গুরুত্বপূর্ণ কিছু gk আসন্ন পরীক্ষার জন্য

১.লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেল।
২.আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার দ্বারা।
৩.বাংলার দুঃখ দামোদর নদ।
৪.জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জী।
৫.করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখন্ডে অবস্থিত।
৬.পঞ্চনদীর দেশ পাঞ্জাব।
৭.সবচেয়ে হালকা নিস্ক্রিয় গ্যাস হিলিয়াম।
৮.বুদ্ধদেব প্রথম তার ধর্মমত প্রচার করেন সারনাথে।
৯.হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে।
১০.আয়োডিন যুক্ত হরমোনটি হল থাইরক্সিন।
১১.ভিনিগার হল অ্যাসেটিক অ্যাসিড।
১২.ক্রিপস মিশন ১৯৪২ সালে ভারতে আসে।
১৩.কপিলধারা জলপ্রপাত নর্মদা নদীর উপর।
১৪.ভারতীয় প্রথম অস্কার পুরস্কার জয়ী হলেন ভানু আথাইয়া।
১৫.ভারতের শুল্ক মুক্ত বন্দর কান্ডালা।
গুরুত্বপূর্ণ কিছু gk আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু gk আসন্ন পরীক্ষার জন্য Reviewed by sujoy on July 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.