14th June Bengali Current Affairs

1. বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় ১৪ই জুন; এবারের থিম ছিল “Blood connect us all” এবং শ্লোগান ছিল ‘Safe Blood For All’

2. বিশ্বে প্রথম মাউন্ট এভারেস্টের চূড়ায় Weather Stations স্থাপন করলেন ত্রিভুবন ইউনিভার্সিটির এবং National Geographic Society-এর বিজ্ঞানীরা

3. ২০১৯ দক্ষিন কোরিয়ার চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য ভারতীয় ৪টি সিনেমা মনোনীত হয়েছে,সেগুলি হল-Gully Boy, Andhadhun , Manikarnika এবং Super Deluxe(তামিল)

4. ভারত তার প্রথম সৌর মিশন Aditya-L1 লঞ্চ করবে ২০২০ সালে

5. Indian Film Festival Melbourne-এ প্রধান অথিতি হিসাবে আমন্ত্রিত বলিযুড বাদশা শাহরুখ খান

6. উপরাষ্ট্রপতি ভেন্খাইয়া নাইডুর সেক্রেটারী হিসাবে পুনর্নিযুক্ত হলেন I. V. Subba Rao

7. Mary Meeker’s Internet Trends 2019 Report অনুযায়ী গোটা বিশ্বের মোট ১২% ইন্টারনেট ব্যবহারকারী হলো ভারতের

8. International Association Of Athletics Federations (IAAF)-এর নাম পরিবর্তন করে রাখা হবে World Athletics

9. এবার সমকামী বিবাহের অনুমোদন করলো ইকুয়েডর

10. অন্ধ্রপ্রদেশ বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন Tammineni Sitaram
14th June Bengali Current Affairs 14th June Bengali Current Affairs Reviewed by study school on June 15, 2019 Rating: 5
Powered by Blogger.