ICC Cricket World cup 2019 summery

2019 সালের ICC Cricket World cup অনুষ্ঠিত হয়  ইংল্যান্ড ও ওয়েলসে

2023 সালের ICC cricket World cup অনুষ্ঠিত হবে ভারতে

2019 সালের ICC cricket World cup দ্বাদশতম

2015 সালের ICC cricket World cup অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

এটি অনুষ্ঠিত হয় 30 মে থেকে 14 জুলাই

এই বিশ্বকাপে ম্যান অব দ্যা সিরিজ হলেন – কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)

এই বিশ্বকাপে ম্যান অব দ্যা সিরিজ হলেন – কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)

2019 সালের ICC cricket World cup জয়লাভ করলো - ইংল্যান্ড

2019 সালের ICC cricket World cup এর দ্বিতীয় স্থানাধিকারী দল - নিউজিল্যান্ড

2019 সালের ICC cricket World cup ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হলেন – বেন স্টোক (ইংল্যান্ড)

2019 সালের ICC cricket World cup এ মোট দশটি জাতীয় দল অংশগ্রহণ করে ।

2019 সালের ICC cricket World cup এ মোট 48 টি ম্যাচ খেলা হয়

2019 সালের ICC cricket World cup এর প্রথম ম্যাচটি খেলা হয় ইংল্যান্ডের ওভালে

2019 সালের ICC cricket World cup এর শেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল খেলা হয় ইংল্যান্ডের 

2019 সালের ICC cricket World cup এ 10 টি টিম প্রত্যেক জন প্রত্যেক জনের সঙ্গে খেলবে এই প্রথমবার

1992 সালে পাকিস্তান ও 1996 সালে শ্রীলঙ্কা ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল 

2019 সালের ICC cricket World cup এ রোহিত শর্মা সবচেয়ে বেশি শতরান করেন মোট পাঁচটি (এই প্রথম কোন খেলোয়াড়  একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরান করলেন ) এর আগে এই রেকর্ড শ্রীলঙ্কার খেলোয়াড় কুমার সাঙ্গাকারা মোট চারটি শতরান করেন 2015 সালের বিশ্বকাপে

সব বিশ্বকাপ মিলিয়ে সবচেয়ে বেশি শতরান করেছেন রোহিত শর্মা ও শচীন টেন্ডুলকার মোট ছয়টি

2019 সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে একটি ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারেন ইংল্যান্ডের ক্যাপ্টেন ইয়ান মরগান

2019 সালের ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের টেন্ট বোল্ট দ্বিতীয় তম বোলার হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন

এই প্রথম ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল সুপার ওভার হল । সুপার ওভারে ম্যাচ টাই হলে সুপার ওভার ও 50 ওভার মিলিয়ে যে দল বেশি চার মারে সেই দল জয়লাভ করবে আইসিসির নিয়ম অনুযায়ী , 2019 সালের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড 50 ওভার ও সুপার ওভার মিলিয়ে নিউজিল্যান্ড এর চেয়ে বেশি চার মারার জন্য বিশ্বকাপ খেতাব অর্জন করল ।

The official World cup song (2019 সালে) stand by পারফরম্যান্স করেছিল LORYN এবং RUDIMETAL

2019 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে বিজয়ী দল - $ 4,000,000 টাকা পাবেন

2019 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে পরাজিত দল -$ 2,000,000 টাকা পাবেন

2019 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে পরাজিত দুটি দল $ 800,000 টাকা করে পাবে

এই নিয়ে মোট পঞ্চম বার ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের জো রুট পাকিস্তানের বিরুদ্ধে প্রথম শতরান করেন

এই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পান অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক মোট 27 টি উইকেট

এই বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরান করেন রোহিত শর্মা মোট পাঁচটি

এই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেন রোহিত শর্মা মোট রান 648

এই বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন ভারতীয় বোলার মহম্মদ সামি আফগানিস্তানের বিরুদ্ধে।

এই বিশ্বকাপের সবচেয়ে oldest player – দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (বয়স 40 বছর)

এই বিশ্বকাপে সবচেয়ে youngest player – আফগানিস্তানে মুজিবুর রহমান (বয়স 18 বছর)

ভারতের একমাত্র সুন্দরম রভি আম্পায়ার হিসেবে এই বিশ্বকাপে অংশগ্রহণ করেছে

2019 সালে ক্রিকেট বিশ্বকাপে 27 বছর পর ইংল্যান্ড আবার ফাইনালে ওঠেন ।

2019 সালের ক্রিকেট বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে সবচেয়ে বেশি রান করেন বাংলাদেশের শাকিব আল হাসান(606 রান)

সম্প্রতি শ্রীলঙ্কান ক্রিকেট খেলোয়াড় ল্যাসিথ মালিঙ্গা ও পাকিস্তানের ক্রিকেট খেলোয়াড় শোয়েব মালিক অবসর নিলেন

2019 সালের ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম 50 রান করেন ইংল্যান্ডের অ্যালেক্স কারী

2019 সালের ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম 100 রান করেন ইংল্যান্ডের ইয়ান মর্গান

2019 সালের ক্রিকেট বিশ্বকাপে ওয়ালশের সোফিয়া গার্ডেনে নামে স্টেডিয়ামে শুধুমাত্র বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে

ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

লর্ডস ক্রিকেট গ্রাউন্ড কে ক্রিকেটের মক্কা বলা হয়

2015 সালের ICC cricket World cup এ  14 টি দল অংশগ্রহণ করেছিল

1996 সালের পর 1999 সালে প্রথমবার তিন বছর পর বিশ্বকাপ অনুষ্ঠিত হয়

1975 সালে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় ।

1975 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ জয় লাভ করেছিল ।

1979 সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ জয় লাভ করে

1975 সালের ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্যাপ্টেন ছিল ক্লাইভ লয়েড 

বিশ্বকাপে সর্বাধিক উইকেট নিয়েছে – অস্ট্রেলিয়ার খেলোয়াড় গ্লেন ম্যাকগ্রা (71)

বিশ্বকাপে সর্বাধিক রান করেছে – ভারতের শচীন টেন্ডুলকার (2278 রান) মোট 6 টি বিশ্বকাপ খেলেছেন (1992, 1996, 1999, 2003, 2007ও 2011)

ইংল্যান্ডের মার্টিন গাপটিল সর্বাধিক ব্যক্তিগত রান (237 রান) করেছে ওয়েস্ট ইন্ডিজ এর    বিরুদ্ধে 2015 সালের বিশ্বকাপে

1987 সালে ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের খেলোয়াড় চেতন শর্মা প্রথম হ্যাটট্রিক করেন ।

ভারতের ক্রিকেট টিমের প্রথম ক্যাপ্টেন – সি কে নাইডু

প্রথম ওয়ানডে ম্যাচ 1971 সালে খেলা হয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে এতে অস্ট্রেলিয়া জয় লাভ করে

ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড় ক্রিস গেইল প্রথম দ্বিশতরান করেন । (2015 সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে)

2015 সালের বিশ্বকাপ জয় লাভ করেছিল অস্ট্রেলিয়া ।

অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কে হারিয়ে এই খেতাব অর্জন করে ।

ভারত বিশ্বকাপ জেতে দুবার 1983 ও 2011 সালে

অস্ট্রেলিয়া মোট পাঁচবার বিশ্বকাপ জেতে 2015, 2007, 2003, 1999, 1987 সালে

এর আগে 1999 সালের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ টাই হয়েছিল । ওই ম্যাচে অস্ট্রেলিয়া জয় লাভ করেছিল ।

2015 সালের ক্রিকেট বিশ্বকাপে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক

1983 সালের  ভারত প্রথম বিশ্বকাপ জয় লাভ করেন এটি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের লর্ডসে ও ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এই খেতাব অর্জন করে

2011 সালের ক্রিকেট বিশ্বকাপে ভারত শ্রীলংকাকে হারিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপ খেতাব অর্জন করে। খেলাটি হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে

2011 সালের ক্রিকেট বিশ্বকাপে ম্যান অব দ্যা সিরিজ হয়েছিল যুবরাজ সিং । সম্প্রতি তিনি সব ধরনের খেলা থেকে অবসর গ্রহণ করেন

ICC - INTERNATIONAL CRICKET COUNCIL

ICC চেয়ারম্যান - শশাঙ্ক মনোহর

ICC এর CEO – মনু সাহানী

ICC স্থাপিত হয় – 15 জুন 1909 সালে

ICC এর মুখ্যালায় – দুবাই ,ইউনাইটেড আরব আমিরশাহী

ICC full form – International cricket council

ICC পূর্বের নাম ছিল – imperial cricket conference

BCCI-BOARD OF CONTROL FOR CRICKET IN INDIA

BCCI এর চেয়ারম্যান – সি কে খান্না

BCCI এর সম্পূর্ণ নাম – Board of control for cricket in India

BCCI স্থাপিত হয় – 1928 সালে

BCCI এর CEO – রাহুল জোহরি

BCCI এর মুখ্যালয় - মুম্বাই

ভারতের ক্রিকেট দলের কোচ – রবি শাস্ত্রী

ভারতের ক্রিকেট দলের ব্যাটিং কোচ – সঞ্জয় বাঙ্গার

ভারতের ক্রিকেট দলের ফিল্ডিং কোচ- রামাকৃষ্ণা শ্রীধর

ভারতের ক্রিকেট দলের বোলিং কোচ -  ভারত অরুণ

পাকিস্তানের  ক্যাপ্টেন – সরফরাজ আহমেদ

ইংল্যান্ডের ক্যাপ্টেন – ইয়ন মরগান

নিউজিল্যান্ডের  ক্যাপ্টেন – কেন উইলিয়ামসন

ওয়েস্ট ইন্ডিজের  ক্যাপ্টেন – জেসন হোল্ডার

অস্ট্রেলিয়ার  ক্যাপ্টেন – অ্যারন ফিঞ্চ

শ্রীলংকার  ক্যাপ্টেন – দ্বীমুথ করুনারত্নে

আফগানিস্তানের  ক্যাপ্টেন – গুলাবাদিন নাইব (সম্প্রতি হয়েছেন রশিদ খান )
ICC Cricket World cup 2019 summery ICC Cricket World cup 2019 summery Reviewed by study school on July 18, 2019 Rating: 5
Powered by Blogger.