Bengali Current affairs 6 June 2019

1.উড়িষ্যার চাঁদিপুরে  ‘Brahmos’-নামে সুপার সোনিক মিশাইল সফলভাবে টেস্ট ফায়ার করলো ভারত

2.'Cyclone Man' নামে পরিচিত মৃত্যুঞ্জয় মহাপত্র India Meteorological Department (IMD)-এর প্রধান হিসাবে নিযুক্ত হলেন

3.বিশ্ব পরিবেশ দিবসে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত 'Corals and Crabs' শিরোনামে একটি প্রকাশ করলেন

4.স্বাস্থ্যসেবা সংস্কারের জন্য বিশ্ব ব্যাঙ্কের কাছ থেকে ২৮৭ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পাচ্ছে তামিলনাড়ু সরকার

5.ভারত বংশোদ্ভূত প্রথম মহিলা হিসাবে US House-এ সভাপতিত্ব করছেন Pramila Jayapal

6.Forbes magazine অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী মহিলা সঙ্গীত শিল্পী হলেন ফ্রান্সের Rihanna, তাঁর সম্পত্তির পরিমান প্রায় ৬০০ মিলিয়ন ডলার

7.ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস ঈদের দিন “হজ হাউস”-এর উদ্বোধন করলেন, যেখানে একসঙ্গে ১০০০ জন মানুষ নামাজ পড়তে পারবে এবং এটির জন্য ব্যয় হয়েছে ৫০ কোটি টাকা

8.FIFA-র প্রেসিডেন্ট হিসাবে পুনর্নির্বাচিত হলেন Gianni Infantino

9.উত্তরাখন্ডের অর্থমন্ত্রী প্রকাশ পান্ত মারা গেলেন

10.৪৭৯তম মহারানা প্রতাপ জয়ন্তী পালন করা হলো ৬ই জুন ২০১৯
Bengali Current affairs 6 June 2019 Bengali Current affairs 6 June 2019 Reviewed by study school on June 07, 2019 Rating: 5
Powered by Blogger.