13th June Bengali Current Affairs

1. প্রথম ইংরেজি লেখক হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন অমিতাভ ঘোষ

2. UNICEF-এর দ্বারা Danny Kaye Humanitarian Award-এ সম্মানীত হবেন প্রিয়াঙ্কা চোপড়া

3. Top-Paid Athletes-এর তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে ১০০তম স্থান পেয়েছেন বিরাট কোহলি,যার আনুমানিক বার্ষিক ইনকাম ২৫ মিলিয়ন ডলার

4. ব্যাডমিন্টন ষ্টার  Lee Chong Wei অবসরের ঘোষণা করলেন

5. Jawaharlal Nehru University (JNU), অর্থমন্ত্রী নির্মলা সিথারামন এবং পররাষ্ট্রমন্ত্রী  Dr S Jaishankar-কে 'Distinguished Alumni Award'-এ সম্মানিত করতে চলেছে

6. জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের সময় সীমা বাড়ানোর অনুমোদন করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা

7. কর্ণাটকের Amasebailu হলো ১০০% সৌর বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাম

8. ‘চন্দ্রযান-২’ লঞ্চ করা হবে ১৫ই জুলাই রাত ২টো বেজে ৫১ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার Satish Dhawan Space Centre থেকে

9. রাজ্য সভার নেতা হিসাবে নিযুক্ত হলেন Thawarchand Gehlot

10. Global Peace Index-এ ভারতের স্থান ১৪১ তম
13th June Bengali Current Affairs 13th June Bengali Current Affairs Reviewed by study school on June 14, 2019 Rating: 5
Powered by Blogger.