত(The India of my dreams) কে বলেছিলেন?
Ans👉 ডঃ আব্দুল কালাম।
17)) আমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন?
Ans👉 গান্ধিজি।
18)) আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
Ans👉 স্বামী দয়া নন্দ সরস্বতী।
19)) আর্যসমাজ কত সালে ‘ সারা ভারত শুদ্ধি সভা’ গঠন করেন?
Ans👉 ১৮৭৭
20)) আলি ভ্রাতৃদ্বয় কাদের বলা হয়?
Ans👉 মহম্মদ আলি ও শওকত আলি।
21)) আলিপুর ষড়যন্ত্র মামলায় রাজসাক্ষী কে ছিলেন?
Ans👉 নরেন গোঁসাই।
22)) আলীগড় আন্দোলনের প্রবর্তক কে?
Ans👉 স্যার সৈয়দ আহমদ্‌ খান।
23)) আলীগড় কলেজের প্রথম অধক্ষ্য কে ছিলেন?
Ans👉 স্যার থিওডর বেক।
24)) আসাম অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়?
Ans👉 ১৯০৫ খ্রিঃ।
25)) আসামে সার্বজনিক সভা কে গঠন করেন?
Ans👉 জগন্নাথ বড়ুয়া।
26)) আসামের কোন্‌ অঞ্চল গণভোটের মাধ্যমে পুর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়?
Ans👉 সিলেট।
27)) আসামের কোন কোন পাহাড় নিয়ে মেঘালয় রাজ্য গঠিত হয়?
Ans👉 লুসাই পাহাড়, উত্তর কাছার, গারো পাহাড়, খাসি, জয়ন্তিয়া পাহাড়।
28)) আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
Ans👉 গোপী নাথ বরদলই ।
29)) ইউনিয়ন অব ডেথ কী?
Ans👉 একটি সন্ত্রাসবাদী দল।
30)) ইউরোপের কোন্‌ দেশে প্রথম ফ্যাসিবাদের জন্ম হয়?
Ans👉 ইতালিতে।
31)) ইউরোপের রুগ্নমানুষ কাকে বলা হয়?
Ans👉 তুরস্ক।
32)) ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থটির কে রচনা করেন?
Ans👉 রমেশচন্দ্র দত্ত।
33)) ইকবাল কে ছিলেন?
Ans👉 একজন উর্দু কবি, যিনি সারে জাহাসে আচ্ছা গান রচনা করেছিলেন।
34)) ইটালি কবে আবিসিনিয়া দখল করেন?
Ans👉 ১৯৩৬ খ্রিঃ।
35)) ইতালিতে কার্বোনারি দলের প্রতিষ্ঠাতা কে?
Ans👉 ম্যাৎসিনি।
36)) ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ans👉 ড. বি. আর আম্বেদকর।
37)) ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন?
Ans👉 শ্যামজি কৃষ্ণ বর্মা।
38)) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে?
Ans👉 সুর্য্যসেন।
39)) ইন্দো চীনের বর্তমান নাম কী?
Ans👉 ভিয়েতনাম।
40)) ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম কি?
Ans👉 ড. সুকর্ন।
41)) ইয়ং ইটালি কে গঠন করেন?
Ans👉 ম্যাৎসিনি ।
42)) ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন?
Ans👉 লালালাজপত রায়।
43)) ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে?
Ans👉 মহাত্মা গান্ধি।
44)) ইয়ং ইন্দিয়া বইটি কে রচনা করেছিলেন?
Ans👉 মহাত্মা গান্ধি।
45)) ইয়ং বেঙ্গল দলের মুখপত্রের নাম কী?
Ans👉 পার্থেনন ।
46)) ইয়ংবেঙল কাদের বলা হয়?
Ans👉 ডিরজিওর অনুগামীদের।
47)) ইয়ংবেঙল দল কে গঠন করেন?
Ans👉 ডিরোজিও।
48)) ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
Ans👉 ১৯৪৫ খ্রিঃ।
49)) ইল দুচে কার উপাধি ছিল?
Ans👉 মুসোলিনি।
50)) ইলবার্ট বিল কে চালু করেন?
Ans👉 স্যার ইল্‌বার্ট
কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ এর প্রশ্ন পড়ে নাও কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ এর প্রশ্ন পড়ে নাও Reviewed by study school on September 16, 2019 Rating: 5
Powered by Blogger.