Daily কারেন্ট Affairs (01-01-2019)

Daily কারেন্ট Affairs (01-01-2019)

1.ভারত সরকার সম্প্রতি Mahila Police Volunteer Scheme (MPVs) পাস করলো।

2.প্রকাশিত হলো Tony Joseph এর লেখা বই “Early Indians: The Story of Our Ancestors and Where We Came From”

3.জানুয়ারী মাসের ১ তারিখ থেকে ‘Yes sir’ অথবা ‘Present sir’ বলার দিন শেষ হয়েছে ।

4.TRAI-এর নতুন নিয়ম অনুযায়ী, ভারতবর্ষের Cable অপারেটরগুলি এবং DTH সংস্থাগুলি বিভিন্ন চ্যানেলের দাম এবং প্যাকের দাম ঘোষণা করেছে ।

5.২০১৮ সালের সেরা মুসলিম ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মুহাম্মদ ।

6.ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন(ISRO) বাঙ্গালোরে “Samwad with Students” (SwS) নামে একটি নতুন Platform এর উদ্ভোধন করলো ।

7.কেন্দ্রীয় সরকার,  UCO Bank এবং Syndicate Bank সহ চারটি রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের ব্যংককে মূলধন যোগাতে ১০,৮৮২ কোটি টাকা দিয়েছে

8.2018 সালের ডিসেম্বর মাসে সংগৃহীত মোট জিএসটির (GST) পরিমাণ – 94,726 কোটি ।

9.T20 বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলার সুযোগ হারিয়ে ফেলল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ।

10.ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন জেইর বোলসোনারো ।
Daily কারেন্ট Affairs (01-01-2019) Daily কারেন্ট Affairs (01-01-2019) Reviewed by study school on January 03, 2019 Rating: 5
Powered by Blogger.