31 মে দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স

31 মে  দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স

1.গুজরাট ট্রাফিক পুলিশ ওভারস্পিডিং বন্ধ করার জন্য লেজার বন্দুক ব্যবহার করবে

2.ভারতের শেষ Binny-নামের বনমানুষটি মারা গেল ,যেটি উড়িষ্যার নন্দনকানন জুলজিক্যাল পার্কে ছিল

3.আমেরিকার প্রাক্তন বাস্কেটবল খেলোয়ার Lamar Odom লঞ্চ করলেন 'Darkness to light' শিরোনামে একটি বই

4.মধ্যপ্রদেশের ইন্দোর শহরের Devi Ahilya Bai Holkar Airportটি আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি পেলো

5.মিলিটারি ট্রাইব্যুনাল করমবীর সিংকে নতুন নৌবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব নিতে অনুমতি দিল

6.স্পেস টেকনোলজি স্থাপনের জন্য ISRO-এর সঙ্গে MoU স্বাক্ষর করলো IIT Guwahati

7.ঈদ,রমজানের সঠিক তারিখ পাওয়ার জন্য প্রথম Moon-Sighting ওয়েবসাইট লঞ্চ করলো পাকিস্তান

8.কোমোরোসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন অভয় কুমার

9.ভারতের ‘T-Series’ হলো প্রথম ইউটিউব চ্যানেল যার ১০০ মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হলো

10.World No-Tobacco Day পালন করা হয় ৩১শে মে; এবারের থিম ছিল tobacco and lung health.”



29 মে  দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স

1. কারেন্সী মনিটরিং লিষ্ট থেকে ভারত এবং সুইজারল্যান্ডকে বাদ দিল আমেরিকা যুক্তরাষ্ট্র

2.১৭তম লোকসভায় মোট ৭৮জন মহিলা MP নির্বাচিত হয়ে নজির গড়লো

3.কেরালা থেকে ফল ও শাকসবজি রপ্তানীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব

4.Walmart কোম্পানীর Chief Technology Officer হিসাবে নিযুক্ত হলেন সুরেশ কুমার

5.মালেশিয়া সরকার আমদানীকৃত একশো টন প্লাস্টিক বর্জ্য রপ্তানীকৃত দেশ গুলিতে ফেরত পাঠাবে

6.মালাবীর রাষ্ট্রপতি Peter Mutharika দ্বিতীয়বার পুনর্নিবাচিত হলেন

7.মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাঙ্গমা ঔষুধী গাছ চাষকে বৃদ্ধি করতে "Aroma Mission" নামে প্রকল্প লঞ্চ করলেন,যার ব্যয় ১৮ কোটি টাকা

8.পশ্চিমবঙ্গের হোম সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়

9.তেলেঙ্গানার হায়দ্রাবাদে ভারতের প্রথম Blockchain সিস্টেম চালু করা হবে

10.2019 World Architecture News Awards-এর তালিকায় প্রবেশ করলো
Statue of Unity

28 মে  দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স

1.দ্বিতীয়বার অরুনাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন Pema Khandu

2.2019 ISSF World Cup-এ মহিলাদের ২৫ মিটার পিস্তল বিভাগে সোনা জিতলেন Rahi Sarnobat এবং পুরুষদের ১০ মিটার পিস্তল বিভাগে সোনা জিতলেন সৌরভ চৌধুরী

3.ভারতের চেন্নাইয়েতে প্রথম ‘ Tree Ambulance’ লঞ্চ করা হলো Dr. K .Abdul Ghani-এর উদ্যোগে,যিনি ‘Green Man of India’ হিসাবে পরিচিত

4.মালদ্বীপের প্রাক্তন নেতা মোহাম্মদ নাশিদ মালদ্বীপের আইনসভার স্পিকার হিসাবে নিযুক্ত হলেন

5.UNESCO World Heritage Sites-এর সম্ভাব্য তালিকায় স্থান পেলো মধ্যপ্রদেশের Orchha town

6.পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী Peter O’Neill পদত্যাগ করলেন

7.‘In Our Mad and Furious City’-শিরোনামে বইটির জন্য Dylan Thomas prize জিতলেন ৩৫ বছর বয়সী ব্রিটিশ-শ্রীলংকান লেখক Guy Gunaratne

8.নোবেলজয়ী পদার্থবিদ Gell-Man মারা গেলেন ৮৯ বছর বয়সে

9.Akash missile-এর নতুন সংস্করণের টেস্ট ফায়ার সফলভাবে সম্পাদন করলো DRDO

10.স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারের জন্মদিন পালিত হয় ২৮শে মে

