28 September bengali Current Affairs


1.‘World Rabies Day’ পালন করা হয় ২৮শে সেপ্টেম্বর; এবারের থিম ছিল ‘Rabies: Vaccinate to Eliminate’

2.ইন্ডিয়ান এয়ার ফোর্সের Vice Chief হিসাবে নিযুক্ত হলেন এয়ার মার্শাল Harjit Singh Arora

3.Tamil Nadu Cricket Association-এর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন Rupa Gurunath

4.ভোপাল মেট্রো রেলের নাম পরিবর্তন করে রাজা ভোজের নামে করার ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ

5.ভারতে ইলিশ রপ্তানীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ সরকার

6.আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের মহিলা উইকেট কিপার Sarah Taylor

7.ব্যবসায়িক সমঝোতা বৃদ্ধির জন্য থাইল্যান্ডের সঙ্গে ২৪০০ কোটি টাকার যুক্তি স্বাক্ষর করলো ভারত

8.‘National Tourism Awards 2017-18’-এ সবথেকে সম্মানজনক পুরস্কার পেলো অন্ধ্রপ্রদেশ রাজ্য

9.India’s valuable Brand তালিকায় শীর্ষস্থানে বহাল থাকলো HDFC Bank এবং দ্বিতীয় স্থানে LIC

10.তিন তালাকের শিকার মহিলাদের বার্ষিক ৬০০০ টাকা সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
28 September bengali Current Affairs 28 September bengali Current Affairs Reviewed by study school on September 28, 2019 Rating: 5
Powered by Blogger.