Loksabha Election 2019 Fact (লোকসভা নির্বাচন ২০১৯ কিছু চমৎকার তথ্য )

#Loksabha_Election_2019

সপ্তদশ লোকসভা নির্বাচন ২০১৯ -এর ফলাফল থেকে উঠে আসা কিছু চমৎকার তথ্য।

১. দেশের ৭৮ জন মহিলা এমপি এবছরে নির্বাচিত হয়ে লোকসভা যাচ্ছেন। যা মোট আসনের ১৪% এবং ১৯৫২-র সাধারণ নির্বাচনের পর সর্বাধিক। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সারা দেশে অংশগ্রহণ করেছিলেন মোট ৭২৪ জন মহিলা প্রার্থী।

২. দেশের মধ্যে সর্বাধিক সংখ্যক মুসলিম এমপি এবছর লোকসভায় আসছেন। সংখ্যাটা ২৭। গত নির্বাচনে ২৩ জন মুসলিম সাংসদ লোকসভায় নির্বাচিত হয়েছিলেন।

৩. ৫৪২ আসনের মধ্যে এবারেই নির্বাচনে প্রথমবার জিতে লোকসভায় প্রবেশ করতে চলেছেন, এমন নতুন মুখের সংখ্যা ৩০০, যা স্বাধীনতার পরে সর্বাধিক।

৪. ১৭তম লোকসভা দেশের ইতিহাসে বয়েসের বিচারে সর্ব কনিষ্ঠ লোকসভা হতে চলেছে যেখানে ১২% এমপির বয়স ৪০ -এর নিচে থাকছে।

৫. দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গ্রাজুয়েট প্রার্থী এবারে নির্বাচনে জিতে লোকসভায় প্রবেশ করতে চলেছেন। এমন প্রার্থীর সংখ্যা ৩৯৪। সেই অর্থে সবচেয়ে শিক্ষিত লোকসভা হতে চলেছে ১৭তম লোকসভা।

৬. ভোটের নিরিখে দেশের মধ্যে সবচেয়ে বেশি ৮ লক্ষ ১৭ হাজার নোটা ভোট পড়েছে বিহারে।

Loksabha Election 2019 Fact (লোকসভা নির্বাচন ২০১৯ কিছু চমৎকার তথ্য ) Loksabha Election 2019 Fact  (লোকসভা নির্বাচন ২০১৯ কিছু চমৎকার তথ্য ) Reviewed by study school on May 30, 2019 Rating: 5
Powered by Blogger.