27 মে  দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স

1.দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ৩০শে মে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী

2.২৭শে মে ২০১৯ জওহরলাল নেহেরুর ৫৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করলো রাষ্ট্র

3.সিকিমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন প্রেম সিং তামাং ,যিনি P.S. Golay নামে বেশি পরিচিত

4.ISSF World Cup-এ ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতলেন অপুর্ভী চান্দেলা

5.২০২০ সালের প্রথমদিকে “GlobalCoin”-নামে ডিজিটাল কারেন্সী লঞ্চ করবে ফেসবুক

6.সন্ত্রাসবাদের ওপর অতিরিক্ত নজরদারি শুরু করলো শ্রীলংকান নেভি

7.‘UNSDG 10 Most Influential People in Healthcare Award’ পেলেন পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আচার্য্য বালকৃষ্ণ

8.দিল্লি হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন  D.N. Patel

9.জাপানকে হারিয়ে 2019 Sudirman Cup জিতলো চীন

10.উড়িষ্যার প্রথম মহিলা পর্বতারোহী হিসাবে মাউন্ট এভারেস্ট উঠতে গিয়ে মারা গেলেন কল্পনা দাশ


26 মে  দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স

1.সুপ্রিমকোর্টে বিচারপতি হিসাবে নতুন চারজন শপথ গ্রহণ করলেন ,তারা হলেন অনিরুদ্ধ বোস, এ. এস বোপান্না,ভূষণ রামকৃষ্ণ গাভাই এবং সূর্য্য কান্ত

2.৬০টি ইন্টারনেট স্যাটেলাইট লঞ্চ করলো SpaceX

3.ভারতে স্মার্টফোন বিক্রি বন্ধ করতে চলেছে Sony

4.ফেইসবুকের অধীনস্ত প্লাটফর্ম Whatsaap-এর Status অপসনে বিজ্ঞাপন সরবরাহ শুরু করবে ২০২০ সালে

5.বিশ্বের দ্বিতীয় ফোন নির্মাতা কোম্পানী Huawei-এর ফোনের উপর কিছু Android Updates ব্যান করলো Google

6.Board of Control for Cricket in India (BCCI)-এর নির্বাচন অনুষ্ঠিত হবে ২২শে অক্টোবর

7.Khadim India Ltd-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন দিনেশ কার্তিক

8.উড়িষ্যার সবথেকে কম বয়সী আদিবাসী নারী সাংসদ হবেন চন্দ্রমুনি মুর্মু, যার বয়স ২৫ বছর

9.দুর্নীতির জন্য কেনিয়ার অলিম্পিক কোচ Michael Rotich-কে ১০ বছরের জন্য ব্যান করা হলো


10.India Open Boxing Tournament-এ ৫১ কেজি বিভাগে সোনা জিতলেন মেরী কম

24 মে  দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স
   1.Railway Track Electrification-এর জন্য ভারতকে ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক

2.ব্রিটিশ প্রধানমন্ত্রী Theresa May পদত্যাগের ঘোষণা করলেন

3.অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন Jagan Mohan Reddy

4.OECD Report অনুযায়ী ২০২০ সালে ভারতের অর্থনীতি ৭.৫% বৃদ্ধি পাবে

5.নারী স্বাস্থ্যে অবদান রাখার জন্য 'Global Asian of the Year 2018-19' অ্যাওয়ার্ড পেলেন বেঙ্গালুরুর চিকিৎসক হেমা দিভাকর

6.'German Chemistry Prize' পেলেন পুনের বিজ্ঞানী Dr. Ankur Patwardhan

7.Tech Mahindra, ভারতীয় নেভির সাথে ৩০০ কোটির Defence contract স্বাক্ষর করলো

8.মালেশিয়ার প্রাক্তন ফুটবল কিং সুলতান আহম্মেদ শাহ মারা গেলেন ৮৮ বছর বয়সে

9.International Commonwealth Day পালন করা হয় ২৪শে মে

10.চাইনিজ টেক কোম্পানি গুলির উপর মার্কিন নিষেধাজ্ঞা জারির পর অনলাইনে Huawei laptops বিক্রি বন্ধ করলো Microsoft

23 মে  দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স

1.বিশ্ব কচ্ছপ দিবস পালন করা হয় প্রতিবছর ২৩শে মে; এবারের থিম ছিল ‘Save Turtles’

2.2019 Kids Right Index-এ ভারতের স্থান ১১৭ তম এবং শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড

3.জাপানের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান 'Order of the Rising Sun' Award পাচ্ছেন ভারতের শ্যাম সরণ

