Latest GDS Update (গ্রামীণ ডাক সেবক নিয়ােগের ওপর থাকা সমস্ত কেস ঝামেলার ইতি)

________________

সুখবর!! কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গ্রামীণ ডাক সেবক নিয়ােগের ওপর থাকা সমস্ত কেস ঝামেলার ইতি!!

আজকে অর্থাৎ ১০/০৭/২০১৯ তারিখে জিডিএসের ওপর থাকা তিনটি কেস (MAT 668,669,670)-এর শুনানি ছিল প্রায় ২ঘন্টা ধরে হেয়ারিং হবার পর মহামান্য আদালত ডিপার্টমেন্ট অব পােস্টকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দেওয়া অন্তর্বর্তীকালীন রায় (Interim Verdict) মেনে নেবার আদেশ দেয় অন্তর্বর্তীকালীন রায় অনুযায়ী, 



যেসব মাদ্রাসা শিক্ষার্থীরা অফলাইনে আবেদন করেছে, তাদের আবেদনগুলিকে মেনে নিয়ে তাদের নিয়ােগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে' ডিওপি এই দাবী মেনে নিয়েছে। এছাড়াও মহামান্য হাইকোর্ট অতিসত্বর মেধাতালিকা প্রকাশের জন্য পরামর্শ দিয়েছেন৷

ডিপার্টমেন্ট অব পােস্ট থেকে আমাদের আগেই জানানাে হয়েছিল যে, কেস মেটার পর অতিসত্বর মেধাতালিকা প্রস্তুত করার প্রক্রিয়া শুরু হবে তাই অনুমান করা যায় যে, মাসখানেকের মধ্যে মেধাতালিকা প্রকাশ করে দেওয়া হবে ডাকবিভাগের পক্ষ থেকে। (খবরটি সংগ্রহ করা হয়েছে পত্রিকা থেকে প্রণাম নিচে)

Latest GDS Update (গ্রামীণ ডাক সেবক নিয়ােগের ওপর থাকা সমস্ত কেস ঝামেলার ইতি) Latest GDS Update (গ্রামীণ ডাক সেবক নিয়ােগের ওপর থাকা সমস্ত কেস ঝামেলার ইতি) Reviewed by study school on July 11, 2019 Rating: 5
Powered by Blogger.