Wbcs 2019 এবং ফুটের S.I পরীক্ষা তে আপনাকে যেভাবে হোক সাফল্য পেতেই হবে

সিংহের গতিবেগ ঘন্টায় প্রায় ৮০ কিলোমিটার। তবে কিছু হরিণের গতিবেগ কখনও কখনও ৮৫ কিলোমিটারের উপরেও ওঠে। এরপরও সিংহ হরিণকে শিকার করে। কীভাবে করে জানেন?

সিংহ যখন হরিণকে তাড়া করে তখন হরিণটি দৌড়ানোর সময় বারবার পিছে ফিরে তাকায়, সিংহটি আর কতটুকু দূরে আছে সেটা দেখার জন্য। এ কারণে হরিণের গতি কমে যায়।

অন্যদিকে সিংহটি সামনে দৌড়ানো হরিণটিকে দেখে মনে করে, "এই তো, আরেকটু হলেই ওকে আমি ধরে ফেলবো"। সিংহটির শক্তি আর ফোকাস বেড়ে যায়। আর দিন শেষে সিংহটির ক্ষুধার কাছে হরিণটির বেঁচে থাকার তাড়না হেরে যায়।

একটু পরপরই আপনি যদি পিছনে ফিরে তাকান, তাহলে আপনি কোনও দিনই সামনে আগাতে পারবেন না। সামনে আগাতে হলে, আগে সামনে দেখা প্রয়োজন, সামনে মনোযোগ দেয়া প্রয়োজন।

ধাক্কাগুলো ভুলে যান,

শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ান
সফলতা আপনার জন্য অপেক্ষা করছে হার মানবেন না

Wbcs 2019 এবং ফুটের S.I পরীক্ষা তে আপনাকে যেভাবে হোক সাফল্য পেতেই হবে Wbcs 2019 এবং ফুটের S.I পরীক্ষা তে আপনাকে যেভাবে হোক সাফল্য পেতেই হবে Reviewed by sujoy on December 11, 2018 Rating: 5
Powered by Blogger.