4.লুধিয়ানাতে Manipur Police দলকে হারিয়ে প্রথমবার Indian Women's League Championship জিতলো Sethu FC

5.প্রথমবার পশ্চিম প্রশান্ত মহাসাগরে Naval Drills যৌথভাবে অনুষ্ঠিত করতে চলেছে যুক্তরাষ্ট্র,জাপান,দক্ষিন কোরিয়া এবং অস্ট্রেলিয়া

6.প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং ঐতিহাসিক Vijaya Mulay মারা গেলেন ৯৮ বছর বয়সে

7.আলজেরিয়া এবং আর্জেন্টিনাকে ম্যালেরিয়া মুক্ত অঞ্চল হিসাবে ঘোষণা করলো WHO

8.৮৫ তম জন্মবার্ষিকীতে  ‘Round the Mountain’ শিরোনামে বই প্রকাশ করলেন প্রখ্যাত লেখক Ruskin Bond

9.প্রথম ভারতীয় মহিলা পাইলট হিসাবে Combat Missions-এর জন্য যোগ্যতা অর্জন করলেন Bhawana Kanth

10.Liberal Party থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হলেন Scott Morrison

 বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স
♦ চীন ২০২৩ সালের এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেলো |

♦ ভারত সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়, নাউরু প্রজাতন্ত্রের পরবর্তী ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে শ্রীমতি পদ্মাজাকে নিয়োগের ঘোষণা করলো ।

♦ বিশ্ব টেলিকমিউনিকেশন ডে ১৯৬৯ সাল থেকে বার্ষিক ১৭ ই মে তারিখে পালিত হয়।

♦ ১৬ ই মে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মেধা ভিত্তিক অভিবাসন ব্যবস্থা ঘোষণা করলেন, যার মাধ্যমে শতাধিক ও সহস্রাধিক পেশাদার ও দক্ষ শ্রমিক সহ বিদেশীরা গ্রিন কার্ড বা স্থায়ী আইনি বাসস্থান পেতে সুবিধা পাবে ।

♦ বিশ্ব উচ্চ-মানসিক চাপ দিবস (WHD) 17 মে তারিখে পালন করা হলো । বিশ্ব হাইপারটেনশন লিগ (WHL) দ্বারা WHD মনোনীত ও প্রবর্তিত হয়েছিল।

♦ ভারত সম্প্রতি চরমপন্থা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং ইন্টারনেটকে নিরাপদ করে তুলতে ‘ক্রাইস্টচার্চ কল টু অ্যাকশন’ নামে একটি বড় বিশ্বব্যাপী উদ্যোগে যোগ দিলো ।

♦ উত্তরাখন্ডের গঙ্গা নদী অববাহিকাতে ১০,০০০ রুদ্রাক্ষের গাছ রোপনের উদ্দেশ্যে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG), INTACH (ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট এন্ড কালচারাল হেরিটেজ) এবং এইচসিএল ফাউন্ডেশনের মধ্যে একটি ট্রিপার্টাইট সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ।

♦ কেরালা আইন পরিষদ সম্প্রতি ই-বিধান নামে তার উচ্চাভিলাষী প্রকল্পের অধীনে সমস্ত রেকর্ড এবং কার্যধারাকে ডিজিটাল করার উদ্যোগ ঘোষণা করেছে যা রাষ্ট্রীয় আইনসভাকে সম্পূর্ণরূপে ডিজিটাল এবং কাগজহীন হতে সক্ষম করবে।

♦ “BSE StAR MF” বিএসইর মিউচুয়াল ফান্ড প্ল্যাটফর্ম যা বিতরণকারীকে তাদের ক্লায়েন্টদের পক্ষে মিউচুয়াল ফান্ড ইউনিট কেনার এবং রিডিম করতে সহায়তা করে।

♦ সিকিমের ৪৩ তম রাজ্য দিবস পালিত হলো। ১৬ ই মে, ১৯৭৫ সালে সিকিম আনুষ্ঠানিকভাবে ভারতের কেন্দ্রীয় রাজ্য হয়ে ওঠে এবং কাজী লেন্ডুপ দর্জী তার প্রথম মুখ্যমন্ত্রী হন।

♦ ১১৩ বছর পর ওড়িষ্যার পূর্বাঞ্চল থেকে একটি নতুন দ্রাক্ষালতা সাপ প্রজাতির দেখা মিললো ।

♦ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস এর ৪৬,০০০ এর বেশি গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ কর্মকর্তাদের জন্য অনলাইন লেখার উপর বার্ষিক পারফরম্যান্স মূল্যায়ন প্রতিবেদন (APAR) তৈরির উদ্দেশ্যে ভারত সরকার ‘SPARROW-CBIC’ প্রকল্প চালু করলো ।

