8 June Bengali Current Affairs

1. World Food Safety Day পালন করা হয় ৭ই জুন; এবারের থিম ছিল 'Food Safety, Everyone’s Business'

2. Traffic Index 2018-এ মুম্বাইয়ের স্থান প্রথম এবং দিল্লির স্থান চতুর্থ

3. ডিজিটাল পেমেন্ট-এর সম্প্রসারণের জন্য RTGS এবং NEFT Transaction-এ চার্জ নেওয়া বন্ধ করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক

4. United Nations General Assembly (UNGA)-এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন Tijjani Muhammad-Bande

5. ঝারখন্ড হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন প্রশান্ত কুমার

6. বার্ষিক মাছ উৎপাদনের দিক থেকে প্রথম গুজরাট ,যার উৎপাদনের পরিমান বার্ষিক ৭.৮ লক্ষ টন

7. দিল্লি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন Dhirubhai Naranbhai Patel

8. 2019 FIFA Women's World Cup শুরু হলো ফ্রান্সে এবং এটি চলবে ৭ই জুলাই পর্যন্ত ফ্রান্সের ৯টি শহরে

9. ছয় বার গ্র্যামী পুরস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী Dr John মারা গেলেন ৭৭ বছর বয়সে

10. NITI Aayog-এর Vice Chairman হিসাবে পুনরায় নিযুক্ত হলেন রাজীব কুমার
8 June Bengali Current Affairs 8 June Bengali Current Affairs Reviewed by study school on June 08, 2019 Rating: 5
Powered by Blogger.