January some important current affairs

দেশ
♦ ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল পুরস্কার পেলেন নরেন্দ্র মোদী।
♦ এবার থেকে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় ফেল করলে ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে পরীক্ষার্থীরা।
♦ ভারতের রাজ্যগুলির মধ্যে গুজরাট প্রথম অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষন চালু করল।
রাজ্য
♦ সদা সতর্ক স্বেচ্ছাসেবীদের তৎপরতায় স্বচ্ছতায় নজির গড়ল গঙ্গাসাগর মেলা।
♦ জাতীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুসারে এবার লোকসভা ভোটে রাজ্যে ভোট দেবেন মোট ৬ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার ৮৬৮ জন।
♦ এবার থেকে কলেজ পাস্ করলেই স্কুল শিক্ষকের কাজ দেবে রাজ্য সরকার।
আন্তর্জাতিক
♦ নিউইয়র্কের সুপ্রিমকোর্টের বিচারপতি হলেন ভারতীয় বংশোভূত উসির পণ্ডিত ডুরান্ট।
♦ সম্প্রতি ব্রিটেনের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষক পিয়ের ট্রেম্বলের মত অনুসারে আর ১০০০ বছরের মধ্যে আমাদের সূর্য্য একটি ঠান্ডা স্ফটিক গোলোকে পরিণত হবে।
♦ কাবুলে নির্বাচন কমিশন অফিসের বাইরে বড় বিস্ফোরণ ঘটল। এই বিস্ফোরণের প্রায় ৪০ জন আহত হয়েছেন।
খেলা
♦ চোটের কারনে আইপিএলে স্টিভ স্মিথের বিকল্পের খোঁজ শুরু করল রাজস্থান রায়েলস।
♦ চেন্নাই এফসিএর বিরুদ্ধে (২-১) হেরে গেল ইস্টবেঙ্গল।
♦ সম্প্রতি অস্ট্রেলিয়া ওপেন জিতলেন রাফায়েল নাদাল।
বিবিধ
♦ এবার থেকে টিভি দেখার জন্য ন্যূন্যতম ১৫৩ টাকা ৪০ পয়সা ফি দিতে হবে।
♦ শুধুমাত্র গ্রামাঞ্চল বাদ দিয়ে এবার একাউন্টে নূন্যতম ব্যালেন্স দ্বিগুন করার সিদ্ধান্ত নিল ব্যাঙ্ক অফ বরোদা।
♦ সম্প্রতি গাধার দুধ থেকে সাবান তৈরী করেছে ‘ অর্গানিকো ‘ নামে একটি সংস্হা।
January some important current affairs January some important current affairs Reviewed by study school on January 17, 2019 Rating: 5
Powered by Blogger.