♦ ক্লদ মনেটের ‘ম্যুলেস’ শিরোনামের একটি চিত্রাঙ্কন নিউ ইয়র্কের সোথবি নিলামে ১১০.৭ মিলিয়ন মার্কিন dolarer রেকর্ড দামে বিক্রি হলো ।
♦ ইউনিসেফের যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার অ্যান্ডি মারে, বাকিংহাম প্যালেসে টেনিস এবং দানশীলতা সংক্রান্ত পরিষেবার জন্য নাইটহুড উপাধি পান।
♦ সোনি এবং মাইক্রোসফ্ট কৃত্তিম বুদ্ধিমত্তার সমাধানগুলির পাশাপাশি গেমিং এবং কনটেন্ট স্ট্রীমিংয়ের সমর্থনে ভবিষ্যতে ক্লাউড প্লাটফর্ম সংক্রান্ত সমস্যাগুলি সমাধানের জন্য গাঁটছাড়া বাঁধলো।
♦ ৪৯ বছর বয়সী নেপালী শেরপা কামি রিতা ২৩ তম বারের জন্য মাউন্ট এভারেস্টে আরোহন করে নিজের বিশ্ব রেকর্ড ভেঙে ফেললেন।
20 মে  2018 দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স
1. মেঘালয় সরকার কৃষকদের জন্য কমিশন গঠনের অনুমোদন দিল

2. Himalaya MEN-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন বিরাট কোহলী ইবন রিসব পান্ত

3. New York Indian Film Festival-এ ‘Best Child Actor’-এর শিরোপা পেল মুম্বাইয়ের ১১ বছর বয়সী Sunny Pawar

4. ১৮ই মে থেকে ২৩শে মে পর্যন্ত স্প্যানিশ নৌবাহিনী জাহাজ  ‘Mendez Nunez’ মুম্বাই সফরে আসলো

5. 2nd India Open International Boxing Tournament শুরু হলো গুয়াহাটিতে

6. UK সরকার নতুন একটি সংশোধনী বিল পাশ করেছে যেখানে বলা হয়েছে শিখ ধর্মাম্বলম্বীরা শিখ ধর্মের প্রতীক হিসাবে একটি ক্ষুদ্র তলোয়ার(kirpans) নিজেদের সঙ্গে বহন করতে পারবে

7. Novak Djokovic-কে হারিয়ে Italian Open 2019 Men title জিতলেন Rafael Nadal এবং Women title জিতলেন Karolina Pliskova

8. বিদেশের বাজারে মশলা রপ্তানীতে প্রথম স্থান অর্জন করলো ভারতে কেরালা রাজ্য

9. Swimming Federation of India (SFI)-এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন আর. এন. জয়প্রকাশ

10. Nespresso Talents 2019 অ্যাওয়ার্ড জিতলো ভারতের শর্টফিল্ম “Seed Mother”

19 মে  2018 দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স
1.বিরাট কোহলী হলেন প্রথম ক্রিকেটার যার সোশ্যাল মিডিয়ায় ১০০ মিলিয়ন ফলোয়ার্স পূর্ণ হলো

2.2019 Sasakawa Award-এ সম্মানীত হলেন প্রমোদ কুমার মিশ্র

3.বাংলাদেশে ২.৭ লক্ষ রোহিঙ্গাকে পরিচয় পত্র প্রদান করলো জাতি সংঘ

4.ভারতে হোটেল কেনার জন্য তাজ হোটেল কোম্পানী এবং সিঙ্গাপুর ৪০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করলো

5.আগত বিশ্বকাপ ক্রিকেটের বিজেতা দল পাবে ৪ মিলিয়ন মার্কিন ডলার

6.দেশজুড়ে wi-fi পরিষেবা প্রসারিত করার জন্য Google-এর সঙ্গে পার্টনারশীপ গঠন করলো BSNL

7.অনলাইন উইকিপিডিয়ায় সমস্ত ভাষা সংস্করণ ব্লক করলো চীন

8.২০১৯ লোকসভা নির্বাচনের সপ্তম এবং শেষ দফা অনুষ্ঠিত হলো ১৯শে মে

9.২০১৯ বিশ্বকাপে পাকিস্তান দলে অন্তর্ভুক্ত হলেন মোহাম্মদ আমীর

10.“Tata Motors Service Connect” নামে অফিসিয়াল সার্ভিস অ্যাপ লঞ্চ করলো টাটা মোটরস


18 মে  2018 দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স

1.International Museum Day পালিত হয় ১৮ই মে; এবারের থিম ছিলো ‘Museums as Cultural Hubs: The future of tradition’

2.ভারতীয় নেভি MRSAM Missile সফলভাবে পরীক্ষা করলো

3.সৌদি আরবের সরকার প্রথমবার প্রবাসীদের স্থায়ী বাসস্থানের অনুমোদন দিল

4.টাইম ম্যাগাজিনের তরফ থেকে ‘’Next Generation Leaders’ 2019’’ শিরোপা পেলেন ভারতীয় ইউটিউবার অজয় নগর (Carry Minati)

5.‘Stand By’ নামে Cricket World Cup 2019-এর অফিসিয়াল গান রিলিজ করা হলো,যেটি গেয়েছেন LORYN; তাদের ব্যান্ডের নাম Rudimental

6.সাবেক তেলেগু অভিনেতা Rallapalli Venkata Narasimha Rao মারা গেলেন ৭৪ বছর বয়সে

7.World Cup 2019-এ কমেন্ট্রি প্যানেলে নিযুক্ত হলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এবং Sanjay Manjrekar
8.২টি Mi-24 হেলিকপ্টার আফগানিস্তানকে হস্তান্তর করলো ভারত

9.দীর্ঘ সময় ব্যাপী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পদে থাকা  Bob Hawke মারা গেলেন ৮৯ বছর বয়সে

10.‘E-Vidhan’ প্রকল্পের মাধ্যমে কেরালা বিধানসভা সমস্ত সরকারি নথীকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে

17মে  2018 দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স

1.World Telecommunication and Information Society Day হিসাবে পালিত হয় ১৭ই মে; এবারের থিম ছিল 'Bridging the Standardization Gap'.

2.এশিয়ার মধ্যে তাইওয়ান হলো প্রথম দেশ যেখানে সমকামী বিবাহকে আইনত স্বীকৃতি দেওয়া হলো

3.যুক্তরাষ্ট্রের পরবর্তী ডেপুটি এটর্নি জেনারেল হিসাবে নিশ্চিত হলেন Jeffrey Rosen

4.Ujjivan Small Finance Bank-এর পরবর্তী MD এবং CEO হিসাবে নিযুক্ত হলেন Nitin Chugh

5.ভবিষ্যতে গেমিং এবং কনটেন্ট স্ট্রিমিং প্লাটফর্মের জন্য Sony এবং Microsoft পার্টনারশীপ গঠন করলো

6.দীর্ঘ ১১৩ বছর পর উড়িষ্যাতে লাউডগা সাপের(vine snake) নতুন একটি প্রজাতি আবিষ্কৃত হলো

7.নাউরুতে ভারতের পরবর্তী হাই-কমিশনার হিসাবে নিযুক্ত হলেন শ্রীমতী পদ্মজা

8.ভারতের ৩৫% গ্রাফাইট রিজার্ভ-এর সন্ধান পাওয়া গেলো অরুনাচল প্রদেশে

9.দক্ষিন আফ্রিকার রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হলেন Cyril Ramaphosa

10.শিশুদের অধিকারকে প্রমোট করার জন্য অভিনেতা অনিল কাপুরকে সম্মানীত করবে Council of European Chambers of Commerce(CEUCC)


16 মে  2018 দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স

1.সিকিমের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয় প্রতিবছর ১৬ই মে

2.2023 Asian Cup Football Tournament হোস্ট করবে চীন

3.ভারতের লোকপালের ওয়েবসাইট www.lokpal.gov.in লঞ্চ করা হলো

4.নেপালী শেরপা Kami Rita এটা নিয়ে মোট ২৩ বার এভারেস্টের ৮৮৫০ মিটার শীর্ষে উঠে বিশ্ব রেকর্ড গড়লেন

5.মার্কিনযুক্তরাষ্ট্রের অ্যালাবামা সেনেট গর্ভপাত নিষিদ্ধ করতে একটি বিল পাশ করলো

6.বেঙ্গালুরুতে মিলিটারি স্পেস এজেন্সীর সদর দপ্তর স্থাপন করতে চলেছে ভারত

7.সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এ.কে.সিক্রি  News Broadcasting Standards Authority-এর চেয়ার পারসন হিসাবে নিযুক্ত হলেন

8.Bosnia & Herzegovina-তে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কুমার তুহিন

9.প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালে পুরো বিশ্বে শিশু মৃত্যুর হার সবথেকে বেশি ভারতে

10.মুম্বাইয়ের ২৩ বছর বয়সী ক্যাপ্টেন আরোহী পন্ডিত হলেন বিশ্বে প্রথম মহিলা যিনি এককভাবে Light Sports Aircraft (LSA) নিয়ে আটলান্টিক মহাসাগর অতিক্রম করলেন


14 মে  2018 দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স
♦ ভারতের উপরাষ্ট্রপতি এম. ভেঙ্কাইয়া নাইডু ৯ মে ২০১৯-এ চার দিনের সরকারী সফরে ভিয়েতনাম পাড়ি দিলেন।

♦ জাতিসংঘের মহাসচিব, আন্তোনিও গুয়েরেসস এবং অন্যান্য শীর্ষ জাতিসংঘ কর্মকর্তা ও শান্তিরক্ষী বাহিনীর সহকারী ৪৩ টি ভিন্ন ভিন্ন জাতির মধ্যে ১১৫ জন শান্তিরক্ষীকে দায়িত্ব পালন করা হয়। গ্লোবাল সংগঠনের সম্মানিত ব্যক্তিদের মধ্যে ছিলেন জিতেন্দ্র কুমার ও শিখা গর্গ নামে দুজন ভারতীয়।

♦ ২০২০ সালের ২য় মার্চ থেকে শুরু হওয়া পাঁচ বছরের মেয়াদে ভারত থেকে জগজিৎ পাভাদিয়া আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডে (আইএনসিবি) পুনরায় নির্বাচিত হলেন।

♦ ওয়ার্ল্ড রেড ক্রস ডে, যা ওয়ার্ল্ড রেড ক্রস বা রেড ক্রিসেন্ট ডে নামেও পরিচিত, বার্ষিক ৮ মে পালন করা হয়।

♦ ইরান ঘোষণা করেছে যে, বিশ্ব শক্তিগুলির সাথে স্বাক্ষরিত ২০১৫ সালের আন্তর্জাতিক পারমাণবিক চুক্তির অধীনে কয়েকটি প্রতিশ্রুতি তুলে নেবে, যা Joint Comprehensive Plan Of Action (JCPOA).নাম পরিচিত।

♦ পঞ্চম জাতিসংঘ বিশ্বব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহ ৬ মে থেকে ১২ মে ২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

♦ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে এটি স্থানীয় প্রতিকূল তালিকাগুলি, যা সাধারণভাবে ভারতীয় বংশোদ্ভূত লোকেদের ‘কালো তালিকা’ নামে পরিচিত এর সমাপ্তি ঘটাতে চলেছে।

♦ পথপ্রদর্শক ভারতীয় আইনজীবী Dr N. R. Madhava Menon মারা গেলেন।মৃর্ত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর |

♦ উড়িষ্যায় সাইক্লোন ফোনিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১।

♦ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গল্ফার টাইগার উডসকে Presidential Medal of Freedom দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করলেন।

♦ ৮ ই মে নির্বাচন কমিশন পশ্চিম ত্রিপুরা সংসদীয় নির্বাচনের ১৬৮ টি বুথগুলিতে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিলো ।

♦ উত্তরাখণ্ডে বিশ্ব বিখ্যাত ও বহু প্রতীক্ষিত চারধাম যাত্রা শুরু হল । অক্ষয়তৃতীয়া (তেজ নামেও পরিচিত, জৈন ও হিন্দুদের বার্ষিক বসন্তকালের উৎসব) উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য গঙ্গোত্রী ও যমুনোত্রী ধাম খুলে দেওয়া হলো ।


♦ কেন্দ্রীয় বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস (সিবিআইসি), অর্থ মন্ত্রণালয়ের অধীন কোচিতে (কেরলা) থেকে ২০১৯ সালের ৮ থেকে ১০ মে পর্যন্ত ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডাব্লুসিও) এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের কাস্টমস এডমিনিস্ট্রেশন আঞ্চলিক প্রধানদের একটি সভা আয়োজন করছে।

13 মে  2018 দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স

1.বিশ্বে দ্রুত গতি সম্পন্ন বুলেট ট্রেন পরীক্ষা করলো জাপান ,যার গতিবেগ ৪০০কিমি/ঘন্টা

2.মহারাষ্ট্রের নতুন Chief Secretary হিসাবে নিযুক্ত হলেন অজয় মেহতা

3.United Nations General Assembly-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন নাইজেরিয়ান প্রফেসর Tijjani Mohammad Bande

4.চেন্নাই সুপার কিং-কে ১ রানে হারিয়ে IPL 2019 জিতলো মুম্বাই ইন্ডিয়ানস টিম

5.পদ্মশ্রী পুরস্কার প্রাপক ভোজপুরী সঙ্গীতশিল্পী হীরালাল যাদব মারা গেলেন ৯৩ বছর বয়সে

6.McCain Institute Award জিতলেন আইপিএস অফিসার ছায়া শর্মা

7.2019 Madrid Open tennis tournament-এ men's singles title জিতলেন Novak Djokovic এবং women's singles title জিতলেন Kiki Bertens

8.ক্রোয়েশিয়ার Igor Stimac ভারতীয় ফুটবল দলের কোচ হিসাবে নিযুক্ত হলেন

9.৮ বছরে The Venice International Art Exhibition-এ প্রথম অংশগ্রহন করলো ভারত

10.মহিলা ODI ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লো পাকিস্তানের অফ-স্পিনার সানা মীর


12 মে  2018 দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স
1.আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় ১২ই মে,এবারের থিম ছিল "Nurses: A voice to lead - Health for All".

2.চাঁদে অবতরণের জন্য নতুন মহাকাশযান উন্মোচন করলেন Amazon-এর CEO জেফ বেজোস

3.UN Report অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না রয়েল বেঙ্গল টাইগার

4.২২শে মে ISRO লঞ্চ করবে RISAT-2B স্যাটেলাইট

5.বিশ্বে প্রথম ‘Criczone’-নামে মহিলা ক্রিকেট ম্যাগাজিন প্রকাশ করলো ভারত, এবং এটার কভার স্টোরিতে থাকছেন স্মৃতি মন্ধনা

6.কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন A. S. Oka

7.ইরিত্রিয়াতে(State of Eritrea)ভারতের রাষ্টদূত হিসাবে নিযুক্ত হলেন সুভাষ চাঁদ

8.বার্সেলোনার মিডফিল্ডার ফুটবলার Yaya Toure অবসর নিলেন

9.ITC-এর চেয়ারম্যান Yogesh Chander Deveshwar মারা গেলেন ৭২ বছর বয়সে

10.জাতিসংঘ 2020 Ocean Conference অনুষ্ঠিত করবে পোর্তুগালের লিসবনে

11 মে  2018 দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স
1.জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় প্রতিবছর ১১ই মে 

2.দ্বিতীয় দেশ হিসাবে জলবায়ুগত জরুরী অবস্থা ঘোষণা করলো আয়ারল্যান্ড

3.ভারতে প্রথম মার্চেন্টদের জন্য UPI Bahi Khata লঞ্চ করলো Bharatpe

4.তাপ অনুভুতি সক্ষম নতুন একটি সাপ প্রজাতির সন্ধান পাওয়া গেল অরুনাচল প্রদেশে

5.ব্রিটিশ খেলনা প্রস্তুতকারক কোম্পানী Hamleys-কে ৬২০ কোটি টাকা দিয়ে কিনে নেবে Reliance Industries

6.world’s 8th Best Airport-এর তকমা পেলো হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

7.বিশ্বে প্রথম ৬৪ মেগাপিক্সেলের হাই-রিজোলিউশন ইমেজ সেন্সর লঞ্চ করলো Samsung কোম্পানী

8.1st Apache Helicopter আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলো ইন্ডিয়ান এয়ার ফোর্সের হাতে

9.রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে D.Litt Degree পেলেন লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়


10.সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী মহারাষ্ট্রে PG Medical Courses-এর ক্ষেত্রে মারাঠা সম্প্রদায়ের জন্য কোনো সংরক্ষণ থাকবে না

10 মে  2018 দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স
1.২০১৯ সালটিকে ভারতীয় সেনা ‘Year of next of kin’ হিসাবে স্মরণ করবে

2.ফেইসবুক WhatsApp Payments-এর কেন্দ্র হিসাবে লন্ডনকে বেছে নিল

3.5th United Nations Global Road Safety Week পালন করা হচ্ছে ৬ই মে থেকে ১২ই মে ২০১৯

4.২০১৯ বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট টিমকে স্পনসর করবে Amul কোম্পানী

5.ভারতে প্রথম Apple retail store স্থাপিত হবে মুম্বাইয়ে

6.অনুসরণকারীর(Followers) বিচারে বারাক ওবামার পরে বিশ্বে সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় রাজনীতিবিদ হলেন নরেন্দ্রমোদী

7.Commonwealth Secretariat Arbitral Tribunal-এর সদস্য হিসাবে নিযুক্ত হলেন প্রাক্তন সুপ্রিমকোর্টের
বিচারপতি KS Radhakrishnan

8.চিনে লঙ্কা জাতীয় খাবার রপ্তানীর জন্য চিনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করলো ভারত

9.নিরাপদ ভাবে ভোট গ্রহনের জন্য মাইক্রোসফট কোম্পানী লঞ্চ করলো “ElectionGuard”-নামে একটি সফটওয়্যার

10.বিখ্যাত শিখ ঐতিহাসিক Kirpal Singh মারা গেলেন ৯৫ বছর বয়সে
9 মে  2018 দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স

♦ মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রণালয়ের আদেশ অনুসারে, কর্ণাটক সরকার ছাত্র-ছাত্রীদের স্কুলব্যাগের ওজন কমানোর সরকার নির্দেশিকা জারি করেছে।

♦ The Green Rating for Integrated Habitat Assessment (GRIHA) কাউন্সিল সারা ভারতে বিদ্যমান স্কুলগুলির পরিবেশগত কর্মক্ষমতা মূল্যায়নের জন্য “গৃহ” রেটিং টুল চালু করেছে।

♦ দিল্লি হাই কোর্টের পাইলট প্রকল্প হিসেবে “জিরো পেনডেন্সি কোর্ট প্রকল্প” চালু হলো । যার অধীনে কোর্ট কেস গুলিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে |

♦ দেশে বিদ্যুৎ ও হাইব্রিড যানবাহন চালুর উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার ফেম II প্রকল্প চালু করলো।

♦ সর্বশেষ বন্দী সাদা বাঘ বাজিরাও সম্প্রতি মুম্বাইয়ের বোরিভেলিতে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানে মারা গেলো । তার বয়স হয়েছিল 18 বছর এবং বয়সের কারণে বাঘটি মারা গেলো।

♦ ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া লিমিটেড গত ৩ রা মে IT কোম্পানি আইবিএমের সাথে পাঁচ বছরের মাল্টি মিলিয়ন ডলার আইটি আউটসোর্সিং চুক্তি করলো ।

♦ রাজা মহা ওয়াজিরাঙ্গংকারকে থাইল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত করা হলো ।

♦ ‘পাকিস্তান জাতীয় ক্রিকেট দল’ এর প্রাক্তন অধিনায়ক শহিদ আফ্রিদি ‘গেম চেঞ্জার’ নামে তাঁর আত্মজীবনী লিখেছেন যাতে তার সম্পর্কে অনেক চিন্তিত প্রশ্নের উত্তর প্রকাশ করবেন ।

♦ একটি জাপানি মহাকাশচারী প্রারম্ভ ইন্টারস্টেলার প্রযুক্তি ইনকর্পোরেটেড সফলভাবে প্রথম ব্যক্তিগতভাবে উন্নত রকেট ‘Momo-3’ মহাকাশে প্রেরণ করলো ।

♦ ফ্লিপকার্টের মালিকানাধীন ফ্যাশান ই-কমার্স সংস্থা মিন্ত্রা বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে তার প্রথম অফিসিয়াল ব্র্যান্ড এম্বাসেডার হিসেবে নিযুক্ত করলো ।


♦ ৫ মে তারিখে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ১০ মে থেকে ২০০ বিলিয়ন ডলারের চীনা পণ্যের উপর ২৫% পর্যন্ত আমদানি শুল্ক বৃদ্ধি করবে।

8 মে  2018 দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স

1.World Red Cross Day পালন করা হয় ৮ই মে ,এবারের থিম ছিল #Love

2.ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সাথে অর্থকমিশনের ১৫তম মিটিং অনুষ্ঠিত হলো মুম্বাইয়ে

3.International Narcotics Control Board-এ পুনর্নির্বাচিত হলেন ভারতের Jagjit Pavadia

4.পোল্যান্ডে অনুষ্ঠিত 36th Feliks Stamm International Boxing-এ ভারতীয় বক্সাররা মোট ৬টি পদক জিতেছে,যারমধ্যে ২টি সোনার, ১টি রুপোর এবং ৩টি ব্রোঞ্জের

5.কেরালার রাজ্য উভচর প্রাণী হিসাবে নামাঙ্কিত হবে Purple Frog

6.পানামার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন Laurentino Cortizo

7.বিশ্বব্যাপী নারী ফুটবলকে প্রমোট করার জন্য দুটি নতুন পুরস্কার বিভাগ ঘোষণা করেছে FIFA

8.বঙ্গবন্ধু মুজিবর রহমানের জীবনীর উপর একটি ডকুমেন্টারি সিনেমা যৌথভাবে বানাতে চলেছে ভারত ও বাংলাদেশ এবং এটি পরিচালনা করবেন শ্যাম বেনেগাল

9.ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান Seymour Nurse মারা গেলেন ৮৫ বছর বয়সে

10.মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পেরকাছ থেকে  Presidential Medal of Freedom পেলেন Tiger Woods
31 মে দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স 31 মে  দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স Reviewed by study school on June 01, 2019 Rating: 5
Powered by Blogger.